পথরেখা অনলাইন : চলতি ২০২৪-২৫ অর্থ বছরে মূল এডিপি বাস্তবায়নের অগ্রগতি ও আরএডিপি পর্যালোচনা এবং উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে ত্রিপক্ষীয় সমন্বয় সভা করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)
ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন, যথাযথ সমন্বয়ের মাধ্যমে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পসমূহের কাজ দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মধ্যে শিঘ্রই ত্রিপক্ষীয় সভা আহ্বান করা হবে।
ইউজিসি’র অডিটরিয়ামে অনুষ্ঠিত পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া’র সভাপতিত্বে রোববার অনুষ্ঠিত সভায় দেশের ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মনোনীত প্রতিনিধি এবং প্রকল্প পরিচালকগণ অংশগ্রহণ করেন।
সভায় ইম্প্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রফেসর ড. মো. আমিনুল হক আকন্দ, হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান, ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত পরিচালক শাহ মোহাম্মদ আমিনুল ইসলামসহ ইউজিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রফেসর তানজীমউদ্দিন বলেন, ২০২৪-২৫ অর্থ বছরে মূল এডিপিভুক্ত প্রকল্পের সংখ্যা ৩৩টি। এসব প্রকল্পের অনুকূলে প্রায় ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। উচ্চশিক্ষার মানোন্নয়নে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি ও প্রকল্পের অর্থ ছাড়ে ধীরগতি নিরসন করা জরুরী। রাজনৈতিক পট পরিবর্তনসহ নানা কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, ইউজিসি’র মধ্যে একটি সমন্বয় সভা আহ্বান করা দরকার বলে তিনি জানান।
সভায় যথসময়ে ও গুণগতমান বজায় রেখে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে ইউজিসি’র পক্ষ থেকে পূর্ণকালীন প্রকল্প পরিচালক নিয়োগ, পিডিদের অর্থ ব্যয়ের ক্ষমতা দেওয়া, অর্থ ব্যয়ের কর্মপরিকল্পনা তৈরি, প্রকল্প প্রস্তাব প্রণয়ন, অনুমোদন ও বাস্তবায়নে সরকারের বিধি বিধান মেনে চলা, প্রকল্প ব্যবস্থাপনা ও সক্ষমতা বিষয়ে প্রশিক্ষণ আয়োজন ও প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি তদাররিকসহ বিশ্ববিদ্যালয়গুলোকে ১৪টি পরামর্শ দেওয়া হয়।
পর্যালোচনা সভায় ইউজিসি’র পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপপরিচালক রোকসানা লায়লা ২০২৪-২৫ অর্থ বছরে মূল এডিপি বাস্তবায়ন অগ্রগতি, প্রস্তাবিত আরএডিপি, প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় তুলে ধরেন।
সভায় উপাচার্যগণ শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম পরিচালনা, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন, শিক্ষণ দক্ষতা বৃদ্ধি এবং মাস্টার্স শিক্ষার্থীদের গবেষণা ভাতা উন্নয়ন প্রকল্প থেকে দেওয়ার দাবি জানান। এছাড়া, তারা যত্রতত্র বিশ্ববিদ্যালয়ের অনুমোদন না দেওয়া এবং প্রকল্পে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ইউজিসিকে অনুরোধ করেন।
পথরেখা/এআর