• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ২০:৫৭

বিপিএলের রান উৎসবের অপেক্ষা কাটবে কবে?

পথরেখা অনলাইন : একদিন বিরতি দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় রাউন্ড শুরু হয়েছে সোমবার। দুরন্ত ঢাকা প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৩৬ রান করে। জবাব দিতে নেমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৬ উইকেটে জয়লাভ করে। মারদাঙ্গা ক্রিকেট হিসেবে কুড়ি ওভারের খেলায় এই রান যে দর্শকদের মন জুড়াতে পারেনি সেটা সহজেই বলে দেয়া যায়। তাই বিপিএলে কবে রানে ফিরে দর্শকদের আনন্দ দিতে পারবে সেই অপেক্ষাই এখন। এবারের বিপিএল এ অনেক সাবেক ও বর্তমান খেলোয়াড়দের মিলন মেলায় পরিণত হয়েছে। যেমন করে বিসিবি একাডেমি মাঠে অনুশীলনে ডেভ হোয়াটমোরের সঙ্গে দেখা হতেই জড়িয়ে ধরলেন মাশরাফি বিন মর্তুজা। ১৫-১৬ বছর আগে ক্রিকেটার মাশরাফির উন্মেষকালে যাঁকে পেয়েছিলেন জাতীয় দলের কোচ হিসেবে, তাঁর প্রতি আলাদা আবেগ তো কাজ করবেই। হোয়াটমোরের সেই ‘পাগলা’, যাঁর বিয়ের আমন্ত্রণে নড়াইলে পর্যন্ত তিনি গিয়েছিলেন, সেই মাশরাফি এখন ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে। গত পাঁচ বছরে তাঁর নামের পাশে যোগ হয়েছে রাজনৈতিক পরিচয়ও। ৪০ বছর বয়সেও মাশরাফি খেলে যাচ্ছেন সগৌরবে।
 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আর অসুস্থতা মিলিয়ে দীর্ঘ সময় অনুশীলন না করলেও সিলেট স্ট্রাইকার্সের হয়ে নিজেদের প্রথম ম্যাচ থেকে খেলছেন মাশরাফি। এবার এলেন নেটে ঝালিয়ে নিতে। সেখানেই হোয়াটমোরের সঙ্গে দেখা মাশরাফির। চট্টগ্রামের বিপক্ষে মাশরাফির সিলেট হারলেও ওই ম্যাচে দুই দলই পেয়েছে ১৭০-এর ওপর স্কোর। নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রামকে ১৭৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েও হারের পর সিলেট অধিনায়ক মাশরাফি উইকেট নিয়ে বলেছিলেন, ‘মিরপুরে আগেরবারও দেখেছি রান হয়েছে; বিশেষ করে রাতের ম্যাচে ১৮০-১৯০ রান হয়েছে।’ তবে সিলেট-চট্টগ্রামের মতো বাকি তিনটি ম্যাচ আর রানপ্রসবা হয়নি। বাকি তিনটিতে মিরপুরে লো স্কোরিং ম্যাচই দেখা গেছে। এখন পর্যন্ত যে ৮টি দলীয় স্কোর দেখা গেছে, বেশির ভাগই ১৩০-১৪০ রানের মধ্যে সীমাবদ্ধ। ২০২৪ বিপিএলে ঢাকার প্রথম পর্বে ইনিংসপ্রতি গড়ে রান উঠেছে ১৪৫। মিরপুরের উইকেট নিয়ে আলোচনা-সমালোচনা হয় সব সময়।
 
সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ভারতের রানপ্রসবা উইকেটে বাংলাদেশের ধারাবাহিক ব্যাটিং-ব্যর্থতায় মিরপুরের উইকেট ভালো করার দাবি আবার জোরালো হয়েছে। বিপিএল আয়োজকেরাও জানিয়েছিলেন, এবার মিরপুরে ভালো উইকেটের দেখা মিলবে। এখন পর্যন্ত উইকেট নিয়ে বিশেষ কোনো অভিযোগ নেই। বরং দুদদিন আগে রংপুর রাইডার্সের বিপক্ষে জয়ের পর বরিশাল অধিনায়ক তামিম ইকবালের কণ্ঠে প্রশংসাই ঝরেছে মিরপুরের উইকেট নিয়ে। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘যখন আমি ব্যাটিং করেছি, খুব ভালো উইকেট। পেস বল সুন্দর ব্যাটে আসছিল। আহামরি তেমন কিছু হয়নি। আমার মনে হয়, এটা ভালো উইকেট। এমনকি সকালেও আমরা যতটা ভালো বল করিনি, ওরা (রংপুর) ততটা ভুল শট খেলেছে। প্রথম খেলায় সবারই একটু স্নায়ুচাপ থাকে। পরে ঠিক হয়ে যাবে।’ তামিমের যুক্তিটাই আপাতত গ্রহণযোগ্য হিসেবে ধরে নেওয়া যায়। মাত্র টুর্নামেন্টের শুরু। শুরুতে বেশির ভাগ খেলোয়াড় স্নায়ুচাপে ভুগতে পারেন। জড়টা কাটিয়ে উঠতেও সময় লাগে।
 
আসরে শুরুর এই জড়তা আর স্নায়ুচাপ দ্রুত কাটিয়ে ব্যাটে-বলে সব ঠিক রাখতে পারলেই বিপিএলে দেখা যেতে পারে কাঙ্খিত রান উৎসব। এবারের দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। তার দলে আছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলামের মতো জাতীয় দলের তারকারা। বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন চতুরঙ্গ ডি সিলভা, উসমান কাদির, সাদিরা সামারাবিক্রমার মতো পরিচিত মুখ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক এবার ইমরুল কায়েসের বদলে লিটন দাস। কুমিল্লা বরাবরের মতো তারকাসর্বস্ব দল গড়েছে। আছেন মোস্তাফিজুর রহমান, মঈন আলি, সুনিল নারিন, মোহাম্মদ রিজওয়ান, আন্দ্রে রাসেল, ইফতিখার আহমেদ, রশিদ খানের মতো বড় তারকারা। অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নেতৃত্বে এবারও শুভাগত হোম চৌধুরী। দলে আছেন মোহাম্মদ হারিস, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ হাসনাইন, কুর্তিস ক্যাম্ফারের মতো তারকা ক্রিকেটার।
 
সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জাদুকরী এই অধিনায়কের অধীনে খেলবেন নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান সাকিব, রায়ান বার্ল, বেন কাটিং, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলিরা। ২০১২ সালে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটির। এখন পর্যন্ত বিপিএলের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোয়ান্স। ৯ আসরের মধ্যে চারবারই শিরোপা জিতেছে কুমিল্লা। বর্তমান চ্যাম্পিয়নও তারা। এদিকে চোঁখের চিকিৎসার জন্য লন্ডনের পর সিঙ্গাপুরে গেছেন সাকিব আল হাসান। কয় ম্যাচ খেলতে পারবেন না সেটা এখনই বলা যাচ্ছেনা। তবে বিপিএলের জৌলুস বাড়াতে মঙ্গলবার ঢাকায় আসবেন বাবর আজম।
পথরেখা/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।