পথরেখা অনলাইন : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ক্যান্সার চিকিৎসায় অনকোলোজি বিভাগকে টার্গেট থেরাপীর দিকে এগিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন। তিনি ৩ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এফ-ব্লকে অনকোলোজি বিভাগে পিঠাউৎসবে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন, ক্যান্সার রোগীদের চিকিৎসায় কেমোথেরাপী এক সাথে ১২টি না দিয়ে টার্গেট থেরাপী দিতে হবে। বিএসএমএমইউয়ে নতুন শিক্ষক নিয়োগ করায় রোগীর সংখ্যা বাড়ছে। সেবা প্রদানের ক্ষেত্রে অনকোলোজি বিভাগের আরও অনেক কিছু করার আছে। সেবা কতটুকু বাড়ছে সেটিও গবেষণার জন্য লিপিবদ্ধ করতে হবে।
বিএসএমএমইউ এর অনকোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অনকোলোজি বিভাগের মেডিক্যাল অনকোলোজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. সারওয়ার আলম, ক্লিনিক্যাল অনকোলোজির সহযোগী অধ্যাপক ডা. সাদিয়া শারমিন, সহযোগী অধ্যাপক ডা. মো. মামুন অর রশীদসহ বিভাগের বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পথরেখা/আসো