পথরেখা অনলাইন : অনেকটা হঠাৎ করে চোঁখের সমস্যা ধরা পড়ে সাকিব আল হাসানের। সমস্যাটি পুরণো হলেও অনেকেই তা জানতেন না। অস্বস্থিকর হওয়ায় প্রথমে লন্ডনে গিয়েছিলেন চিকিৎসা করাতে। সমস্যা পুরোপুরি সমাধান না হওয়ায় আবারও তাকে ছুটতে হয়েছে। এবারের গন্তব্য ছিল সিঙ্গাপুর। সেখান থেকেই আসল সুখবর। আপাতত বড় কোন সমস্যা না হওয়ায় অপারেশন করাতে হবেনা। সিলেট পর্বের শুরু থেকেই মাঠে নামতে পারবেন বলে তারা চিকিৎসকেরা জানিয়েছেন। বিশ্বকাপের সময় থেকে চোখের রেটিনার সমস্যায় ভুগছেন বাংলাদেশ অধিনায়ক। যা নিয়ে নতুন করে চলমান বিপিএলেও ভুগতে দেখা যায় বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। তাই তো তড়িৎ সিদ্ধান্তে বিপিএলের ম্যাচ রেখেই বিসিবির পক্ষ থেকে সাকিবকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখান থেকে বুধবার রাতেই দেশে ফিরেছেন রংপুর রাইডার্সের এই তারকা ক্রিকেটার। এমনকি সিলেট পর্বেও রংপুরের হয়ে তার খেলার কথা রয়েছে। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি। তিনি জানিয়েছেন, রাতেই দেশে ফিরছেন সাকিব। এরপর যোগ দেবেন সিলেট পর্বে।
সবচেয়ে স্বস্থির খবর, এই মুহূর্তে অপারেশনের প্রয়োজন পড়ছে না তার। সাকিব আপাতত নন-সার্জিক্যাল কাজগুলো চালিয়ে যাবেন। বিপিএল শুরুর আগমুহূর্তে চোখের রেটিনার সমস্যার জন্য ডাক্তার দেখাতে লন্ডনে গিয়েছিলেন সাকিব। সে সময় তেমন কোনো সমস্যার কথা জানা যায়নি। গত ১৮ জানুয়ারি রাতে দেশে ফিরে রংপুর রাইডার্সের হয়ে প্রথম ম্যাচেও ২০ জানুয়ারি খেলেছেন সাকিব। কিন্তু সেই ম্যাচের পর তিন আবারও চোখের সমস্যায় পড়েন। ফলে বিপিএলের চেয়ে সাকিবের এই সমস্যার সমাধান জরুরি বলে জানান বিসিবির চিকিৎসক। এমনকি দেবাশীষ চোধুরি জানিয়েছিলেন যে, ধারণার চেয়ে আরও বেশি সময় লাগবে। যে কারণে অন্তত ৩-৪ ম্যাচ সাকিবকে পাবে না রংপুর। খেলার চেয়ে তার চোখের সমাধানই এখন গুরুত্বপূর্ণ। সিলেট পর্বে খেলবে কি না, এটা বলছি পারছি না। চিকিৎসাশাস্ত্রের বক্তব্য, কোন ব্যক্তি ব্যাপক পরিমাণ মানসিক চাপ বা স্ট্রেসের মধ্যে থাকলে তার চোখে সমস্যা দেখা দিতে পারে।
চোঁখ মস্তিষ্কের সঙ্গে সরাসরি যুক্ত থাকায়, স্ট্রেস হরমোনের নিঃসরণ প্রভাব ফেলতে পারে চোখের ওপর। এমনকি এভাবে হরমোনের নিঃসরণ রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। যার ফলে বাধা আসে স্বাভাবিক দৃষ্টিশক্তিতে। সাকিবও আপাতত সেই সমস্যায় ভুগছেন! এদিকে, মঙ্গলবার দশম বিপিএলে ঢাকাপর্বের প্রথম ধাপের খেলা শেষ হয়েছে। এরপর ফ্র্যাঞ্চাইজিগুলো উড়াল দেবে সিলেটে। সেই পর্বে আগামী ২৬ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাচ অনুষ্ঠিত হবে। সবমিলিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচ রয়েছে ১২টি। সেখানকার খেলা শেষ হলে আবার বিপিএল গড়াবে ঢাকায়। এদিকে বাংলাদেশে বিপিএল খেলতে এসে সাকিবকে কিংবদন্তি বলে উপাধি দিয়েছেন পাকিস্তানি বাবর আজম। নিউজিল্যান্ডের বিপক্ষে ২১ জানুয়ারি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষেই ঢাকার বিমানে উঠেছিলেন তিনি। প্রথম ম্যাচে রংপুরকে ৪ উইকেটে জয় এনে দেওয়ার আগে টিভি সম্প্রচারকদের নিউজিল্যান্ড থেকে ঢাকা আসার অভিজ্ঞতা শেয়ার করছিলেন বাবর।
অভিজ্ঞতা শেয়ার করার সময়ই সাকিব আল হাসানের উচ্চ প্রশংসা করেছেন তিনি। রংপুর দলের সতীর্থকে ক্রিকেটের কিংবদন্তি বলে সম্বোধন করেছেন পাকিস্তানি ব্যাটার। চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে না গেলে বাবরের সঙ্গে জুটি বেঁধে খেলার কথা ছিল সাকিবের। সতীর্থকে জয়ের ম্যাচে না পেলেও বাংলাদেশি অলরাউন্ডারকে নিয়ে বাবর বলেছেন, ‘সে একজন কিংবদন্তি। খুবই অভিজ্ঞ একজন ক্রিকেটারও। অনেক ভালো অভিজ্ঞতা আছে তার। আমি মনে করি আমাদের জন্য খুবই ভালো হয়েছে। আমাদের একজন সাকিব আল হাসান আছে।’ সাকিব বিশ্বকাপের মাঝ থেকে চোখের সমস্যায় ভুগছেন। দেশের চক্ষু বিশেষজ্ঞ দেখানোর পর সাকিব ছুটে গিয়েছিলেন যুক্তরাজ্যেও। তবে ফল কতটা পেয়েছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে ফরচুন বরিশালের বিপক্ষে তার আউট হওয়ার ধরন দেখে। এখন সমস্যা কাটিয়ে পুরোদমেই ফিরতে চান এই অলরাউন্ডার।
পথরেখা/আসো