• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ০১:২৪

সাকিব : বিতর্ক নিত্য সঙ্গী

ক্রিকেট খেলা মানেই ভদ্র লেকের খেলা, কেন? ক্রিকেট খেলে ফুলপ্যান্ট পরে, ফুটবল হকির মতন পাশাপাশি দৌড়ানোর সময় একে অপরকে ধাক্কাধাক্কির ব্যবস্থা নেই। খেলা চলাতেই লাঞ্চ আছে, টি-ব্রেক আছে ড্রিংক্স আছে। স্পন্সরের অভাব নেই, প্লেয়ারদের আংগুল ফুলে কলাগাছ হতে হাজার এক্সাম্পেল চোখের সামনে। বাংলাদেশ স্বাধীনতার সময় ক্রিকেটার রকিবুলের নাম প্রচুর ছিল। ‘৭০ সনে ঢাকার মাঠে ক্রিকেট মাঠে ব্যাটে জয় বাংলা লিখে খেলতে নেমেছেন— রাকিবুল স্যালুট পাবেই। 
 
সেই ক্রিকেট এই মূহুর্তে সব থেকে বড় নাম সাকিব আল হাসান। সাকিব নামের অর্থ ধৈর্য। ক্রিকেট নৈপুন্যে তিনি বিশ্বের সমীহ আদায় করেছেন। ক্রিকেট খেলা হল টীম ওয়ার্ক তবে একক নৈপুন্যে তিনি বহু খেলা জিতিয়েছেন। বহু কোম্পানি তাকে ব্রান্ড এ্যাম্বাসেডর করেছেন। দুঃখজনক হল তিনি বিতর্কের উর্দ্ধে উঠতে পারেন নি। আর তার সব বিতর্কের মূল হল টাকার লালস। যেখানে টাকা সেখানে সাকিব, এই কথাটি তিনি তার কর্মকান্ড দিয়ে অর্জন করেছেন। টাকার লোভে তিনি জুয়া মদ থেকে নিম্নমানের কাপড়, কসমেটিক্সের দোকান উদ্বোধন করেন। প্রচুর নাম তাই তা বহনে মাঝে মধ্যেই পিছলে পরেন কখন সতীর্থ খেলোয়াড়দের সাথে উদ্ধত আচরণ; কখন সমর্থকদের উপর চড়াও হন, মিডিয়া বা বোর্ডের নিয়ম ভংগ করেন যখন তখন। আম্পায়ারের সাথে বিতর্ক, শেয়ার বাজার কেলেঙ্কারি কখন জুয়ায় জড়িয়ে বিতর্কের জন্ম দিচ্ছেনই। এ সব বিতর্কে এবার বোন জান্নাতুল ফেরদৌস রিতু জড়িয়েছেন। ভারতীয় বেটিং আ্যপ মহাদেব বেটিং এর আ্যপ কান্ডে সাকিবের বোনের নাম প্রকাশ্য আছে। ইলেভেন উইকেট ডটকম’ নামে বেটিং জুয়াতে সাকিবের বোনের নাম পেয়ে তদন্তকারীরা বিস্মিত হয়।
 
 রাজনীতিতে বাংলাদেশ জাতীয়বাদী আন্দোলন নামের কিংস পার্টির কো-চেয়ারম্যান হতে তিনি ফুটবল প্রবাদ পুরুষ মেজর হাফিজের বাসাতে যান। তবে ব্যক্তিত্বসম্পন্ন এই লিডার বিনয়েক সাথে প্রস্তাব প্রত্যাখ্যান করলে তিনি এ সব ছেড়ে মাগুরার আওয়ামি লীগের সাংসদ হয়ে পার্লামেন্ট যান। বিএনপির ঢাকা জেলা সম্পাদক নিপুন রায় বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সাকিব বিএনপিতে যোগদানের চেষ্টা করে ছিল। তবে কোন সাড়া পান নি। ম্যাচ ফিক্সিং এর অফার পেয়ে বোর্ডকে না জানানোর শাস্তিও সাকিব পেয়েছেন। সময় মতন প্রাকটিস না আসা অশোভন আচরণ, অন্যকে নিয়ে কটুক্তি, ফটো সেশনে না আসা, খেলা অসমাপ্ত রেখে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনে অংশ নেয়া, বিদেশে খেলা চলাকালীন খেলার মাঝ পথে দেশে ফিরে আসা— এ সব অনাসৃষ্টির জন্ম দিয়েছেন। তাপররও তিনি শুধু অপ্রতিদ্বন্দ্বী অলরাউন্ডার হয়ে মাফ পেয়ে যাচ্ছেন। তবে পরের প্রজন্ম তাকে কি অনুকরণ বা অনুসরণ করবে? সাকিবের সব অর্জন তার টাকার লালসার জন্য নেতিবাচক বাস্তবতারই জন্ম দিবে।
 বড় খেলোয়াড় সাথে আত্মমর্যাদা বহন এটা সবার মধ্যে থাকেনা।
 
 লেখক : জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত এবং কলামিস্ট
পথরেখা/আসো
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।