পথরেখা অনলাইন : পাকিস্তান ক্রিকেট দলের নতুন বোলিং কোচের দায়িত্ব পেলেন দেশটির সাবেক পেসার ওমর গুল ও স্পিনার সাইদ আজমল। গুল পেস ও আজমল স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। বিশ্বকাপে পাকিস্তানের বাজে পারফরমেন্সের পর দলের বোলিং কোচের দায়িত্ব থেকে সরে যান দক্ষিণ আফ্রিকার মরনে মরকেল।
পাকিস্তান ছাড়াও আফগানিস্তানের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন গুল। ২০২২ সালে আফগানিস্তান দলের সাথে এবং চলতি বছর আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং নিউজিল্যান্ডের বিপক্ষেও পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন গুল। দেশের হয়ে ৪৭ টেস্টে ১৬৩ উইকেট, ১৩০ ওয়ানডেতে ১৭৯ উইকেট এবং ৬০টি টি-টোয়েন্টিতে ৮৫ উইকেট নিয়েছেন গুল।
এদিকে, প্রথমবারের মত পাকিস্তান জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন ওয়ানডের সাবেক এক নম্বর বোলার আজমল। খেলোয়াড়ী জীবনে ২৫ টেস্টে ১৭৮টি ও ১৮৪ ওয়ানডেতে ১৮৪ টি এবং ৬৪টি টি-টোয়েন্টিতে ৮৫ উইকেট নিয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ইসলামাবাদ ইউনাইটেডের বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন আজমল। আগামী ১৪ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজটি হবে বোলিং কোচ হিসেবে হিসেবে গুল ও আজমলের প্রথম এসাইনমেন্ট।
পথরেখা/আসো