পথরেখা অনলাইন : বাঁ-হাতি পেসার ফজলহক ফারুকির ক্যারিয়ার সেরা বোলিং নৈপুন্যে বড় জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু করেছে আফগানিস্তান।
আজ ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তান ১২৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে প্রথমবার বিশ্বকাপে খেলতে নামা উগান্ডাকে। রান বিবেচনায় নিজেদের টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয় আফগানদের। বিশ্বকাপের মঞ্চে এটি চতুর্থ বড় জয় যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তানের । বল হাতে ৯ রানে ৫ উইকেট নেন ফারুকি।
গায়ানায় টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সূচনা করে আফগানিস্তান। ১৪ দশমিক ৩ ওভারে ১৫৪ রান যোগ করেন আফগানদের দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। বিশ^কাপে উদ্বোধনী জুটিতে এটি দ্বিতীয় ও সব মিলিয়ে চতুর্থ সর্বোচ্চ রানের জুটি।
দুর্দান্ত সূচনার পর ২ রান ও ৫ বলের ব্যবধানে সাজঘরে ফিরেন ইব্রাহিম ও গুরবাজ। ১৫তম ওভারের তৃতীয় বলে উগান্ডার লেগ স্পিনার ব্রায়ান মাসাবার বলে প্রথম ব্যাটার হিসেবে আউট হন ৯টি চার ও ১টি ছক্কায় ৪৬ বলে ৭০ রান করা ইব্রাহিম। পরের ওভারে বাঁ-হাতি স্পিনার আলপেশ রামজানির বলে আউট হবার আগে ৪টি করে চার-ছক্কায় ৪৫ বলে ৭৬ রানের ইনিংস খেলেন গুরবাজ। দুই ওপেনারের দেড়শ রানের জুটিতে ২শ পেরিয়ে যাবার স্বপ্ন দেখছিলো আফগানিস্তান। কিন্তু শেষ ৫ ওভারে ২৭ রান তুলতেই ৪ উইকেট হারায় আফগানরা। এতে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। পরের দিকে মোহাম্মদ নবি অপরাজিত ১৪ রান করেন। উগান্ডার পেসার কসমাস কিউটা ২৫ রানে ২ উইকেট নেন।
১৮৪ রানের টার্গেটে খেলতে নেমে ফারুকি ও নাভিন উল হকের বোলিং তোপের মুখে পড়ে পঞ্চম ওভারে ১৮ রানে ৫ উইকেট হারায় উগান্ডা। এসময় ২টি করে উইকেট নেন ফারুকি ও নাভিন। শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করলেও, মাঝের ওভারে ফারুকি ও অধিনায়ক রশিদ খানের দারুন বোলিংয়ে ১৬ ওভারে শেষ পর্যন্ত বিশ্বকাপের চতুর্থ সর্ব নি¤œ ৫৮ রানে অলআউট হয় উগান্ডা। উগান্ডার পক্ষে মাত্র দুই ব্যাটার দুই অংকের কোটা পার করতে পারেন। রবিনসন ওবুয়া সর্বোচ্চ ১৪ ও রিয়াজাত আলি শাহ ১১ রান করেন।
আফগানিস্তানের ফারুকি ৪ ওভার বল করে ৯ রানে ৫ উইকেট নেন। ৩৫ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই প্রথমবার ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করলেন ফারুকি। বিশ^কাপে চতুর্থ ও আফগানিস্তানের পক্ষে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেরা বোলিংয়ের নজির গড়লেন ফারুকি। এছাড়া নাভিন ও রশিদ ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন ফারুকি।
সংক্ষিপ্ত স্কোর :
আফগানিস্তান : ১৮৩/৫, ২০ ওভার (গুরবাজ ৭৬, ইব্রাহিম ৭০, মাসাবা ২/২১)।
উগান্ডা : ৫৮/১০, ১৬ ওভার (রবিনসন ১৪, রিয়াজাত ১১, ফারুকি ৫/৯)।
ফল : আফগানিস্তান ১২৫ রানে জয়ী।
ম্যাচ সেরা : ফজলহক ফারুকি (আফগানিস্তান)।
পথরেখা/রাসু