• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ০১:১৪

বিপিএল নিয়ে ক্রিকেটারদের প্রস্তুতি

পথরেখা অনলাইন : নিউজিল্যান্ড সফর শেষে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন ক্রিকেটাররা। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আর জমজমাট আসর হিসেবে পরিচিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে অংশগ্রহনের জন্য প্রস্তুতি শুরু করেছেন ব্যাটসম্যান-বোলাররা। অংশগ্রহনকারী ৭ দলের মধ্যে সবার আগে প্রস্তুতি শুরু করেছে রংপুর রাইডার্স। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিনই মাগুরা থেকে সরাসরি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। জয়ের পর ভোটের মাঠ ফেলে সাকিব আল হাসান ক্রিকেট মাঠে ছুটে এলেন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পরদিনই। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা তাসকিন আহমেদ বোলিং করছেন পুরোদমে। বিশ্বকাপের আগে থেকে মিরপুর বিমুখ হওয়া তামিম ইকবালও ফিরেছেন ২২ গজে। তিন জনই লম্বা সময় ধরে মাঠের বাইরে। তামিম বিশ্বকাপের আগে থেকে, সাকিব-তাসকিন বিশ্বকাপের পর থেকে। ইনজুরির পাশাপাশি নির্বাচনী ব্যস্ততায় সাকিব ক্রিকেটকে এক পাশে রেখে দিয়েছিলেন।
 
আর তাসকিন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজে ছিলেন না। সাকিব হতে শুরু করে তামিম-তাসকিন সবারই ব্যস্ততা বিপিএলের দশম আসরকে ঘিরে। দুই দিন ধরে ব্যাটিং করা তামিম মঙ্গলবার অনুশীলনের সময় তাসকিনের বলে বাঁ হাতে আঘাত পেয়েছেন। যদিও এখন পর্যন্ত তা গুরুতর না বলে জানা গেছে। বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সিরিজের ব্যস্ততা শেষে বাকিরাও ধীরে ধীরে ব্যক্তিগতভাবে অনুশীলন করছিলেন। এর মধ্যে একমাত্র ফ্র্যাঞ্চাইজি হিসেবে আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করে রংপুর। প্রথম দিন নিজেদের মাঠ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলনের আয়োজন করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সাকিবসহ দেশি ক্রিকেটারদের অনেকেই অংশগ্রহন করেন।
 
যার মধ্যে নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ ও শামীম পাটোয়ারীরা নিজেদের ঝালিয়ে নিয়েছেন। শুরুর অপেক্ষায় থাকা বিপিএলের প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে রংপুরের অনুশীলনকে ঘিরে গণমাধ্যমের আগ্রহ ছিল কিছুটা বেশি। বিশেষ করে সাকিব থাকায় আগ্রহ বেড়ে যায় কয়েকগুণ। এদিন ধাপে ধাপে ব্যাটিং-রানিং করেন বরিশাল থেকে রংপুরে নাম লেখানো সাকিব। রংপুরের কোচ সোহেল ইসলাম পুরোটা সময়জুড়ে সাকিবকে রেখেছিলেন পাখির চোখে। নেটে বেশ কয়েকবার দুজনকে কথা বলতে দেখা যায়। সোহেল কিছু একটা দিক নির্দেশনা দিচ্ছিলেন আর সাকিব তা শ্যাডো করে দেখাচ্ছিলেন। নেটে লম্বা সময় ব্যাটিংয়ের পর সাকিব রানিং করেন কিছুক্ষণ। এরপর আবার নেটে কিছুক্ষণ ব্যাট হাতে ড্রিল করেন। সদ্য আঙুলের ইনজুরি থেকে মুক্ত হওয়া সাকিব সময় নিয়ে পুরোদমে ব্যাটিং করতে চান, ‘বিপিএলের শুরুতে খেলার লক্ষ্য নিয়ে অনুশীলন শুরু করেছি। আরও কিছু দিন সময় লাগবে। বোলিং আঙুল যেহেতু, স্বাভাবিকভাবেই সময় লাগবে। উন্নতি হচ্ছে ভালোই।’
 
রংপুরের নেতৃত্ব নিয়েও কথা বলছেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার বল ঠেলে দিয়েছেন ফ্র্যাঞ্চাইজির কোর্টে। তবে সাকিব জানিয়েছেন, দল হিসেবে তাদের লক্ষ্য একটাই, চ্যাম্পিয়ন হওয়া, ‘আমার দল রংপুর রাইডার্স কি অন্য কোনো চিন্তা করেছে, চ্যাম্পিয়নের লক্ষ্য ছাড়া? স্বাভাবিকভাবেই দলটা ভালো হয়েছে। আমার মনে হয়, ভারসাম্যপূর্ণ দল। একইসঙ্গে অন্যান্য দলও শক্তিশালী। যেহেতু রংপুর রাইডার্স প্রতি বছরই চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়ে থাকে, এ বছরও তাদের সেটাই লক্ষ্য থাকবে।’ ধীরে ধীরে বিদেশি ক্রিকেটাররা দলে যোগ দেবে বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। একমাত্র দল হিসেবে রংপুর আগে অনুশীলন শুরু করলেও বাকি দলগুলো অবশ্য বসে নেই। তারা আছে শেষ মুহুর্তের প্রস্তুতিতে। ১২ জানুয়ারি থেকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স রুপগঞ্জের মাসকো-সাকিব একাডেমিতে অনুশীলনের পরিকল্পনা করেছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল ১৪ জানুয়ারি থেকে অনুশীলন শুরু করবে বলে জানা গেছে।
 
বাকি দলগুলোর মধ্যে খুলনা-সিলেট-ঢাকারও এই সময়ের মধ্যে অনুশীলন শুরু করার কথা রয়েছে। ১৯ জানুয়ারি শুরু হবে দেশের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি লিগটি। পহেলা মার্চ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের আসর।  ঢাকা, সিলেট ও চট্টগ্রামে ৪৩ দিনে খেলা হবে ৪৬ ম্যাচ। প্রথম ধাপে ১৯ জানুয়ারি খেলা শুরু হয়ে চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। এরপর দলগুলো উড়াল দেবে সিলেটে। চায়ের নগরীতে খেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। তিন দিন বিরতি দিয়ে মাঝখানে ম্যাচ হবে ১২টি। সিলেট পর্ব শেষে বিপিএল আবার গড়াবে রাজধানীতে। ১০ ফেব্রুয়ারি ঢাকা পর্ব শেষে খেলা গড়াবে চট্টগ্রামে, সাগরিকার পাড়ে। ১৩ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রামে হবে ১২ ম্যাচ। এরপর ২৩ ফেব্রুয়ারি থেকে ঢাকায় হবে বাকি ম্যাচগুলো। এখন মাঠের লড়াইয়ের জন্য খেলোয়াড়দের পাশাপাশি দর্শকরাও প্রস্তুতি নিচ্ছেন।
পথরেখা/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।