পথরেখা অনলাইন : শুক্রবার সিলেট পর্ব শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। কিন্তু ঢাকায় যারা খেলেছিলেন তাদের অনেকেই খেলছেন না। তাদের মধ্যে সবার আগের নাম শোয়েব মালিক। এছাড়া অনেকেই ঢাকা পর্ব খেলে দেশে অথবা অন্য কোন ফ্রাঞ্চাইজি লিগে খেলতে গেছেন। যার মধ্যে রয়েছে আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। এই আসরে খেলতে চলে আসেন টম ব্রুস এবং মোহাম্মদ হাসনাইন। জানিয়েছেন দুজনের ফ্রাঞ্চাইজি ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আর বিদেশি ক্রিকেটারদের বিপিএলে আসা যাওয়ায় অপেশাদিরত্ব পাওয়া গেছে। এ দিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলে টেনেছে অস্ট্রেলিয়ান জশ ব্রাউনকে। আন্তর্জাতিক ক্রিকেট না খেলায় অনেকের কাছেই অপরিচিত জশ ব্রাউন। তবে অচেনা এই ক্রিকেটার অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি আসর বিগ ব্যাশে এমন এক ইনিংস খেলেছেন যা উঠেছে রেকর্ড বইয়ে। সিলেটের মাঠে ফরচুন বরিশালের বিপক্ষেই ব্রাউনকে খেলতে দেখা যেতে পারে। গত ২২ জানুয়ারি ক্যানবেরায় প্লে অব ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ব্রিসবেন হিটের হয়ে ৫৭ বলে ১৪০ রান করেন জশ ব্রাউন। তিন অঙ্কে পৌঁছান স্রেফ ৪১ বলে। যা বিগ ব্যাশের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। ১৪০ রান করার পথে ১০ চারের সাথে মারেন ১২ ছক্কা।
এছাড়া বিগ ব্যাশের ইতিহাসে এক ইনিংসে তার চেয়ে বেশি ছক্কা আর মারেননি কেউ। ঢাকায় নেমে সিলেটে দলের সাথে যোগ দিয়েছেন ব্রাউন। এবার বিপিএলে তৃতীয় অস্ট্রেলিয়ান খেলোয়াড় হতে যাচ্ছেন ব্রাউন। সিলেট স্ট্রাইকার্সের হয়ে বেন কাটিং, দুর্দান্ত ঢাকার হয়ে আলেক্স রসের পর খেলতে আসছেন তিনি। চলমান এই আসরে চট্টগ্রামের হয়ে খেলবেন হাসনাইন এবং ব্রুস। সিলেট পর্বে ম্যাচ খেলার আগে বড় সুখবর পেল খুলনা টাইগার্স। দলটিতে যোগ দিচ্ছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ ওয়াসিম, স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ ও শ্রীলঙ্কার দাসুন শানাকা। এই তিনজনই পূর্বে বিপিএল খেলে গেছেন। এ ছাড়া জাতীয় দলের হয়ে বাংলাদেশ সফর করেছেন। তারা খুলনায় যোগ দিলে দলটির বিদেশী কোটা পূরণ নিয়ে সঙ্কটে পড়তে হবে।
কারণ খুলনায় গত দুই ম্যাচে এভিন লুইস, ফাহিম আশরাফ ও ওসানে থমাস খেলেছেন। বিদেশী ছয় ক্রিকেটারের থেকে তাই দু’জনকে বেঞ্চে রাখতে হবে। অনেকেই তাই বিদেশিদের ‘খেপ’ খেলার টুর্নামেন্ট হিসেবে বিপিএলকে মূল্যায়ন করেছেন। বিপিএলে বিদেশিরা যেন খেপ খেলতে আসেন। সব ম্যাচ খেলবেন, এমন ক্রিকেটার হাতেগোনা। তারকা ক্রিকেটাররা শুরু থেকে শেষ পর্যন্ত খেলতে অনিচ্ছুক। পুরো টুর্নামেন্টে বিদেশি ক্রিকেটারদের আসা-যাওয়া লেগে থাকে। এ ধরনের পরিস্থিতিতে ফ্র্যাঞ্চাইজিরা দলের সমন্বয় নিয়ে স্থির সিদ্ধান্তে আসতে পারে না। বিপিএল ছেড়ে গেছেন আফগান ব্যাটার ইব্রাহিম জাদরান। জাতীয় দলের হয়ে ব্যস্ততার কারণে তার চলে যাওয়া। জাদরান খেলেছেন ফরচুন বরিশালের হয়ে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে এসেছেন নিউজিল্যান্ডের টম ব্রুস এবং পাকিস্তানের মোহাম্মদ হাসনাইন। দুজনই সিলেটে প্রথম ম্যাচ থেকে খেলার অবস্থায় থাকবেন। নিউজিল্যান্ডের হয়ে ১৭ টি ২০ খেলেছেন ব্রুস। হাসনাইন নয়টি ওয়ানডে এবং ২৭ টি টি-টোয়েন্টি খেলেছেন।
বরিশালের পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক ব্যক্তিগত কারণে দুবাইয়ে গিয়ে জানান, তিনি আর ফিরবেন না। তার পরিবর্তে বরিশালের হয়ে খেলতে আসছেন দুই পাকিস্তানি আহমেদ শেহজাদ ও আকিফ জাভেদ। সম্প্রতি তৃতীয় বিয়ে করা মালিক দুবাই থেকে ফিরে আবার ৬ ফেব্রুয়ারি দেশে যেতে চেয়েছিলেন। মালিকের সঙ্গে কথা বলে শেহজাদকে আনার সিদ্ধান্ত নেয় বরিশাল। মিরপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে এক ওভারে তিনটি ‘নো বল’ করেছিলেন মালিক। সামাজিক মাধ্যমে এ নিয়ে অনেক সমালোচনা হয়েছে। রংপুর রাইডার্সে রয়েছেন তারকা ক্রিকেটার বাবর আজম। তিনিও এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে শেষ পর্যন্ত খেলবেন না। রংপুরের সাকিব আল হাসানের চোখের অবস্থা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিঙ্গাপুরে চিকিৎসক দেখিয়ে তিনি আগেরদিন রাতে দেশে ফিরে বৃহস্পতিবার সিলেটে গেছেন। সিলেটে খুলনার বিপক্ষে প্রথম ম্যাচে খেলার সম্ভাবনা ছিল রংপুরের সাকিবের। শুরুতে খেলে পুরো ৪ ওভার বলও করেছেন। তবে দলের কোচ সোহেল ইসলাম সাকিবের খেলার বিষয় নিশ্চিত করতে পারেননি।
এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিপিএল চলাকালেই দুবাইয়ে গিয়েছিলেন ফরচুন বরিশালের হয়ে খেলা পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। সিলেট পর্বে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার। যদিও ফ্র্যাঞ্চাইজিটি নিশ্চিত করেছে, চলতি বিপিএলে তাকে আর পাওয়া যাবে না। শোয়েবের পর বরিশাল ছেড়ে গেছেন আফগানিস্তানের ব্যাটার ইব্রাহিম জাদরান। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শ্রীলঙ্কার মাটিতে তিন ফরম্যাটের সিরিজ শুরু হবে আফগানিস্তানের। সিরিজটি খেলতে বুধবার ঢাকা ছাড়েন ইব্রাহিম জাদরান। বরিশালের হয়ে ২ ম্যাচ খেলে মোটে ২৩ রান করেছেন ইব্রাহিম।
পথরেখা/আসো