• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ২০:৩৬

রনির বিধ্বংসী বোলিং : কোয়ালিফাইয়ার নিশ্চিত রংপুরের

পথরেখা অনলাইন : বাঁ-হাতি পেসার আবু হায়দার রনির বিধ্বংসী বোলিংয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে কোয়ালিফাইয়ার নিশ্চিত করলো সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। আজ নিজেদের ১১তম ম্যাচে রংপুর ১ উইকেটে হারিয়েছে তামিম-মুশফিকের ফরচুন বরিশালকে। বিপিএলের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার কোন দল ১ উইকেটে ম্যাচ জিতলো। প্রথম ২০১৩ সালে মিরপুরে সিলেট রয়্যালস ১ উইকেটে হারিয়েছিলো বরিশাল বার্নাসকে। এই জয়ে ১১ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করলো সবার আগে প্লে-অফ নিশ্চিত করা রংপুর। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে থেকেও প্লে-অফে দৌড়ে টিকে আছে বরিশাল।
 
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে রংপুরের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নিয়ে বরিশালকে ২৫ বলে ৩৮ রানের ঝড়ো শুরু এনে দেন অধিনায়ক তামিম ইকবাল। পঞ্চম ওভারে প্রথমবারের মত আক্রমনে এসে প্রথম বলেই তামিমকে বিদায় করেন রংপুরের সাকিব আল হাসান। ৩টি চার ও ২টি ছক্কায় ২০ বলে ৩৩ রান করেন তামিম। দ্বিতীয় উইকেটে ৪৫ বলে ৭২ রান যোগ করে বরিশালকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন ইংল্যান্ডের টম বান্টন ও ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স। ১১ ওভারে ১০৪ রান তুলে ফেলে তারা। ১২তম ওভারে ব্যক্তিগত ২৬ রানে বান্টনকে শিকার করে রংপুরকে ব্রেক-থ্রু এনে দেন নিউজিল্যান্ডের জেমস নিশাম। দলীয় ১১০ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে বান্টনের আউটের পর বরিশালের ইনিংসে ব্যাটিং ধস নামান এবারের আসরে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা রনি। তার বিধ্বংসী বোলিংয়ে ১২৯ রানে অষ্টম উইকেট হারায় বরিশাল। ১৩তম ওভারে প্রথমবারের মত আক্রমনে এসেই তিনটি উইকেট তুলে নেন রনি। মুশফিকুর রহিমকে ৫, সৌম্য সরকারকে শূণ্য এবং ৪টি চার ও ৩টি ছক্কায় ২৭ বলে ৪৬ রান করা মায়ার্স শিকার হন রনির। নিজের পরের ওভারে মাহমুদুল্লাহ রিয়াদকে ৯ রানে থামান তিনি। তৃতীয় ওভারে মেহেদি হাসান মিরাজকে ৩ রানে বিদায় করে টি-টোয়েন্টিতে প্রথমবারের মত ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেন রনি। বড় সংগ্রহের পথে থেকেও রনির তোপের পর শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৫১ রানের সংগ্রহ পায় বরিশাল। ৪ ওভারে ১২ রানে ৫ উইকেট নেন রনি।
 
এবারের বিপিএলে তৃতীয় বোলার হিসেবে ইনিংসে ৫ উইকেট নিয়ে সেরা বোলিং ফিগারের নজির গড়েছেন এই বাঁ-হাতি পেসার। আর বিপিএলের ইতিহাসে চতুর্থ এবং বাংলাদেশিদের মধ্যে সেরা বোলিং ফিগার মালিক এখন রনি। এতে ভেঙ্গে যায় সাকিবের রেকর্ড। ২০১৭ সালে মিরপুরে রংপুরের বিপক্ষে ৩ দশমিক ৫ ওভারে ১৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলতে নামা সাকিব।
 
জবাবে খেলতে নেমে তৃতীয় ওভারে খালি হাতে প্যাভিলিয়নে ফিরেন রংপুরের মোমিনুল হক। দ্বিতীয় উইকেটে ২৩ বলে ৫৩ রান তুলে রংপুরকে লড়াইয়ে ফেরান ওয়েস্ট ইন্ডিজের ব্রান্ডন কিং ও সাকিব। পাওয়ার প্লের শেষ বলে কিংকে থামিয়ে জুটি ভাঙ্গেন মিরাজ। ৩টি চার ও ৪টি ছক্কায় ২২ বলে ৪৫ রান করেন কিং। পরের ওভারে মিরাজের দ্বিতীয় শিকার হন ৪টি চার ও ১টি ছক্কায় ১৫ বলে ২৯ রান করা সাকিব।
 
এরপর অধিনায়ক নুরুল হাসানকে ২ রানে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ এবং মাহেদি হাসানকে ৭ রানে বিদায় দেন মিরাজ। ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। এ অবস্থায় ষষ্ঠ উইকেটে ইংল্যান্ডের টম মুরাসকে নিয়ে ২৫ বলে ৩১ এবং দক্ষিণ আফ্রিকার ডোয়াইন প্রিটোরিয়াসের সাথে ১৯ রান যোগ করে রংপুরকে লড়াইয়ে ফেরান নিশাম। মুরস ১৭ এবং একবার জীবন পাওয়া নিশাম ১৭ বলে ২৮ রানে আউট হন।
শেষ ৩ ওভারে ৩ উইকেট হাতে নিয়ে ৭ রান দরকার পড়ে রংপুরের। কিন্তু ১৮তম ওভারে প্রিটোরিয়াস ১৩ ও ১৯তম ওভারে রনি শূণ্যতে ফিরলে ম্যাচ টান-টান উত্তেজনা তৈরি হয়। কারন শেষ ওভারে ১ উইকেটে হাতে নিয়ে ২ রানের সমীকরণ পায় রংপুর।
 
সাইফুদ্দিনের করা শেষ ওভারের দ্বিতীয় বলে ১ রান নেন শামিম এবং তৃতীয় বলে হাসান চার মেরে রংপুরকে জয় এনে দেন। শামিম ৪ ও হাসান ১ রানে অপরাজিত থাকেন। বরিশালের মিরাজ ও ম্যাককয় ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন রংপুরের রনি।
 
সংক্ষিপ্ত স্কোর
ফরচুন বরিশাল : ১৫১/৯, ২০ ওভার (মায়ার্স ৪৬, তামিম ৩৩, রনি ৫/১২)।
রংপুর রাইডার্স : ১৫৫/৯, ১৯.৩ ওভার (কিং ৪৫, সাকিব ২৯, মিরাজ ৩/২৪)।
ফল : রংপুর রাইডার্স ১ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : আবু হায়দার রনি (রংপুর রাইডার্স)।

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।