পথরেখা অনলাইন : ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ১৬ সদস্যের নারী অনূর্ধ্ব-১৯ দল ১৫ জানুয়ারি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্বাগতিক বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলংকাকে নিয়ে আগামী ২০ জানুয়ারি থেকে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টটি শুরু হবে।
ডাবল-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে লিগ পর্বে প্রতিটি দল একে অপরের সাথে বিপক্ষে দু’বার করে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দু’দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।
বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল : সুমাইয়া আক্তার (অধিনায়ক), রাবেয়া, নিশিতা আক্তার নিশি, সুমাইয়া আক্তার সুবর্ণা, ফাহমিদা ছোয়া, আফিয়া আশিমা ইরা, উন্নতি আক্তার, আরভিন তানি, ইভা খাতুন, আসরাফি ইয়াসমিন অর্থি, হাবিবা ইসলাম পিংকি, জান্নাতুল মাওয়া, রাবেয়া খাতুন, সুবর্না কর্মকার , ফারিয়া আক্তার, আনিশা আক্তার শোভা।
পথরেখা/আসো