পথরেখা অনলাইন : প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে পৃথক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষে সদস্য মো. জোহর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আকতার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, শিক্ষার্থীদের পেশাগত ও কারিগরি দক্ষতা বৃদ্ধি, দক্ষতা বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি চালুকরণ, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ শক্তিশালীকরণ, নিয়মিত কোর্সের পাশাপাশি বিভিন্ন শর্ট কোর্স ও প্রফেশনাল কোর্স পরিচালনা, কোর্স কারিকুলাম তৈরিতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়, জাতীয় ও আন্তর্জাতিক চাকরির বাজার জরিপ, সেক্টরভিত্তিক মানবসম্পদ চাহিদার পর্যালোচনা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষার পাশাপাশি বিভিন্ন অকুপেশনে দক্ষতা প্রশিক্ষণ প্রদান করে দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে বেকারত্ব হ্রাস ও জীবনমানের উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট ক্ষেত্রসমূহে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মো নুরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক।
এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাবে শিল্পে অটোমেশনের কারণে কর্ম সংস্থানের সুযোগ অব্যাহত রাখার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ জরুরি। পাশাপাশি জনমিতিক লভ্যাংশ অর্জনে কী কী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তা নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, তরুণদের বর্তমান ও ভবিষ্যতের পেশায় দক্ষতা প্রশিক্ষণ প্রদান করে গড়ে তোলার জন্য পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে এ সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল আলম প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা এবং বেকারত্ব দূরীকরণে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের বিভিন্ন পেশায় দক্ষতা প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
পথরেখা/এআর