• মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫
    ২৩ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ১৪:৫৭

বিপিএল: তাসকিনের রেকর্ড বোলিংয়ে ঢাকাকে হারিয়ে প্রথম জয় রাজশাহীর

  • ক্রীড়া       
  • ০২ জানুয়ারি, ২০২৫       
  • ১৭
  •       
  • ০২-০১-২০২৫, ২৩:১১:০৮

পথরেখা  অনলাইন : পেসার তাসকিন আহমেদের রেকর্ড বোলিংয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ১১তম আসরে প্রথম জয়ের দেখা পেল দুর্বার রাজশাহী। আজ টুর্নামেন্টের পঞ্চম ও নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজশাহী ৭ উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালসকে। বিপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৭ উইকেট নিয়ে রেকর্ড গড়েন তাসকিন। ৪ ওভারে ১৯ রানে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তাসকিন।

নিজেদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের কাছে ৪ উইকেটে হেরেছিলো রাজশাহী। আর রংপুর রাইডার্সের কাছে ৪০ রানে হেরে বিপিএল শুরু করেছিলো ঢাকা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই দুর্বার রাজশাহীর পেসার তাসকিনের তোপের মুখে পড়ে ঢাকা ক্যাপিটালস। তাসকিনের দারুণ এক ডেলিভারিতে ঢাকার উইকেটরক্ষক লিটন দাসকে শূন্যতে স্লিপে ক্যাচ তুলে দেন। আরেক ওপেনার তানজিদ ৯ রানে উইকেটের পেছনে ক্যাচ দেন।

দলীয় ১৪ রানে ২ ওপেনারের বিদায়ের পর পাওয়ার প্লের সুবিধা কাজে লাগাতে রাজশাহীর বোলারদের উপর চড়াও হন ঢাকার দুই ব্যাটার স্টিফেন এসকিনাজি ও শাহাদাত হোসেন। দু’জনের মারমুখী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ২ উইকেটে ৫৬ রান পায় ঢাকা।

পাওয়ার প্লে শেষ হবার পরও ঢাকার রানের চাকা সচল রাখে এসকিনাজি ও শাহাদাত। তাদের দারুণ জুটিতে ১১ ওভারে ৯০ রানের পৌঁছে যায় ঢাকা। ঐ ওভারের শেষ বলে এসকিনাজিকে বোল্ড করে রাজশাহীকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার হাসান মুরাদ। তৃতীয় উইকেটে ৪৭ বলে ৭৯ রানের জুটি গড়েন এসকিনাজি ও শাহাদাত। ৬টি চার ও ২টি ছক্কায় ২৯ বলে ৪৬ রান করেন এসকিনাজি।

এরপর ক্রিজে এসেই ব্যাট হাতে ঝড় তুলেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। দু’বার ক্যাচ দিয়ে জীবন পেয়ে ১টি চার ও ২টি ছক্কায় ৯ বলে ২১ রান করেন পেরেরা।

দলীয় ১২৯ রানে পেরেরা ফেরার পর ৪০ বলে টি-টোয়েন্টিতে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি করেন শাহাদাত। হাফ-সেঞ্চুরি পাবার পরের বলে তাসকিনের তৃতীয় শিকার হন শাহাদাত। ৪১ বলে ৭টি চারে নিজের ইনিংস সাজান শাহাদাত।
স্

লগ ওভারে মারমুখী ব্যাটিংয়ে ঢাকার বড় সংগ্রহের পথ তৈরি করেন শুভাম রানজানে ও আলাউদ্দিন বাবু। সপ্তম উইকেটে তাদের ১৫ বলে ঝড়ো ৩৩ রানের সুবাদে ১৯ ওভার শেষে ৬ উইকেটে ১৭২ রান পায় ঢাকা। শেষ ওভারে বোলিং আক্রমণে আসেন প্রথম ৩ ওভারে ১৭ রানে ৪ উইকেট নেওয়া তাসকিন। শেষ ওভারে মাত্র ২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তাসকিন। ফলে ইনিংস শেষে তাসকিনের বোলিং ফিগার দাঁড়ায় ৪ ওভারে ১৯ রানে ৭ উইকেট। বিপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ইনিংসে ৭ উইকেট নেয়ার রেকর্ড গড়লেন তাসকিন। ১৭৩ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তাসকিনের সেরা বোলিং ফিগার।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ পায় ঢাকা। রানজানে ১২ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ২৪ ও বাবু ৯ বলে ১টি করে চার-ছক্কায় ১৩ রান করেন।

১৭৫ রানের টার্গেটে প্রথম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে ১টি করে চার-ছক্কা মেরে আউট হন দুর্বার রাজশাহী ওপেনার মোহাম্মদ হারিস। ৫ বলে ১২ রান করে পেসার মুস্তাফিজুর রহমানের শিকার হন তিনি।

উইকেট সেট হতে গিয়ে ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি রাজশাহীর আরেক ওপেনার জিশান আলম। ৩১ রানের ২ উইকেট হারিয়ে চাপে পড়ে রাজশাহীর। দলকে লড়াইয়ে ফেরাতে তৃতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টায় সফল হয়েছেন অধিনায়ক এনামুল হক ও ইয়াসির আলি। ৩৩ বলে ৪২ রানের জুটি গড়েন তারা।

১টি চার ও ২টি ছক্কায় ২০ বলে ২২ রান করা ইয়াসিরকে শিকার করে ঢাকাকে ব্রেক-থ্রু এনে দেন আলাউদ্দিন বাবু। দলীয় ৭৩ রানে ইয়াসির আউটের পর রাজশাহীর জয়ের পথ তৈরি করেন এনামুল ও রায়ান বার্ল। দু’জনের জুটিতে ১৬ ওভারে ১৪৪ রানে পৌঁছে যায় রাজশাহী। ছক্কা মেরে ৩৫ বলে টি-টোয়েন্টিতে ১৭তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন এনামুল।

শেষ পর্যন্ত ১৯তম ওভারের প্রথম বলে ছক্কা মেরে রাজশাহীর জয় নিশ্চিত করেন এনামুল। ৯টি চার ও ৩টি ছক্কায় ৪৬ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন এনামুল। বার্ল ৩৩ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫৫ রানের অনবদ্য ইনিংস খেলেন। মুস্তাফিজ-মুকিদুল ও বাবু ১টি করে উইকেট নেন।
পথরেখা/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।