পথরেখা অনলাইন: প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হবার একদিন পরই আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য প্রস্তুত হতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেটে ফিরলেন সাকিব আল হাসান। ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল।
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বাংলাদেশ ক্রিকেটের সব ফরম্যাটের অধিনায়ক সাকিব। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে ১,৮৫,৩৮৮ ভোট পেয়েছেন সাকিব। তার নিকটতম প্রতিদ্বন্দি বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট রেজাউল হাসান পেয়েছেন ৪৫,৯৩৩ ভোট।
নির্বাচন শেষে নিজ শহর মাগুরায় বেশিক্ষণ থাকেননি সাকিব। কারণ বিশ্বকাপ চলাকালীন পাওয়া আঙুলের ইনজুরির ফিটনেস প্রমাণ করাই প্রথম চ্যালেঞ্জ এই অলরাউন্ডারের। আঙুলের ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজে খেলতে পারেননি সাকিব।
আজ বিকেলে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে প্রবেশ করতে দেখা যায় সাকিবকে। তার আগে ইনডোরে প্রবেশ করেন সাকিবের শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিম।
বিশ্বকাপের চলাকালীনও ব্যাটিং নিয়ে ফাহিমের সাথে কাজ করেছেন সাকিব। ধারনা করা হচ্ছে, নিজের ব্যাটিংয়ের সমস্যা নিয়ে ফাহিমের সাথে কাজ করবেন সাকিব।
পথরেখা/রাসু