• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ২১:১৯

এবার বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট লড়াইয়ে প্রস্তুতি

পথরেখা অনলাইন : গত রবিবার শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপের পর সবার আগে মাঠে নেমেছে দুই ফাইনালিষ্ট অস্ট্রেলিয়া-ভারত। বৃহস্পতিবার রাতে টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামে এই দুই দল। এছাড়া বাংলাদেশও মাঠে নামার অপেক্ষায় রয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে দু’দলই এখন সিলেটে অবস্থান করছে। এ সিরিজের পর পরই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ। ইনজুরির কারণে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ঘরের মাঠে খেলতে তো পারছেনই না, এমনকি নিউজিল্যান্ড সফরেও বিশ্বসেরা অলরাউন্ডারের খেলা অনিশ্চিত। ইনজুরির কারণে বিশ্বকাপে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেননি তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে সাকিবের আঙুলে চিড় ধরে। ওই ম্যাচে বল হাতে ৩ উইকেট এবং ব্যাট হাতে ৬৫ বলে ৮২ রানের ইনিংস খেলে বাংলাদেশকে জিতিয়ে ম্যাচসেরা হয়েছিলেন। লঙ্কানদের বিরুদ্ধে ম্যাচের পরই বাংলাদেশে ফেরেন সাকিব। তারপর মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। আবার দেশে ফিরে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তোলা তিন আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) গিয়েছিলেন সাকিব।
 
বোর্ড সুত্রে জানা গেছে, তার হাতের ব্যান্ডেজ চেঞ্জ করতে গিয়েছিলেন। সাকিবের চোটের অবস্থা সম্পর্কে বিসিবির প্রধান চিকিৎসক মিডিয়ায় বলেন, ‘আমাদের কাজ ছিল চেঞ্জ করে ব্যান্ডেজ করে দেওয়া। পরবর্তী অবস্থা বুঝতে গেলে তিন সপ্তাহ অপেক্ষা করতে হবে। তার আগে কিছুই বোঝা যাবে না। তিন সপ্তাহ পর আবার এক্স-রে করে রিপোর্ট দেখে সিদ্ধান্ত নিতে হবে।’ তারপর পুনর্বাসন প্রক্রিয়া আছে। নিউজিল্যান্ডের উদ্দেশে বাংলাদেশ দল রওনা হওয়ার কথা আগামী ১১ কিংবা ১২ ডিসেম্বর। তাই সাকিবের নিউজিল্যান্ড সফর অনেকটাই অনিশ্চিত! বিশ্বকাপ অভিযান শেষ করে এবার সাদা পোশাকের লড়াইয়ের জন্য বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। প্রায় ১০ বছর পর বাংলাদেশে টেস্ট খেলবে তারা। ২০১৩ সালে সবশেষ বাংলাদেশে টেস্ট খেলে গেছে নিউজিল্যান্ড। এরপর ২০১৪ সালের টি-টোয়েীন্ট বিশ্বকাপ, ২০২১ সালে টি-টোয়েন্টি সিরিজ ও গত সেপ্টেম্বরে ওয়ানডে খেলতে এসেছিল তারা। দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে সিলেটে অবস্থান করছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।
 
মঙ্গলবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তারা। ম্যাচের আগে দু’দিন তারা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-টুতে অনুশীলন করবে। এরপর এক দিন বিশ্রাম নিয়ে পরের দুই দিন আবার অনুশীলন করে আগামী ২৮ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে। ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ দলের খেলা। তবে ওয়ানডে নয় খেলা হবে ক্রিকেটের বনেদি ভার্সন টেস্টে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ এবারের সিরিজ। আর টাইগারদের বিপক্ষে দুই ম্যাচের এই টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড দল ঢাকা পৌঁছানোর পর সিলেটে গেছে। প্রথম ফ্লাইটে ক্রিকেটাররা আসেন রাত দশটাই এরপরের ফ্লাইটে সবমিলিয়ে নিউজিল্যান্ডের ১৭ ক্রিকেটার ঢাকায় পা রাখেন। দলটির সঙ্গে ছিলেন বেশ কয়েকজন কোচিং স্টাফের সদস্যও।
 
অন্যদিকে কিউইদের বাকি ক্রিকেটার ও স্টাফরা আসে বুধবার রাতে। এরপর ঢাকা পৌঁছে তারা সরাসরি টেস্ট সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু সিলেটে চলে যায়।  এদিকে দলের ক্রিকেটাররা সকালেই সিলেটে যাবেন। ২৮ নভেম্বর সেখানেই মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। মাঝে ২৩ ও ২৪ নভেম্বর সেখানেই অনুশীলন করবেন ক্রিকেটাররা। দুই দিন অনুশীলনের পর একদিনের বিরতি। ২৬ ও ২৭ নভেম্বর আবারও অনুশীলন করবে তারা। ৩ ডিসেম্বর সিলেট থেকে ঢাকায় ফিরবে দুই দল। ৪ ও ৫ ডিসেম্বর আনুষ্ঠানিক অনুশীলন করবেন ক্রিকেটাররা। এরপর ৬ ডিসেম্বর থেকে মিরপুরের শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচটি। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে ১১ ডিসেম্বর দেশে ফিরবে নিউজিল্যান্ড দল। এক মাসের ছুটিতে থাকা লিটন দাসের জায়গায় দলে নেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে।
 
বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম মিতু, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ।
 
নিউজিল্যান্ড দল : টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, নেইল ওয়েগনার, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, হেনরি নিকলস, এইজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেইন উইলিয়ামসন, উইল ইয়াং।
পথরেখা/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।