পথরেখা অনলাইন : দেশব্যাপী স্নায়ুবিকাশজনিত সমস্যায় আক্রান্ত শিশুদের পিতা-মাতা, অভিভাবকদের মানসিক চাপ কমিয়ে তাদের মানসিক সুস্বাস্থ্য নিশ্চিতকরণে গবেষণা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।
বিএসএমএমইউ-এর পাবলিক হেলথ এবং ইনফোরম্যাটিক্স বিভাগ ‘ইমপ্রুভিং সাইকোলজিক্যাল ওয়েলবিং থ্রেুা স্ট্রেস রিডাকশন এমোং পেরেন্টস হ্যাভিং চিলড্রেন উইথ নিউরোডেভলপমেন্টাল ডিসঅর্ডার: এ মাল্টি-প্রোংগ্ড ইন্টারভেনশন ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণাটি পরিচালনা করছে।
গবেষণার পরিচালনা কমিটির দ্বিতীয় সভা ২১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা মো. শারফুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ-এর পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও প্রিভেন্টিভ মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো আতিকুল হক, শিশু নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. কানিজ ফাতিমা, অধ্যাপক ডা. গোপেন কুমার কুন্ড, ডা. মাযহারুল মান্নান, ঢাকা ইউনিভার্সিটির সাইকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কামাল উদ্দিন, ডা. সেলিম মাহমুদ চৌধুরী, বিএসএমএমইউ’র ডা. মারুফ হক খান, এবং পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
গবেষণাটির কো-ইনভেস্টিগেটর ডা. মারিয়াম সালওয়া গবেষণার তথ্য-উপাত্ত এবং পরিকল্পনা উপস্থাপন করেন। সভায় গবেষণার সামগ্রিক অগ্রগতি আলোচনা এবং পরবর্তী দিকনির্দেশনা প্রদান করা হয়।
পথরেখা/আসো