• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ২১:২২

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের পথে বাংলাদেশ

পথরেখা অনলাইন : অনেক নাটকীয়তার পর দল ঘোষণা শেষে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানে চেপে বসেছে বাংলাদেশ দল। বুধবার মধ্যরাতে পুরো দল নিয়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির উদ্দেশ্যে রওনা দিয়েছে নাজমুল হোসেন শান্তরা। তার আগে শেষবারের মতো মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করে তারা। দুপুর ১টায় দলের আনুষ্ঠানিক ফটোসেশন অনুষ্ঠিত হয়েছে। এবার সাকিব আল হাসানকে নিয়ে নাটকীয়তা হয়নি। সময়মতোই সবার সাথে অনুশীলন করে ফটোসেশনে অংশ নিয়েছে সাবেক এ অধিনায়ক। 
 
এরপর সংবাদ সম্মেলনে বিশ্বকাপে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন টাইগার অধিনায়ক। মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল। এবার বিশ্বকাপ শুরু হবে আগামী ১ জুন। তার আগে যুক্তরাষ্ট্র সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এদিকে বিশ্বকাপ দলের বোলিং আক্রমণে স্পিনারদের প্রাধান্য দিয়েছেন বকলে জানিয়েছেন গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃতাধীন নির্বাচক কমিটি।
 
এ ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনকে সর্বোচ্চ বিবেচনায় নেওয়া হয়েছে। প্রতিবারই বিশ্বকাপ দলে একজন অতিরিক্ত বাঁ-হাতি স্পিনার নেওয়া হয়। কিন্তু বিশ্বকাপে গিয়ে সেভাবে কেউই নিজেদের মেলে ধরতে পারেননি। এবার চতুর্থ স্পিনার হিসাবে তানভীর ইসলামকে দলে রাখা নিয়ে নির্বাচক দলের সদস্য ও সাবেক বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে স্পিনাররা একটু বেশি সুবিধা পায়। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসি দেখবে উইকেটের ব্যাপারটা। তাই খুব বেশি সুবিধা হয়তো পাওয়া যাবে না। তবুও আবহাওয়ার কারণে স্পিনাররা একটু সুবিধা পাবে। সে দিকটা ভেবেই তানভীরকে দলে নেওয়া হয়েছেন।’ কুড়ি ওভারের বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে লড়বে বাংলাদেশ। টাইগারদের প্রতিপক্ষ সেখানে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস। ৮ জুন ডালাসে লঙ্কানদের বিপক্ষে আসরের প্রথম ম্যাচ। পরের ম্যাচ ১০ জুন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউইয়র্কের নাসাও আন্তর্জাতিক কাউন্টি স্টেডিয়ামে। ১৩ জুন কিংসটাউনে নেদারল্যান্ডসের বিপক্ষে নামবে বাংলাদেশ। লিগ রাউন্ডে টাইগারদের সর্বশেষ ম্যাচটি হবে ১৭ জুন, নেপালের বিপক্ষে।
 
আইসিসির মেগা আসরে মাঠে নামার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নেবে বাংলাদেশ। হিউস্টনে দুই দলের ম্যাচগুলো হবে ২১, ২৩ ও ২৫ মে। হিউস্টন থেকে বিশ্বকাপে শান্তদের প্রথম ম্যাচের ভেন্যু ডালাসের দূরত্ব সড়কপথে ঘণ্টা তিনেকের। আবহাওয়ায়ও অনেকটাই মিল। ডালাসের কন্ডিশন বুঝতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজটি কাজে দেবে বলেই আশা টিম ম্যানেজমেন্টের। নিউইয়র্কে অপেক্ষাকৃত ঠান্ডা আবহাওয়ায়ও বিশ্বকাপের আগেই খেলার সুযোগ পাবে বাংলাদেশ। আইসিসি এখনও আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা না করলেও এটা নিশ্চিত যে, বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ভারতকে পাচ্ছে শান্তরা। নিউইয়র্কে ১ জুন বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচটি। আইসিসির প্রস্তাবিত সূচি অনুযায়ী ২৮ মে ডালাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের আরেকটি প্রস্তুতি ম্যাচ রাখা হয়েছে।
 
তবে বিসিবির আপত্তিতে তা না হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানা গেছে। কারণ যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলার পর তাদেরই বিপক্ষে আরেকটি ম্যাচ খেলার কোনো অর্থ হয় না। তা ছাড়া প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ হিসেবে বড় কোনো দলকে চায় বাংলাদেশ। আসন্ন বিশ্বকাপে অভিজ্ঞদের পাশাপাশি একঝাঁক তরুণ যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। বিসিবির ঘোষিত দলে ছয়জনের এটাই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের জার্সিতে প্রথমবার অংশ নিচ্ছেন ওপেনার তানজিদ হাসান তামিম, ব্যাটার তাওহিদ হৃদয়, উইকেটরক্ষক জাকের আলী অনিক, দুই স্পিনার তানভীর ইসলাম, রিশাদ হোসেন ও পেসার তানজিম হাসান সাকিব। তানজিদ গত ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন সবকটি ম্যাচ। হৃদয় খেলেছেন ছয়টি। আর তানজিম সুযোগ পেয়েছেন দুই ম্যাচে। বাকি তিনজনের এটাই প্রথম বৈশ্বিক টুর্নামেন্ট। পাঁচটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা তানজিদ হাসানের। সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের সিরিজে করেছেন ১৬০ রান। পেয়েছেন দুটি অর্ধশতক।
 
ওপেনার তামিম ইকবালের জায়গায় ভালোভাবেই পোক্ত হয়েছেন তিনি। বছরদুয়েক ধরে ধারাবাহিক তাওহিদ। টি-টোয়েন্টিতে দেশের মধ্যে অন্যতম সেরা স্ট্রাইক রেট তার। ১৯টি আন্তর্জাতিক ম্যাচে রান করেছেন ৩৭১। শেষ দিকের টেম্পারমেন্ট ধরে রাখায় পটু জাকির। মূর্তিমানরূপ ধারণ করেছেন একাধিকবার। পাওয়ার হিটিংয়ে মন জয় করেছেন টিম ম্যানেজমেন্টের। বিপিএল দিয়ে নজরে আসেন তানভীর ইসলাম। কুমিল্লা ভিক্টোরিয়ানসে ফুল হয়ে সুভাস ছড়িয়েছেন। ফল পেয়েছেন দ্রুতই। লেগ স্পিনার ও ফিনিশার হিসেবে সুখ্যাতি রয়েছে রিশাদ হোসেনের। ১৪টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নেওয়া এই অলরাউন্ডার যে বিশ্বকাপে যাচ্ছেন, তা অনেকটা অনুমেয় ছিল। আর তানজিম হাসান সাকিবের নামটি চমক জাগানিয়া। টি-টোয়েন্টিতে থিতু হওয়ার আগেই চ্যালেঞ্জ উতরানোর পরীক্ষায় তিনি। স্বল্প ওভারের বৈশ্বিক আসরে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই নাজমুল হোসেন শান্তর। এটি তার দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। 
পথরেখা/আসো
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।