• বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
    ২৯ কার্তিক ১৪৩১
    ঢাকা সময়: ১৫:২৮

শ্রীলংকার কাছে সেমিফাইনালে হেরে বাংলাদেশের বিদায়

  • ক্রীড়া       
  • ০৩ নভেম্বর, ২০২৪       
  • ১০
  •       
  • ০৩-১১-২০২৪, ১৩:৫৯:১৯

পথরেখা অনলাইন : হংকং সিক্সেসের ফাইনালে ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের।সেমিফাইনালে বাংলাদেশকে ৩ উইকেট ও ১ বল হাতে রেখেই হারাল শ্রীলঙ্কা। এই হারে আসর থেকে বিদায় নিলেন সাইফউদ্দিনরা। আর ফাইনালে জায়গা করে নিল লংকানরা। প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান।

রোববার (৩ নভেম্বর) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৩ রান করে বাংলাদেশ।   ১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কার খুব একটা বেগ পেতে হলো না। জবাবে ৫.৫ ওভারে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

এদিন আগে ব্যাট করা বাংলাদেশ ভালো সূচনা পেয়েছিল জিশান আলম ও আব্দুল্লাহ আল মামুনের ব্যাটে। ২ ওভারের আগেই ৩৮ রান যোগ হয় বাংলাদেশের স্কোরকার্ডে। কিন্তু দ্বিতীয় ওভারের শেষ বলে সামারাকুন ফেরান মামুনকে। ৪ বলে ১৬ রান করে বিদায় নেন তিনি।

পরের ওভারে জিশানও বিদায় নেন। ১১ বলে ১ চার ও ৫ ছয়ে ৩৬ রান করেন এই তরুণ ওপেনার। রতনায়কের ওভারের পরের বলে ইয়াসির আলিও বিদায় নিলে বিপদে পড়ে বাংলাদেশ। বাংলাদেশের রান তখন ৫৮।

পঞ্চম ওভারে আবু হায়দারকেও ফেরান রতনায়েকে। ৬ বলে ৩ ছয়ে ১৮ রান করেন তিনি। সেই ওভারের পঞ্চম বলে সোহাগ গাজীও বিদায় নেন। ২ বলে ৬ রান করেন তিনি। শেষ উইকেটে সাইফউদ্দিনের একাই খেলেন, কিন্তু শেষ ওভারে পর্যাপ্ত রান বের করতে পারেননি।  বিমুক্তির সেই ওভারে মোটে ১৪ রান নিতে পারেন তিনি। ১২ বলে ৩ চার ও ১ ছয়ে ২৩ রানে অপরাজিত থাকেন সাইফ।

রতনায়েকে ২ ওভারে ৩৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। সামারাকুন ১ ওভারে ২৪ রান দিয়ে বাকি উইকেটটি শিকার করেন।

জবাবে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা ঝড় তোলে। সাইফের করা প্রথম ওভারে ৬টি চার মেরে ২৫ রান তোলেন সান্দুন ভেরাকোড্ডি। ঝড় তোলা এই ওপেনার মাত্র ১৬ বলে ৭ চার ও ৩ ছয়ে অর্ধশতক পূর্ণ করে রিটায়ার্ড হার্ট হন।

তৃতীয় ওভারে আরেক ওপেনার ধনাঞ্জয়া লাকশান আবু হায়দারের বলে বিদায় নেন। ৬ বলে ২৪ রান করেন তিনি।

পঞ্চম ওভারে জিশান আলম জোড়া উইকেট শিকার করে ম্যাচ জমিয়ে তোলেন। লিহারু মাধুশঙ্কা (৩) এবং সামারাকুনকে ৯৬) ফেরান তিনি। তবে পরের ওভারে রতনায়েকে (৩) এবং বিমুক্তি (১২) ম্যাচ জিতিয়েই ফেরেন।

জিশান ১ ওভারে মাত্র ৪ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। আবু হায়দার ১ ওভারে ২০ রান দিয়ে বাকি উইকেটটি পান।
পথরেখা/এআর




 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।