• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ০১:১৮

শিক্ষার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তি ও উদ্ভাবন দক্ষতা অর্জন করতে হবে : বেরোবি উপাচার্য

পথরেখা অনলাইন : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)’র উপাচার্য প্রফেসর ড. মো. শওকত আলী বলেছেন, প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদেরকে প্রযুক্তি ও উদ্ভাবনে দক্ষতা অর্জন করতে হবে। বর্তমান যুগ ডিজিটাল প্রযুক্তির যুগ। মানুষের দৈনন্দিন জীবনে প্রযুক্তি নিত্য প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীরা প্রযুক্তি ও উদ্ভাবনে দক্ষতা উন্নয়নের বিষয়গুলো বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে শিখতে পারবেন। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও ডিজিটাল স্কিলস বৃদ্ধি করা প্রয়োজন।

তিনি বুধবার বেরোবি’র ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় অনুষ্ঠিত ‘এক্টিভেশন প্রোগ্রাম ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক পরিচালিত এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্পের অধীনে বেরোবি সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশন (সিডিটি)’র তত্ত্বাবধানে উক্ত কর্মশালা আয়োজন করা হয়।

বেরোবি’র সিডিটি পরিচালক প্রফেসর ড. মো. মিজানুল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. ইলিয়াছ প্রামানিক, ইডিজিই প্রজেক্ট ম্যানেজার ড. মো. মাজহারুল হক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল রংপুরের রিজিওনাল ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. আমিনুল ইসলাম এবং ইন্ডাস্ট্রি স্পেশালিস্ট হিসেবে নার্ড ক্যাসেল লিমিটেডের কো-ফাউন্ডার ও সিইও জহিরুল আলম তাইমুন।
পথরেখা/এআর

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।