• বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
    ৩০ কার্তিক ১৪৩১
    ঢাকা সময়: ০০:১৮

স্নায়ু স্থির রেখে রোমাঞ্চকর জয় ভারতের

  • ক্রীড়া       
  • ১৪ নভেম্বর, ২০২৪       
  •       
  • ১৪-১১-২০২৪, ১৫:৫২:৩৯

পথরেখা অনলাইন : লক্ষ‌্য ছিল আকাশচুম্বি। জবাবটাও আসল সেভাবে। ভারত ও দক্ষিণ আফ্রিকার তৃতীয় টি-টোয়েন্টিতে ছড়াল রোমাঞ্চ, উত্তেজনা, উন্মাদনা। দুই দলের হাইভোল্টেজ ম‌্যাচের পর শেষটা হেসেছে বিশ্ব চ‌্যাম্পিয়ন ভারত।

দক্ষিণ আফ্রিকাকে ১১ রানে হারিয়ে চার ম‌্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব‌্যবধানে এগিয়ে তারা। ভারত আগে ব‌্যাটিংয়ে নেমে তিলক ভার্মার ৫৬ বলে ১০৭ রানে ২১৯ রানের পুঁজি পায়। জবাবে ক্লাসেনের ২২ বলে ৪১ ও জানসেনের ১৭ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংসে লক্ষ‌্যের একেবারে কাছাকাছি চলে যায় প্রোটিয়ারা। কিন্তু জয়ের বন্দরে নোঙর ফেলা হয়নি তাদের।

শেষ ১২ বলে যখন ৫১ রান লাগত দক্ষিণ আফ্রিকার তখন বোলিংয়ে আসেন হার্দিক পান্ডিয়া। ওই ওভারে দুই ছক্কা, তিন চার ও এক ডাবলসে ২৬ রান তুলে নেন জানসেন। শেষ ওভারে লক্ষ‌্য নেমে আসে ২৫ রানে। মনে হচ্ছিল সেঞ্চুরিয়নে নায়ক হয়ে যাবেন জানসেন।

মুখোমুখি প্রথম বলে ছক্কা হাঁকিয়ে দেশের হয়ে ১৬ বলে দ্বিতীয় দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন। কিন্তু ডানহাতি ব‌্যাটসম‌্যান তৃতীয় বলে এলবিডব্লিউ হলে ম‌্যাচটা ভারতের কাছে চলে যায়। শেষ দিকে স্নায়ু স্থির রেখে পেসার আর্শদ্বীপ দলের জয় নিশ্চিত করেন।

এর আগে ভারতের ব‌্যাটিংয়ে সব আলো তেড়ে নেন তিলক। বাঁহাতি ব‌্যাটসম‌্যান ৮ চার ও ৭ ছক্কায় ৫৬ বলে ১০৭ রান করেন ১৯১.০৭ স্ট্রাইক রেটে। রান খরায় থাকা অভিষেক শর্মা ২৫ বলে ৫০ রান করেন ৩ চার ও ৫ ছক্কায়। সানজু সামস‌্যান টানা দ্বিতীয় ডাকের পর দ্বিতীয় উইকেটে তিলক ও অভিষেক জুটি গড়েন। ১০৭ রান করেন তারা। শেষ দিকে হার্দিকের ১৮ ও অভিষিক্ত রামানদ্বীপের ১৫ রানে ভারত ২১৯ রানের পুঁজি পায়

বল হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে সিলেলানে ও মহারাজ ২টি করে উইকেট নেন।

লক্ষ‌্য তাড়ায় শুরুর ১০ ওভারে ৮৪ রান তুলতে ৪ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে ক্লাসেন, মিলার ও জানসেন তাদের লড়াইয়ে রাখেন। ক্লাসেন ৪ চার ও ১ ছক্কায় ৪১ রান করেন। মিলার ১৮ রান করেন ১টি করে চার ও ছক্কায়। ৩১৭.৬৫ স্ট্রাইক রেটে ব‌্যাটিং করা জানসেন গড়ে দেন ব‌্যবধান। ৫ ছক্কা ও ৪ চার হাঁকান চোখের পলকে। কিন্তু দলকে জয়ের স্বাদ দিতে পারেননি।

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ বোলার আর্শদ্বীপ ৩৭ রানে ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলার হয়েছে। ২ উইকেট পেয়েছেন বরুণ চক্রবর্তী।

১৫ নভেম্বর জোহানেসবার্গে হবে সিরিজের ফয়সালা।
পথরেখা/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।