আব্দুল আজিজ, তিতাস [কুমিল্লা] প্রতিনিধিঃ : কুমিল্লার তিতাসে- এসো মানবতার টানে, মানুষের পাশে; এই স্লোগান কে বুকে ধারণ করে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তিতাস ক্লাব লিমিটেডের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া শেষে ইফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) বিকালে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের নারায়নপুর গ্রামে তিতাস ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি ও কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশের সার্বিক সহযোগিতায় এ ইফতার মাহফিল করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভিটিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আহম্মেদ, তিতাস উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ডা. এম এ সাত্তার, কলাকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি হাবিবুল্লাহ বাহার ও সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন, ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কবির শিকদার ও সাধারণ সম্পাদক শহিদুল্লাহ, তিতাস ক্লাব লিমিটেডের সাব-কমিটির সভাপতি রফিকুল ইসলাম নিরব, আওয়ামী লীগ নেতা মিজান মেম্বার, সেচ্ছাসেবক লীগ নেতা মনির হোসেন, বোরহান ও ইয়াকুবসহ এলাকার সুশীল সমাজের স্থানীয় ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, সামাজিক কর্মকাণ্ড ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে ২০২১ সালে তিতাস ক্লাব লিমিটেড সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এরপর থেকেই শুরু হয় সংগঠনের একের পর এক ব্যতিক্রমী সেবামূলক কার্যক্রম। কারো চিকিৎসা, কারো মেয়েদের বিয়েতে সহযোগিতা, শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ, ধর্মীয় উৎসবে দুস্থ ব্যক্তিদের নতুন পোশাক, খাবার বিতরণসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।
পথরেখা/আসো