পথরেখা অনলাইন : যুক্তরাষ্ট্র এবার বিশ্বকাপে হারিয়ে দিল পাকিস্তানকে। সেই সাথে ভারত-পাকিস্তানের গ্রুপ থেকে সুপার এইটে যাওয়ার দৌড়ে এগিয়ে গেল অনেকটাই। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে হেরে প্রথম ম্যাচের পরপরই বাদ পড়ার শঙ্কা পাকিস্তানের।
সুপার ওভারে ৫ রানে হেরেছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে ১ উইকেট হারিয়ে ১৮ রান করে যুক্তরাষ্ট্র। জবাব দিতে নেমে ১৩ রান করেছে পাকিস্তান।
বৃহস্পতিবার (৬ জুন) যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত পাকিস্তান-যুক্তরাষ্ট্র ম্যাচ টাই হয়। সুপার ওভারে ম্যাচ জিতেছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের দেয়া ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ১৫৯ রানে থামে যুক্তরাষ্ট্র। ফলে ম্যাচ টাই হয়ে সুপার ওভারে গড়ায়।
প্রথমে ব্যাট করে ১ উইকেট হারিয়ে ১৮ রান করে যুক্তরাষ্ট্র। সুপার ওভারে দলের সেরা পেস বোলার মোহাম্মদ আমিরের হাতে বল তুলে দেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। সুপার ওভারে ১৮ রান খরচ করে ১ উইকেট শিকার করেন আমির।
সুপার ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১৯ রান। প্রথম বলে কোনো রান নিতে পারেননি ইফতেখার আহমেদ। দ্বিতীয় বলে হাঁকান বাউন্ডারি। পরের ডেলিভারিতে ওয়াইড। তৃতীয় বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ইফতেখার আহমেদ। জয়ের জন্য শেষ তিন বলে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৪ রান। কিন্তু ১৩ রানেই থেমে যায় তাদের ইনিংস।
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে চমক দেখিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ক্রিকেট দল। উদ্বোধনী ম্যাচেই কানাডার বিপক্ষে ১৯৫ রানের বিশাল টার্গেট তাড়া করে দাপুটে জয় পায় বিশ্বকাপের সহ স্বাগতিকরা।
পথরেখা/রাসু