• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ০১:২০

নাপোলিকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বার্সা

পথরেখা অনলাইন : নাপোলিকে শেষ ষোলর দ্বিতীয় লেগে ৩-১ গোলে পরাজিত করে দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে  থেকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে  বার্সেলোনা। ফারমিন লোপেজ ও হুয়াও ক্যান্সেলোর গোলে শুরুটা দাপটের সাথে করেছিল  জাভি হার্নান্দেজের দল বার্সেলোনা।  কিন্তু আমির রাহমানি ৩০ মিনিটে এক গোল পরিশোধ করলে কাতালন শিবিরে অস্বস্তি দেখা দেয়। প্রথম লেগে ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলির সাথে ১-১ গোলে ড্র করেছিল বার্সা। শেষ পর্যন্ত রবার্ট লিওয়ানদোস্কির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। 
 
২০২০ সালের পর এই প্রথমবারের মত পাঁচবারের বিজয়ী বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করলো। ইনজুরিতে থাকা তিন মিডফিল্ডার পেড্রি, গাভি ও ফ্রেংকি ডি জংকে ছাড়াই কাল দল সাজাতে বাধ্য হয়েছিলেন জাভি। ম্যাচ শেষে বার্সা কোচ জাভি বলেছেন, ‘আমরা চার বছর পর চ্যাম্পিয়ন্স  লিগের কোয়ার্টার ফাইনালে খেলতে যাচ্ছি। এই মুহূর্তটা উপভোগ করার। আমরা দারুন একটি ম্যাচ খেলেছি। দলের সবাই শতভাগ দিয়েছে। বেশ কিছু মুহূর্ত আমরা আধিপত্য দেখিয়েছি। আমি সত্যিই দারুন গর্বিত।’
 
জানুয়ারিতে জাভি মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষনা দিয়েছেন। কোচের ঐ সিদ্ধান্তের পর এ পর্যন্ত টানা নয় ম্যাচে অপরাজিত রয়েছে কাতালান জায়ান্টরা। টিনএজার লামিন ইয়ামাল ও পও কুবারসি বার্সেলোনার ভরসার জায়গায় নিজেদের প্রমান করে চলেছেন। নাপোলির বিপক্ষে এই দুজনই নিজেদের সাধ্যমত দলকে কিছু দেবার চেষ্টা করেছেন। তরুণ এই খেলোয়াড়দের দিকে তাকিয়ে বার্সেলোনা ভবিষ্যতের জন্য স্বস্তি ফিরে পেতেই পারে। 
 
১৭ বছর বয়সী সেন্টার-ব্যাক কুবারসি নাপোলির ইন-ফর্ম তারকা ফরোয়ার্ড ভিক্টর ওশিমেনকে দারুনভাবে প্রতিহত করেছেন। বার্সা অধিনায়ক সার্জি রবার্তো বলেছেন, ‘কুবারসি দুর্দান্ত খেলেছেন। আজ সে-ই ম্যাচের সেরা খেলোয়াড়। তার এই পারফরমেন্সে আমরা মোটেই বিস্মিত নই। এই বয়সে এভাবে খেলতে থাকলে কোথায় গিয়ে যে সে থামবে তা সময়ই বলে দিবে। এমন খেলোয়াড়কে বার্সেলোনা আজীবন দলে ধরে রাখতে চায়।’ 
 
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে মূল দলে ১৭ বছর কিংবা তার থেকেও কম বয়সী দুজন খেলোয়াড় অন্তর্ভূক্ত করে বার্সেলোনা নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এবারের মৌসুমে অস্থায়ী অলিম্পিক স্টেডিয়ামে গতকাল সবচেয়ে বেশী ৫০ হাজার বার্সা সমর্থক উপস্থিত ছিলেন। ফ্রান্সেসকো কালজোনার নাপোলির কোনদিক থেকেই কাতালানদের সাথে পেরে উঠেনি। 
 
ডানদিক থেকে ১৬ বছর বয়সী ইয়ামাল একটু বেশী অপ্রতিরোধ্য ছিল। ১৫ মিনিটে গোলের দেখা পান লোপেজ। ক্যান্সেলোর কাছ বল পেয়ে রাফিনহা কাট-ব্যাক করে দেন লোপেজের দিকে। প্রথম সুযোগেই লোপেজ বল জালে জড়িয়ে স্বাগতিক সমর্থকদের উচ্ছাসে ভাসান। দুই মিনিট পর কাউন্টার এ্যাটাকে  নিজেদের অর্ধ থেকে বল নিয়ে ইয়ামাল রাফিনহার দিকে বাড়িয়ে দেন। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের শট পোস্টে লেগে ফেরত আসলে ফিরতি বলে ব্যবধান দ্বিগুন করেন ক্যান্সেলো। ৩০ মিনিটে ডানদিক থেকে মাত্তেও পলিটানোর ক্রসে রাহমানি গোল করলে নাপোলি ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দেয়। এরপরপরই নাপোলি প্রায় সমতা ফিরিয়ে এনেছিল। কিন্তু গিওভান্নি ডি লোরেঞ্জোর হেড দারুন দক্ষতায় রুখেন দেন বার্সা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগান। 
 
দ্বিতীয়ার্ধে নাপোলির শুরুটা ভালই হয়েছিল। যে কারনে বার্সেলোনাকে তাদের নিজেদের অর্ধ সামলাতে হিমশিম খেতে হয়েছে। মধ্যমাঠ শক্তিশালী ও দলকে নতুনভাবে উজ্জীবিত করার লক্ষ্যে এ সময় লোপেজ ও আন্দ্রেস ক্রিস্টেনসেনের পরিবর্তে মাঠে নামান সার্জি রবার্তো ও ওরিয়ল রোমেউকে মাঠে নামান জাভি। রাফিনহা ও লিওয়ানদোস্কির শট রুখে দেন নাপোলি গোলরক্ষক এ্যালেক্স মেরেত। ইয়ামাল পোস্টের খুব কাছে থেকে বল জালে জড়ালেও অফসাইডের কারনে তা বাতিল হয়ে যায়। ড্যানিশ উইঙ্গার জাসপর লিন্ডস্ট্রমের হেড অল্পের জন্য গোলের ঠিকানা খুঁজে পায়নি। ৮৩ মিনিটে ইকে গুনডোগান ও সার্জি রবার্তোর যৌথ প্রচেষ্টায় লিওয়ানদোস্কি শেষ পর্যন্ত বার্সেলোনাকে স্বস্তির গোল উপহার দেন। 
পথরেখা/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।