পথরেখা অনলাইন : দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলা অনিশ্চিত অবস্থায় পড়ে গেছেন তাসকিন আহমেদের। জাতীয় দলের এই অপরিহার্য সদস্য হঠাৎ করে পাওয়া চোটে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবেন কিনা তৈরি হয়েছে সংশয়। যা পাঁচ বছর আগে ওয়ানডে বিশ্বকাপের কথা মনে করিয়ে দিচ্ছে। ২০১৯ সালের মতো আবারও কি দুর্ভাগ্যের শিকার হবেন তাসকিন! জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটিতে মাঠে নামেননি এই ডানহাতি পেসার। প্রথমে মনে হয়েছিল টানা চার ম্যাচ খেলার পর বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ পেসারকে। তবে পরে জানা যায়, পুরনো সমস্যা সাইড স্ট্রেইন দেখা দিয়েছে তাসকিনের। চতুর্থ ম্যাচে ফিল্ডিংয়ের সময় এ চোট পান তিনি। ইনজুরির ছোবলে ২০১৯ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন তাসকিন। স্ক্যান করানো হয়েছে তার। শঙ্কা রয়েছে বিশ্বকাপ সফরেও না থাকার। তবে সবকিছুই নির্ভর করছে স্ক্যান রিপোর্টের ওপর। যা পাওয়া যাবে কাল। সোমবার সেই রিপোর্টের পরেই হতে পারে বাংলাদেশের যুক্তরাষ্ট্র সিরিজ ও বিশ্বকাপ দল ঘোষণার।
পরে অবশ্য দল ঘোষনার জন্য মঙ্গলবার দুপুরে সময় নির্ধারণ করা হয়েছে। কেননা বৃহস্পতিবার রওনা দেওয়ার কথা রয়েছে দলের। তাসকিনকে নিয়ে শঙ্কিত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমে বলেছেন, ‘অনুশীলন করতে গিয়ে তাসকিনের চোটে পড়ার পর আমরা তাসকিনের খোঁজ নিয়েছি, ওর একটা ইনজুরি আছে। স্ক্যান রিপোর্ট পাওয়ার পর দেখতে হবে যে, কতদিন ওর লাগতে পারে ফিট হতে। দ্রুত ওকে সারিয়ে তোলার সুযোগ আছে কি না। নরম্যালি তো দুই থেকে তিন সপ্তাহের বিশ্রাম দেবে। যদি এটা দুই সপ্তাহ হয়, তাহলে কী করব, তিন সপ্তাহ হলে কী করব, এটাকে দ্রুত করার কোনো উপায় আছে কি না, দরকার হলে যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের সঙ্গে কথা বলব, এখনই যোগাযোগ করব।‘
তাসকিনের ভবিষ্যত নিয়ে দৃশ্চিন্তাগ্রস্ত পাপন জানান, ‘আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে তাসকিন সুস্থ হয়ে ওঠুক। যদি দ্রুত সারিয়ে তোলা যায়, তাহলে এক ব্যাপার, আর যদি দেখা যায় যে আসলেই দেরি হবে, তাহলে আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে। অফিসিয়ালি রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করব।’ এখন সোমবার রিপোর্ট হাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটি বিলম্বে হলে দল ঘোষনায় প্রভাব পড়তে পারে। আর সে কারণেই সোমবার নয় বিশ্বকাপের দল ঘোষনা করা হবে একদিন পর। চোটে পড়ার আগে প্রথম চার ম্যাচে অসাধারণ বোলিংয়ের স্বীকৃতিস্বরূপ সিরিজসেরা হয়েছেন তাসকিন। চার ম্যাচে ৮ উইকেট শিকার করেছেন ৯.১২ গড় ও ওভারপ্রতি কেবল ৪.৫৬ রান দিয়ে। গত এক বছরে এই সংস্করণে বাংলাদেশের সফলতম বোলারও তিনিই। বিশ্বকাপে তাসকিনের না থাকা দলকে ভোগাবে নিঃসন্দেহে। একদিন পর সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের বিমান ধরবে বাংলাদেশ দল। তার ঠিক আগ মুহূর্তে চিন্তা বাড়াচ্ছে তাসকিন আহমেদের চোট। সাইড স্ট্রেইনের (পাঁজর) চোটে পড়ার পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, ‘আমরা এখন তাসকিনের স্ক্যান রিপোর্টের অপেক্ষায় রয়েছি। আসলে এটা ফিজিও এবং চিকিৎসক ভালো উত্তর দিতে পারবে।’
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী অবশ্য জানিয়েছেন, ’তাসকিনের অবস্থা এখনই কিছু বলতে পারছেন না তাঁরা। অপেক্ষা করতে হবে স্ক্যানের রিপোর্টের জন্য। স্ক্যানের রিপোর্ট পেলে বোঝা যাবে কী অবস্থা। এখনই বলা যাচ্ছে না। রিপোর্ট পেতে আরেকটু সময় লাগবে।’ ইনজুরি তাকে যেন ছাড়ছেইনা। ইনজুরির কারণে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ খেলা হয়নি। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফের দুশ্চিন্তা তাসকিন আহমেদকে নিয়ে। দেশের এক নম্বর ফাস্টবোলার কি যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টুর্নামেন্টটি খেলতে পারবেন? রোববার দুপুর গড়িয়ে বিকেল নামতেই শেরে বাংলার প্রেস বক্সে গুঞ্জন, ফিসফাঁস। সাইড স্ট্রেইনে আক্রান্ত তাসকিন জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারেননি। ম্যাচ শেষে শেরে বাংলা ত্যাগ করার সময় উপস্থিত সাংবাদিকদের মধ্য থেকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল, আপনার ইনজুরির খবর কী? আপনি বিশ্বকাপ খেলবেন? জবাবে তাসকিন নিশ্চিত করে কিছু বলতে পারেননি। শুধু বলেছেন, ‘এখনই বলতে পারছি না। ফিফটি ফিফটি অবস্থা। ব্যথা কিছুটা আছে। কালকে রিপোর্ট পেলে বলতে পারবো।’
পথরেখা/আসো