পথরেখা অনলাইন : প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলায় চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সময় নিজের অপরিহার্যতা প্রমাণ করেছেন। হঠাৎ করে বাংলাদেশে আসায় তার দলও পড়ে গেছে সমস্যার মধ্যে। মোস্তাফিজুর রহমান ফিরে আসার পরের ম্যাচেই হেরে যায় মহেন্দ্র সিং ধোনির দল। ম্যাচ হেরে এই বাহাতি পেসারের অভাববোধ করলেন চেন্নাই কোচ। আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভিসা নিশ্চিতকরণে কাজে আইপিএল ছেড়ে দেশে ফিরেছিলেন দ্যা ফিজ। তাকে ছাড়া মাঠে নেমে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে চেন্নাই সুপার কিংস। মোস্তাফিজ ছাড়াও চোটের কারেণ মাঠে নামেননি মাথিশা পাথিরানাও। ম্যাচশেষে এই দুই পেসারের বোলিং সার্ভিস মিস করার কথা জানিয়েছেন চেন্নাইয়ের কোচ স্টিভেন ফ্লেমিং। সংবাদ সম্মেলনে তিনি বলেন, মোস্তাফিজ না থাকায় বোলিংয়ে পিছিয়ে ছিল তার দল। চেন্নাইয়ের কোচ মোস্তাফিজকে নিয়ে বলেন, ‘সন্দেহাতীতভাবে এটা আইপিএলের অংশ। সে (মোস্তাফিজ) এখানে নেই। ফলে তাকে ব্যবহার করতে পারিনি। কিন্তু ইনজুরি কিংবা খেলোয়াড়দের না পাওয়া খেলারই অংশ।’
আইপিএলের চলমান আসরে মোস্তাফিজুর রহমান একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সেখানে খেলছেন। এবার তিনি খেলছেন সবচেয়ে সফল দলটির জার্সিতে। তিন ম্যাচ খেলে ইতোমধ্যেই তার ঝুলিতে যোগ হয়েছে ৭ উইকেট। চলমান আসরে এতদিন সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে ছিলেন মোস্তাফিজুর রহমান। তার উইকেট সংখ্যা ৭টি। গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে এক উইকেট পাওয়ায় ফিজের সমান ৭ উইকেট হয়েছে মুহিত শর্মার। তবে ইকোনোমিতে মোস্তাফিজের থেকে এগিয়ে থাকায় তাকে সরিয়ে শীর্ষে উঠেছেন মুহিত। আসরে নিজেদের প্রথম ম্যাচেই বাজিমাত করেন মোস্তাফিজ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নতুন বলে রীতিমতো দুর্বোধ্য হয়ে ওঠেন এই পেসার। নিজের করা প্রথম দুই ওভারেই শিকার করেন ৪ উইকেট। সবমিলিয়ে ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন এই বাঁহাতি।
পরের ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছেন ফিজ। গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪ ওভারে খরচ করেছেন মাত্র ৩০ রান। তুলে নিয়েছেন ২ উইকেট। আর তৃতীয় ম্যাচে কিছুটা খরুচে ছিলেন তিনি। ৪৭ রান দিয়ে শিকার করেন এক উইকেট। সবমিলিয়ে আসরে ৩ ম্যাচে ৭ উইকেট নিয়ে এখন আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশি এই পেসার। আমেরিকার ভিসার কাজ শেষ করতে দিন তিনেক সময় লাগবে। তাই নিজেদের আগামী ম্যাচে মোস্তাফিজকে পাচ্ছে না চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের পরের ম্যাচ শুক্রবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হায়দরাবাদে। আইপিএলের চলতি আসরে এখন পর্যন্ত চেন্নাই সুপার কিংসের খেলা তিনটি ম্যাচেই একাদশে ছিলেন মোস্তাফিজুর রহমান। এদিকে মোস্তাফিজকে নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, হায়দরাবাদের ম্যাচটিতে বিশ্রামে থাকতে পারেন বাঁ-হাতি এ পেসার। তার জায়গায় খেলতে পারেন শ্রীলঙ্কার স্পিনার মাহেশ থিকশানা!
মোস্তাফিজের দেশে ফেরা নিয়ে চেন্নাইয়ের বোলিং কনসালট্যান্ট এরিস সিমনস বলেছেন, ‘দলে একজন বাঁ-হাতি পেসার থাকা খুবই গুরুত্বপূর্ণ। মোস্তাফিজের বলগুলো ধীরগতির। তবে সে যা করে তা অবিশ্বাস্য। ব্যাটাররা তার মুখোমুখি হতে চায় না। এমনকি আমাদের ব্যাটাররাও তার মুখোমুখি হতে চায় না।’ মোস্তাফিজের বিকল্প হিসেবে লঙ্কান স্পিনার থিকশানার কথা ভাবা হলেও দেশি (ভারতের) পেসার কাজে লাগাতে চায় চেন্নাই। মুকেশ চৌধুরি হতে পারেন অন্যতম চয়েজ। মহারাষ্ট্রের এ বাঁ-হাতি পেসার সবশেষ খেলেছেন ২০২২ আইপিএলে। সপ্তদশ আসরে চেন্নাইয়ের সবকটি ম্যাচে খেলেছেন মোস্তাফিজ। তিন ম্যাচে ৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে তিনি। প্রথম ম্যাচে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা। পরের ম্যাচে ২টি এবং সর্বশেষ ম্যাচে নিয়েছেন ১টি উইকেট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তদশ আসরে উইকেট শিকারির তালিকায় শীর্ষে ছিলেন মোস্তাফিজুর রহমান। গত বৃহস্পতিবার ফিজের সমান ৭ উইকেট পূর্ণ হয়েছে মুহিত শর্মার। যদিও তিনি মোস্তাফিজের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছেন। তবে ইকোনমিক রান রেটে বাংলাদেশের বাঁ-হাতি পেসারের চেয়ে কিছুটা এগিয়ে। আইপিলে তিন ম্যাচে ৭ উইকেট মুস্তাফিজের। হাত ঘুরিয়েছেন ১২ ওভার। ৮.৮৩ ইকোনমিক রেটে রান খরচ করেছেন ১০৬। মোস্তাফিজ প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে তোলেন ৪ উইকেট।
দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে ২টি। আর তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১টি। মুহিত চার ম্যাচে বোলিং করেছেন ১৬ ওভার। ৮.১৮ ইকোনমিক রেটে রান খরচ করেছেন ১৩১। তৃতীয়তে থাকা মায়াঙ্ক যাদব দুই ম্যাচে তুলেছেন ৬ উইকেট। আইপিএলের এ পর্যন্ত চেন্নাইয়ের তিনটি ম্যাচেই একাদশে ছিলেন মোস্তাফিজ। তবে চতুর্থ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তার উপস্থিতি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। শেষে আর খেলার সুযোগই পাননি। ভারতে ফিরে এবার মাঠে নামার অপেক্ষায় এই বাহাতি।
পথরেখা/আসো