পথরেখা অনলাইন : অচিরেই বাংলাদেশ শরীরগঠন ফেডারেশন হালনাগাদ তথ্য সম্বলিত ওয়েবসাইট তৈরি করছে। ২১ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (প্রশাসন) শেখ হামিম হাসান।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— নতুন ফেডারেশনের ওয়েবসাইট তৈরির লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে অবস্থিত জিমসমূহের তথ্য ও ছবি সংযুক্ত করা হবে। এই জন্য ফেডারেশনের পক্ষ থেকে মালিক/স্বত্বাধিকারীর নাম, ট্রেড লাইসেন্স, প্রতিষ্ঠানের মালিকানার ধরন, প্রতিষ্ঠানের বিস্তারিত ঠিকানা, প্রতিষ্ঠাকাল, নিয়মিত সদস্য সংখ্যা, প্রশিক্ষকের সংখ্যা, প্রশিক্ষকের যোগ্যতার বিবরণ এবং উল্লেখযোগ্য সাফল্য জানাতে চেয়েছে। ২০১৯-২০২৩ সাল পর্যন্ত, বিগত চার বছরের কার্যক্রম প্রদান সংক্রান্ত ফরম পূরণ করার জন্য আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া তথ্য ফরমের সঙ্গে জিমের ভিতর ও বাইরের চারটি সদ্য তোলা ছবিও যুক্ত করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সমুদয় তথ্য এবং ছবিসহ পূরণকৃত ফরম ডাকযোগে বা স্বশরীরে আগামী ৩১ ডিসেম্বর ২০২৩-এর মধ্যে বাংলাদেশ শরীরগঠন ফেডারেশন পাঠাতে বলা হয়েছে।
পথরেখা/আসো