পথরেখা অনলাইন : ভারত এর আগে নিউজিল্যান্ডকে ৬২ রানে অলআউট করেছিল। সেটাই ছিল ভারতের বিরুদ্ধে কোনও দলের সব থেকে কম রানের ইনিংস। সেই রেকর্ড ভেঙে গেল বুধবার ৩ জানুয়ারি। কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ ৫৫ রানে। ভারত এর আগে টেস্টে কখনও এত কম রানে বিপক্ষের ইনিংস শেষ করতে পারেনি। তবে দক্ষিণ আফ্রিকা এর থেকেও কম রানে টেস্টে অলআউট হয়েছে। ১৮৯৬ সালে ৩০ রানে শেষ হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ভারত এর আগে নিউজিল্যান্ডকে ৬২ রানে অলআউট করেছিল। সেটাই ছিল ভারতের বিরুদ্ধে কোনও দলের সব থেকে কম রানের ইনিংস। সেই রেকর্ড ভেঙে গেল।
জবাবে ভারতও দুরন্ত এগিয়ে যেতে যেতে ১৫৩ রানে অলআউট হয়েছে। ১৫৩ রানে আউটের মিছিলে একে একে যোগ দিয়েছেন কেএল রাহুল, জাদেজা, বোমরা, বিরাট, মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। স্রেফ ৪ ইউকেটে ১৫৩ থেকে ভারত ১৫৩/১০। ভারতের পক্ষে সাত ব্যাটার রানের খাতাই খুলতে পারেননি। সর্বোচ্চ রান করেছেন বিরাট কোহলি ৪৬, রোহিত ৩৯, গিল ৩৬। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩টি উইকেট নিয়েছে রাবাদা, এনগিডি এবং বারগার। একটি রান আউট। দক্ষিণ আফ্রিকা শেষ সেশনে ব্যাটিংয়ে নেমেছে। দ্বিতীয় ইনিংসে ভারত ৯৮ রানের লিড নিয়েছে। এই স্কোরে পর পর ৬উইকেট পরার ঘটনা এটাই একটি নতুন ইতিহাস। সেখানেও নাম উঠল ভারতের।
২০২১ সালে মুম্বইয়ের ওয়াংখেড়েতে ৬২ রানে নিউজিল্যান্ডকে অলআউট করেছিল ভারত। সেই রেকর্ড ভেঙে ৩জিানুয়ারি ২০২৪ দক্ষিণ আফ্রিকাকে ৫৫ রানে শেষ করলেন মহম্মদ সিরাজেরা। তিনি একাই নিলেন ৬ উইকেট। দু’টি করে উইকেট নেন যশপ্রীত বুমরা এবং মুকেশ কুমার। দক্ষিণ আফ্রিকার মাত্র দু’জন ব্যাটার দু’অঙ্কের রান করেছেন। ভারতীয় বোলারদের সুইং সামলাতে ব্যর্থ ডিন এলগারেরা।
দক্ষিণ আফ্রিকা এর আগে টেস্টে দু’বার ৩০ রানে শেষ হয়ে যায়। দু’বারই (১৮৯৬ এবং ১৯২৪ সালে) বিপক্ষে ছিল ইংল্যান্ড। টেস্টে ৫০ রানের মধ্যে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছে সাত বার। তবে ১৯৩২ সালের পর এই ভাবে কখনও ভেঙে পড়েনি দক্ষিণ আফ্রিকার ইনিংস। সে বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৫ রানে শেষ হয়ে গিয়েছিল তারা।
বুধবার এডেন মার্করামকে আউট করে শুরুটা করেছিলেন সিরাজই। এর পর ডিন এলগার, টোনি ডি জর্জি, ডেভিড বেডিংহ্যাম, কাইল ভেরেইনে এবং মার্কো জানসেনকে আউট করেন তিনি। প্রথম ইনিংসে সিরাজ ৯ ওভারে ১৫ রান দিয়ে নেন ৬ উইকেট। সিরাজ ছাড়াও উইকেট নিয়েছেন যশপ্রীত বুমরা এবং মুকেশ কুমার। দু'টি করে উইকেট নিয়েছেন তাঁরা। শার্দূল ঠাকুরকে বসিয়ে এই ম্যাচে মুকেশকে দলে নেয় ভারত। সেই ম্যাচে কোনও রান না দিয়ে ২ উইকেট তুলে নেন বাংলার পেসার।
পথরেখা/আসো