ক্রীড়াঙ্গন আর রাজনীতি একবারে আলাদা করার উপায় নাই। মেজর হাফিজ বিএনপির এই নেতা ছিলেন সাড়া জাগানোর ফুটবলার। ছিলেন ভাল ক্রিকেটার। ১০০ মিটার স্প্রিন্টে ছিলেন দেশ শ্রেষ্ঠ। ইনু সাহেব-সালাম মুর্শেদি-মাশরাফি-জয় এমন বহু নাম করা যায় যারা রাজনীতিতে অশার আগে ক্রীড়াঙ্গনে জড়িত ছিলেন। পাকিস্তানের ক্রিকেটার ইমরান খান দেশের প্রধানমন্ত্রীও ছিলেন।
জানা মতে এদের সময় ক্রীড়াঙ্গনে টাকার গাছ লাগান হয় নাই, তাই টাকার ফুলঝরিও ছিল না। তবে সব সময়ই রাজনীতিতে টাকার স্রোত বিদ্যমান ছিল। যে টাকা ক্রীড়াংগনের জন্য বরাদ্দ হয় তা যদি সুষ্ঠু বাটোয়ারা হত তবে আমাদের ক্রীড়াঙ্গন হত দেশ বিদেশের এক আদর্শ এলাকা। সমগ্র বিশ্বকে হকচকিয়ে দিয়ে আমাদের আছে দোকানসহ স্টেডিয়াম। এই দোকানের বরাদ্দ, সালামি, ভাড়া এ থেকে আয়, তারপরও ক্রীড়ামহল গরীব। এ সব টাকা যায় কোথায়? ক্রীড়া মন্ত্রনালয়, জাতীয় ক্রীড়া পরিষদ এনাদের কর্তা সাহেবরা ভাল জানেন।
সাকিব সাহেব এবার ভোটে দাঁড়িয়েছেন। টাকার প্রতি উনার বিশেস মোহ সর্বজন বিদিত। ক্রীড়ামহলের টাকা উড়ে বেরায়, একা পকেটস্থ করার বাসিন্দাদের মধ্যে সাকিব সাহেব ঢুকে না পরার কোনো কারণ নাই। এত বড় প্লেয়ার তয় টাকার লোভ এক করতে দ্বিধা লাগে তবে তার কর্মকাণ্ড তাকে আজ এ পর্য়ায়ে দাড়া করিয়েছে। শেখ হাসিনা-যুগ এখন, কলাগাছ দাড় করালেও জয়ী হয়ে আসবে। সাকিবও জয়ী হবে তবে তিনি ব্যর্থ ক্যাপ্টেন হয়েও যখন মনোয়ন পেয়েছেন তখন জিত হবেই। তারপর অভাবি এ ক্রীড়ামহল সর্ব ক্ষেত্রে অপেশাদারিত্বে চালুনির মতন শত ছিদ্রে জর্জরিত সেখান একজন ক্রীড়া ব্যক্তিত্বের দরকার ছিলই। সাকিব হতে পারত সেই বীর কিন্তু ব্যাক ট্রাক’ করলে নিরাশাই সামনে আসে।
আ যে গপ্পো- বিল কিতনা হুয়া ?
-খানা পিনা কুছ নেহি, গ্লাস তোরা আট আনা’
আমাদের আসল কাজ থেকে বেহুদা কাজেই সময় আর টাকার শ্রাদ্ধ করি।
এইত কয় দিন আগে সিংগাপুরে ৪০ প্লাস হকি দল পাঁচ খেলায় ৪৭ গোল খেয়ে আসল। কেনা কাটা বিমান ভাড়া হোটেল থাকা তে ডলার ব্যয়ে, গোল দিতে পারি নাই, ডলার দিছি। এ সব অযাচিত ব্যয় বন্ধ করবে কে? মেশিনে যে তেল উৎপাদন হয় মেশিন সচল রাখতে সেই তেল মেশিনই ঢালতে হয়।
ক্রীড়া মহলের সমস্যা চিহ্নিত করার লোক মনে হয় প্রশাসনে নাই। “কারার ঐ লৌহ কপাট ভেংগে ফেল করলে লোপাট”- এখন লৌহ কপাটই ক্রীড়ামহলের কর্তারা খুঁজে পায় না। পাইলেই সমস্যার সমাধান হবেই। চেষ্টার শেষ নাই। দেশে সমস্যা খুঁজছে, পাচ্ছে না। এখন বিদেশ ঘুরছে সমস্যা ধরে এনে সমাধান করবেই।
সমস্যার এবার রক্ষা নাই।
লেখক : সাবেক হকি অধিনায়ক জাতীয় ও সেনাবাহিনী দল, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত খেলোয়াড় এবং সদস্য আন্তর্জাতিক স্পোর্টস প্রেস এসোশিয়েসন
পথরেখা/আসো