১৯৮২ সনের প্রথম এশিয়া কাপ হকি হয়ে ছিল করাচিতে। দ্বিতীয় খেলাতেই বাম পায়ের হাঁটুতে চোট পেলাম, সাদেক ভাই টিম ম্যানেজার। আমার হাঁটতেই কষ্ট, তাকে বললাম পরের খেলা খেলতে পারব না। বললেন খেলতে হবেই। আবারো না খেলার কথা বলতেই- রোগে বললেন আসছিলা ক্যান। খেলতে হবে, আস্তে বললাম একষ্ট্রা হাফ ত আছে। সেটা জানি তবে তুমিই খেলবে।পরের খেলাতে মাঠে নামার আগে ডেকে বললেন- তুমি বিচ হলে ধরতে পারবে না। তাই বুঝে ষ্টিক ফেলবে আর বল পেয়েই ডিষ্ট্রিবিউট করবে। পুরো টুর্নামেন্ট ভাল খেললাম। দেশে আসার পর দুদিন শুধু অফিস করলাম। সকাল-বিকালের প্রাকটিসে গেলাম না। আর্মি থেকে বলা হল কেন প্রাকটিসে নাই। কর্নেল ফেরদৌস বললেন সিএমএইচে যাও। গেলাম, একদিন পর এক্সরে রিপোর্ট আসল। বাম পায়ে লোয়ার পযাটেলা ফ্রাকচার। সিএমএইচে এ্যাডমিট। আসলেন সাদেক ভাই। হরলিক্স ফল ফলাদি নিয়ে। বাহবা দিলেন।
দ্বিতীয় এশিয়া কাপ ঢাকায়। টিম সিলেকশন। এহতেশাম ভাই কোচ, প্রতাপ দা টিম ম্যানেজার। এহতেশাম ভাইকে রিনা বলল- আমার কথা। বললেন, চাকলাদার বাদে কে আছে ক্যাপ্টেন হবার? হকির প্রেসিডেন্ট জেনারেল মতিন বললেন আমি চাকলাদারকে ক্যাপ্টেন করার প্রস্তাব রাখলাম। এহতেশাম ভাই আর প্রতাপ দা দাঁড়িয়ে বললেন চাকলাদার ক্যাপ্টেন হলে অমরা রিজাইন করব। জেনারেল মতিন শুনলেন বললেন আপনাদের পদত্যাগ গ্রহন করা হল। সাব্বির ইউসুফ ভাই ম্যানেজার আর মহসিন ভাই কোচ। প্রতাপ দা গ্রাউন্ডস কমিটির দায়িত্ব রইলেন। ইরান কে তিন গোল, চীনের সাথে ড্র, জাপানের সাথে ড্র, মালয়েশিয়ার সাথে ড্র করলেই সেমিফাইনাল উঠলাম। খেলার আগের রাতে প্রতাপ দা ফায়ার ব্রিগেডের গাড়ি এনে পুরে মাঠ এ্যাংকল ডিপ পানিতে ডুবিয়ে দিলেন।
মালয়েশিয়ারা এ্যাষ্ট্রোটার্ফে মানে ভিজা মাঠে খেলার উপযুক্ত। স্টাডওয়ালা বুট পরে খেলে। আর আমরা সাধারণ কেডস। ভিজা মাঠে প্রত্যেকেই ১০/১২ বার আছার খেয়ে হেরেই গেলাম। প্রতাপ সাহেব সফল। তবে সাসপেন্ড হলেন আজীবনের জন্য। তারপর ক্ষমা ভিক্ষা করে টিকে রইলেন হকিতে। বাংলাদেশ ক্রীড়ামহলের ঘাতকতার জন্ম নিল। সেই নির্লজ্জ হিংসুকরা আজও দাপিয়ে বেড়ায় ক্রীড়াঙ্গনে।
২০১৭ সনের এশিয়া কাপের আগে পরিচিতি অনুষ্ঠান। আমাকে স্টেজে বক্তব্য দিতে ডাকল। সাদেক ভাইয়ের পাশ দিয়ে যাচ্ছি। আস্তে ডাকলেন, মাথা নীচু করলাম, বললেন প্রতাপ যা করেছে তা নিয়ে কিছু বল না। বললাম না। ক্রীড়াঙ্গনের স্মৃতিকথায় এই গল্প কি করে বাদ দিই। তাই জানিয়ে রাখলাম।
লেখক : সাবেক অধিনায়ক, জাতীয় ও সেনাবাহিনী হকি দল, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ এবং কলামিস্ট
পথরেখা/আসো