• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
    ৬ আশ্বিন ১৪৩১
    ঢাকা সময়: ১১:৪০

রাজকোট রোহিত-জাদেজার সেঞ্চুরি নিয়ন্ত্রণে ভারত

পথরেখা অনলাইন : রোহিত শর্মা ব্যাটটা উঁচিয়ে ধরলেন। অথচ এক প্রান্তে দাঁড়িয়ে ভারত অধিনায়ক দেখেছিলেন, দলের ৩৩ রানে নেই ৩ উইকেট। সেখান থেকে দলকে টেনে তুলেছেন, তবে শতকের পর তাঁর উদ্‌যাপন বলছিল—কাজটা যে বাকি তা তিনি জানেন।
 
রবীন্দ্র জাদেজাও হেলমেটটা খুললেন না, তাঁর পরিচিত তলোয়ার ঘুরিয়ে আনার উদ্‌যাপনটাও হয়ে থাকল ‘করার জন্যই করা’ হয়েই। তাঁর কারণটি অবশ্য ভিন্ন, ঠিক আগের বলেই তাঁর সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে ফিরেছেন ৬৬ বলে ৬২ রানের দারুণ ইনিংস খেলা সরফরাজ খান। 
 
রাজকোটে রোহিত ও জাদেজার শতকের সঙ্গে সরফরাজের দ্রুতগতির অর্ধশতকে প্রথম দিন ৫ উইকেট হারিয়ে স্বাগতিকেরা তুলেছে ৩২৬ রান। ১৩১ রান করে ফিরে গেছেন রোহিত, জাদেজা অপরাজিত ১১০ রানে। তাঁর সঙ্গী নাইটওয়াচম্যান কুলদীপ যাদব। মার্ক উডের তোপের পর টম হার্টলির প্রথম ওভারেই সাফল্যে টসে জিতে ব্যাটিং নেওয়া ভারত ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দ্রুতই। তবে এরপর নিজেদের উইকেটের মূল্যটা ইংল্যান্ডকে বুঝিয়েছেন রোহিত ও জাদেজা। সদা-তৎপর বেন স্টোকস বোলিং আর ফিল্ডিংয়ে অনেক পরিবর্তন এনেও দ্রুতই ভাঙতে পারেননি সে জুটি। উইকেট বেশ ব্যাটিং সহায়ক হলেও শুরুতে ছিল অসম বাউন্স। উডের বাড়তি বাউন্সের বলে স্লিপে ক্যাচ দেন আগের টেস্টে দ্বিশতক করা যশস্বী জয়সোয়াল, শুবমান গিল বেন ফোকসের হাতে ধরা পড়েন লাইন ধরে রাখা বলে। অফ স্টাম্পের বাইরে থেকে একটু লাফ দেওয়া বলে খেলতে গিয়ে কাভারে ক্যাচ দেন রজত পাতিদারও। প্রথম ঘণ্টাতেই ইংল্যান্ড পেয়ে যায় ৩ উইকেট। রোহিতের উইকেটও পেতে পারত তারা, তবে স্লিপে সুযোগ হারান জো রুট। তবে পরের প্রায় দুই সেশনে আর কোনো উইকেটের দেখা পায়নি তারা। রোহিত ও জাদেজা দুজনই সময় নিয়েছেন, তবে স্ট্রাইক বদল করে গেছেন নিয়মিত। সিরিজের ভারতের প্রথম ১০০ রানের জুটি গড়েন তাঁরা, দ্বিতীয় সেশনে থাকেন অবিচ্ছিন্ন। এ সিরিজে প্রথম উইকেটশূন্য সেশন সেটিই। ৩ উইকেটে ১৮৫ রান নিয়ে চা-বিরতিতে যায় ভারত। শতক থেকে ৩ রান দূরে ছিলেন রোহিত।
 
বিরতির পর রোহিত শতক পান ১৫৭ বলে, রেহান আহমেদের বলে ডাবলস নিয়ে। বেশ কিছুক্ষণ ধরেই শর্ট বল করে রোহিতকে নড়বড়ে করার চেষ্টা করে যাচ্ছিলেন মার্ক উড, অবশেষে পুল করতে গিয়ে শর্ট মিডউইকেটে থাকা স্টোকসের হাতে ধরা পড়েন তিনি। তাতে ভাঙে ২০৪ রানের জুটি। অভিষিক্ত সরফরাজকেও প্রথম বলেই বাউন্সারে স্বাগত জানান উড। তবে স্পিন পেয়ে নিজেকে মেলে ধরেন সরফরাজ। কেন তাঁকে নিয়ে অভিষেকের আগেই আলোচনা এত, সেটি বুঝিয়ে দেন দ্রুতই। ৪৮ বলেই পেয়ে যান অর্ধশতক, অভিষেকে ভারত ব্যাটসম্যানদের মধ্যে যা দ্বিতীয় দ্রুততম। শতক পেয়ে যাবেন এবং সেটি পেতে পারেন আজই মনে হচ্ছিল এমনও। তবে মাইলফলকের সামনে গিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষায় থাকা জাদেজার ডাকে সাড়া দিয়ে সিঙ্গেল নিতে গিয়ে ভুলটা করেন। জাদেজা ফিরিয়ে দেন তাঁকে, তবে ক্রিজে পৌঁছানোর আগেই মিড অন থেকে উডের সরাসরি থ্রো ভাঙে স্টাম্প। সরফরাজের রানআউটের পর ড্রেসিংরুমে রোহিতের হতাশা ছিল স্পষ্ট, মাথার ক্যাপটা খুলেই ছুড়ে মারেন তিনি। সরফরাজের ইনিংসে ছিল ৯টি চারের সঙ্গে ১টি ছক্কা।
 
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিনশেষে)
ভারত ১ম ইনিংস : ৮৬ ওভারে ৩২৬/৫ (রোহিত ১৩১, জাদেজা ১১০*, সরফরাজ ৬২; উড ৩/৬৯, হার্টলি ১/৮১)
পথরেখা/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।