• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ০০:৫৮

মোস্তাফিজকে নিয়ে চেন্নাইয়ের আফসোস

পথরেখা অনলাইন : প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলায় চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সময় নিজের অপরিহার্যতা প্রমাণ করেছেন। হঠাৎ করে বাংলাদেশে আসায় তার দলও পড়ে গেছে সমস্যার মধ্যে। মোস্তাফিজুর রহমান ফিরে আসার পরের ম্যাচেই হেরে যায় মহেন্দ্র সিং ধোনির দল। ম্যাচ হেরে এই বাহাতি পেসারের অভাববোধ করলেন চেন্নাই কোচ। আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভিসা নিশ্চিতকরণে কাজে আইপিএল ছেড়ে দেশে ফিরেছিলেন দ্যা ফিজ। তাকে ছাড়া মাঠে নেমে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে চেন্নাই সুপার কিংস। মোস্তাফিজ ছাড়াও চোটের কারেণ মাঠে নামেননি মাথিশা পাথিরানাও। ম্যাচশেষে এই দুই পেসারের বোলিং সার্ভিস মিস করার কথা জানিয়েছেন চেন্নাইয়ের কোচ স্টিভেন ফ্লেমিং। সংবাদ সম্মেলনে তিনি বলেন, মোস্তাফিজ না থাকায় বোলিংয়ে পিছিয়ে ছিল তার দল। চেন্নাইয়ের কোচ মোস্তাফিজকে নিয়ে বলেন, ‘সন্দেহাতীতভাবে এটা আইপিএলের অংশ। সে (মোস্তাফিজ) এখানে নেই। ফলে তাকে ব্যবহার করতে পারিনি। কিন্তু ইনজুরি কিংবা খেলোয়াড়দের না পাওয়া খেলারই অংশ।’
 
আইপিএলের চলমান আসরে মোস্তাফিজুর রহমান একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সেখানে খেলছেন। এবার তিনি খেলছেন সবচেয়ে সফল দলটির জার্সিতে। তিন ম্যাচ খেলে ইতোমধ্যেই তার ঝুলিতে যোগ হয়েছে ৭ উইকেট। চলমান আসরে এতদিন সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে ছিলেন মোস্তাফিজুর রহমান। তার উইকেট সংখ্যা ৭টি। গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে এক উইকেট পাওয়ায় ফিজের সমান ৭ উইকেট হয়েছে মুহিত শর্মার। তবে ইকোনোমিতে মোস্তাফিজের থেকে এগিয়ে থাকায় তাকে সরিয়ে শীর্ষে উঠেছেন মুহিত। আসরে নিজেদের প্রথম ম্যাচেই বাজিমাত করেন মোস্তাফিজ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নতুন বলে রীতিমতো দুর্বোধ্য হয়ে ওঠেন এই পেসার। নিজের করা প্রথম দুই ওভারেই শিকার করেন ৪ উইকেট। সবমিলিয়ে ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন এই বাঁহাতি।
 
পরের ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছেন ফিজ। গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪ ওভারে খরচ করেছেন মাত্র ৩০ রান। তুলে নিয়েছেন ২ উইকেট। আর তৃতীয় ম্যাচে কিছুটা খরুচে ছিলেন তিনি। ৪৭ রান দিয়ে শিকার করেন এক উইকেট। সবমিলিয়ে আসরে ৩ ম্যাচে ৭ উইকেট নিয়ে এখন আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশি এই পেসার। আমেরিকার ভিসার কাজ শেষ করতে দিন তিনেক সময় লাগবে। তাই নিজেদের আগামী ম্যাচে মোস্তাফিজকে পাচ্ছে না চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের পরের ম্যাচ শুক্রবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হায়দরাবাদে। আইপিএলের চলতি আসরে এখন পর্যন্ত চেন্নাই সুপার কিংসের খেলা তিনটি ম্যাচেই একাদশে ছিলেন মোস্তাফিজুর রহমান। এদিকে মোস্তাফিজকে নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, হায়দরাবাদের ম্যাচটিতে বিশ্রামে থাকতে পারেন বাঁ-হাতি এ পেসার। তার জায়গায় খেলতে পারেন শ্রীলঙ্কার স্পিনার মাহেশ থিকশানা!
 
মোস্তাফিজের দেশে ফেরা নিয়ে চেন্নাইয়ের বোলিং কনসালট্যান্ট এরিস সিমনস বলেছেন, ‘দলে একজন বাঁ-হাতি পেসার থাকা খুবই গুরুত্বপূর্ণ। মোস্তাফিজের বলগুলো ধীরগতির। তবে সে যা করে তা অবিশ্বাস্য। ব্যাটাররা তার মুখোমুখি হতে চায় না। এমনকি আমাদের ব্যাটাররাও তার মুখোমুখি হতে চায় না।’ মোস্তাফিজের বিকল্প হিসেবে লঙ্কান স্পিনার থিকশানার কথা ভাবা হলেও দেশি (ভারতের) পেসার কাজে লাগাতে চায় চেন্নাই। মুকেশ চৌধুরি হতে পারেন অন্যতম চয়েজ। মহারাষ্ট্রের এ বাঁ-হাতি পেসার সবশেষ খেলেছেন ২০২২ আইপিএলে। সপ্তদশ আসরে চেন্নাইয়ের সবকটি ম্যাচে খেলেছেন মোস্তাফিজ। তিন ম্যাচে ৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে তিনি। প্রথম ম্যাচে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা। পরের ম্যাচে ২টি এবং সর্বশেষ ম্যাচে নিয়েছেন ১টি উইকেট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তদশ আসরে উইকেট শিকারির তালিকায় শীর্ষে ছিলেন মোস্তাফিজুর রহমান। গত বৃহস্পতিবার ফিজের সমান ৭ উইকেট পূর্ণ হয়েছে মুহিত শর্মার। যদিও তিনি মোস্তাফিজের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছেন। তবে ইকোনমিক রান রেটে বাংলাদেশের বাঁ-হাতি পেসারের চেয়ে কিছুটা এগিয়ে। আইপিলে তিন ম্যাচে ৭ উইকেট মুস্তাফিজের। হাত ঘুরিয়েছেন ১২ ওভার। ৮.৮৩ ইকোনমিক রেটে রান খরচ করেছেন ১০৬। মোস্তাফিজ প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে তোলেন ৪ উইকেট।
 
দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে ২টি। আর তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১টি। মুহিত চার ম্যাচে বোলিং করেছেন ১৬ ওভার। ৮.১৮ ইকোনমিক রেটে রান খরচ করেছেন ১৩১। তৃতীয়তে থাকা মায়াঙ্ক যাদব দুই ম্যাচে তুলেছেন ৬ উইকেট। আইপিএলের এ পর্যন্ত চেন্নাইয়ের তিনটি ম্যাচেই একাদশে ছিলেন মোস্তাফিজ। তবে চতুর্থ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তার উপস্থিতি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। শেষে আর খেলার সুযোগই পাননি। ভারতে ফিরে এবার মাঠে নামার অপেক্ষায় এই বাহাতি।
পথরেখা/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।