পথরেখা অনলাইন : নেটে অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মোস্তাফিজুর রহমান। রক্তাক্ত অবস্থায় চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হয় এই পেসারকে। পরীক্ষানিরীক্ষার পর জানা গেছে শঙ্কামুক্ত মোস্তাফিজ। আপাতত পাঁচ সেলাই দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে এই পেসারকে।
মোস্তাফিজুর রহমানকে নেটে অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয়েছিল। তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার ছবি সংবাদমাধ্যমে দেখে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা দুশ্চিন্তায় পড়ে যান। তবে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতাল থেকে মোস্তাফিজের ভক্ত তথা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের স্বস্তির খবরই দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। হাসপাতালে স্ক্যান করানোর পর জানা গেছে, মোস্তাফিজের মাথার চোট শুধু বাইরের অংশে। অভ্যন্তরীণ কোনো চোট নেই।
কুমিল্লা ভিক্টোরিয়ানসের দেওয়া এক বিবৃতিতে দলটির ফিজিও জাহিদুল ইসলাম বলেছেন, স্ক্যান করানোর পর আমরা জানতে পেরেছি যে চোট শুধুই বাইরের অংশে। অভ্যন্তরীণ কোনো রক্তক্ষরণ নেই। সার্জিক্যাল টিম ক্ষতস্থানে সেলাই করে দিয়েছে। এখন সে কুমিল্লা ভিক্টোরিয়ানস দলের ফি০জিওর নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেটে আজ কুমিল্লা ভিক্টোরিয়ানস দল অনুশীলন করছিল। মোস্তাফিজ নেটে বোলিং করার সময়ই মাথায় চোট পান। বল করে রানআপ নিতে ফিরছিলেন তিনি। এ সময় কুমিল্লার প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ডাক পড়ে মোস্তাফিজের। মাথা ঘুরিয়ে কোচের দিকে যাওয়ার সময়ই বল মোস্তাফিজের মাথার বাঁ দিকে আঘাত করে। বলের আঘাতে মোস্তাফিজের মাথা ফেটে গেছে।
রক্ত বন্ধ করতে মাঠেই কুমিল্লার চিকিৎসক দল মোস্তাফিজের মাথায় ব্যান্ডেজ করেন। এর পর তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এবারের বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। তার শিকার ১১ উইকেট। ৩২ রান দিয়ে ৩ উইকেট ছিল এবারের বিপিএলে মোস্তাফিজের সেরা বোলিং।
পথরেখা/আসো