পথরেখা অনলাইন : প্রথম ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও জেতা হয়নি বাংলাদেশের। মূলত বড় জুটি গড়ে না ওঠার পাশাপাশি কোন ব্যাটসম্যানই সেভাবে দায়িত্ব নিয়ে খেলতে পারেননি। যে কারণে হেরে সিরিজ শুরু করে নাজমুল হোসেন শান্তর দল। এবার জয়ে সিরিজে সমতা আনার লক্ষ্য বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সমতা আনতে বুধবার ভোর ৪টায় মাঠে নামছে বাংলাদেশ দল। এদিন নিউজিল্যান্ডের নেলসনের স্যাক্সটন ওভালে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ। বৃষ্টি-বিঘ্নিত সিরিজের প্রথম ম্যাচে কিউইদের কাছে বৃষ্টি আইনে ৪৪ রানে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। এতে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হারের সংখ্যাটা ১৭ স্পর্শ করে। প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের কাছে হারলেও টাইগারদের লড়াইয়ের মানসিকতায় বোঝা যাচ্ছে, অন্যান্যবারের মত এবার অন্তত সিরিজটি এক তরফা হবে না। সঙ্গত কারণে বৃষ্টি আইন বাংলাদেশের কৌশলগত পরিকল্পনায় প্রভাব ফেলেছে। প্রথম ম্যাচটি প্রথম দফায় ৪৭ ওভারে নেমে আসার কারণে অন্তত দু’জন বোলার ১০ ওভার বল করতে পারবে এবং সেভাবেই পরিকল্পনা করা হয়েছিল। যদিও সেভাবে কোন কাজই করা সম্ভব হয়নি।
ম্যাচের প্রথম ওভারে দারুণ সুইং ডেলিভারিতে নিউজিল্যান্ড শিবিরে জোড়া আঘাত হানেন পেসার শরিফুল ইসলাম। এতে ৫ রানে ২ উইকেট হারায় কিউইরা। শুরুর ধাক্কা সামলে উঠতে বড় জুটি গড়ার চেষ্টা করেন উইল ইয়ং ও টম লাথাম। এসময় তাদের জুটি ভাঙতে পেসারদের ব্যবহার করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু পুনরায় বৃষ্টি বিঘ্ন ঘটালে ৩০ ওভারে নির্ধারিত হয় ম্যাচটি। ততক্ষণে দলের প্রধান বোলারদের পাঁচ বা ছয় ওভার করে শেষ হয়ে যায়। ম্যাচটি ৩০ ওভারে নেমে আসায় একজন বোলার সর্বোচ্চ ৬ ওভার করে বল করতে পারেন। যে কারণেই ডেথ ওভারে সৌম্য সরকার এবং অন্যান্য বোলারদের ব্যবহার করতে হয় বাংলাদেশকে। যার সুযোগে শেষ ১২ ওভারে ১৪৫ রান তুলে ভালো অবস্থায় চলে যায় নিউজিল্যান্ড। অবশ্য বৃষ্টির কথা মাথায় রেখে বোলারদের সেভাবে ব্যবহারের প্রয়োজন থাকলেও অধিনায়ক শান্ত সেটি করেননি । একই সঙ্গে আবারও হতাশাজনক পারফরম্যান্স করেন বাংলাদেশের ব্যাটাররা।
সব সময়ের মত ভালো উইকেটে নিজেদের উইকেট বিলিয়ে দেন তারা। ম্যাচে লড়াই করার সুযোগ পেয়েও খারাপ শট খেলে উইকেট ছুঁড়ে দেন দুই অভিজ্ঞ ব্যাটার লিটন দাস এবং মুশফিকুর রহিম। উইকেটে সেট হয়ে আস্কিং রান রেট অব্যাহত রেখে ৩৯ বলে ৪৩ রান করলেও, কীভাবে ইনিংস বড় করতে হয় অন্যান্য ব্যাটারদের মত সেটি জানেন না ওপেনার এনামুল হক বিজয়। সিরিজে সমতা আনতে বাংলাদেশের করণীয় সম্পর্কে প্রথম ম্যাচের পর বিজয় বলেন, ‘জয়ের খুব কাছে গিয়ে জেতা হয়নি। ইনিংস বড় করতে না পারাটা আমার ভুল ছিল। আসলে একবার ক্রিজে সেট হয়ে গেলে ইনিংস বড় করার জন্য আমাদের সতর্ক হতে হবে।’ নিউজিল্যান্ড বোলারদের বাউন্সার মোকাবেলায় জোর দিয়ে তিনি আরও বলেন, ‘বাউন্স সামলাতে হবে আমাদের। তাদের সবার উচ্চতা অনেক বেশি হওয়ায় অতিরিক্ত বাউন্স পেয়েছে তারা। যা আমাদের আউটের প্রধান কারণ। আশা করি, বাউন্স মোকাবেলা করার কৌশলটা আমরা দ্রুত শিখতে পারবো।’
এছাড়া দ্বিতীয় ওয়ানডের আগে বাংলাদেশ অধিনায়ক বলেন,‘আমরা নিজেদের সেরা মাঠে ঢেলে দিয়ে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনার চেষ্টা করবো। দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড বোলারদের মোকাবেলা করতে আমাদের দলের সবাই প্রস্তুত আছেন। দ্বিতীয় ম্যাচে জয় পেতে আমি আশাবাদি।’ নিউজিল্যান্ড সফরে সাদা বলের ক্রিকেটে কখনোই না জেতা বাংলাদেশের এবারের সফরও শুরু হার দিয়েই। ডানেডিনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটার দৈর্ঘ্য ৩০ ওভারে নেমে আসায় টি-টোয়েন্টি মেজাজে খেলতে হয়েছে দুই দলকেই। তবে আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রতিযোগিতায় পিছিয়ে থাকা বাংলাদেশ যথারীতি খাবি খেয়েছে কিউইদের বিপক্ষে। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা শান্তরা ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে কাল পৌঁছেছেন নেলসনে। বাংলাদেশ ক্রিকেটে সুখবর এনে দিচ্ছে অনূর্ধ্ব-১৯ দল আর নারী ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা সফরে থাকা নারী দলের সামনে এখন ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি। বাংলাদেশ যুব দল কাল এশিয়া কাপ জিতে দেশে ফিরেছে বীরের বেশে। রাজসিক না হলেও বর্ণিল অভ্যর্থনাই হয়েছে যুবাদের। সেখানে জাতীয় পুরুষ দল একটু ব্যাকফুটে। বিশ্বকাপ ভরাডুবির পর সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতলেও মিরপুরে হার। নিউজিল্যান্ডে ফিরতি সফর শুরু হয়েছে হার দিয়েই। বাংলাদেশের হারে সাধারণত ব্যাটারদের কাঠগড়ায় উঠতে হয়। বিশেষ করে টপ অর্ডারের ব্যাটারদের। এবার জয় দিয়ে সব প্রশ্নের জবাব দিতে হয়।
পথরেখা/আসো