দেশকন্ঠ প্রতিবেদন : করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এককোটি মানুষকে প্রথম ডোজের আওতায় আনা হবে আজ। ২৬ ফেব্রুয়ারি সকাল থেকে এ কার্যক্রম শুরু হওয়ার কথা রযেছে। এদিকে, টিকা দেওয়াকে কেন্দ্র করে দেশব্যাপী ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে। এর আগে, গত মঙ্গলবার দুপুরে “একদিনে এক কোটি ডোজ ভ্যাকসিন” দেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
এরপর দ্বিতীয় ও বুস্টার ডোজের ওপর জোর দেওয়া হবে এবং প্রথম ডোজ বন্ধের কথাও জানান তিনি। তবে বুধবারই এ সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। সেসময় তিনি বলেন, “ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ, শনিবার থেকে দেশব্যাপী করোনাভাইরাসের প্রথম ডোজের টিকা দেওয়া বন্ধ করার ঘোষণা থাকলেও আমরা সেই ঘোষণা থেকে সরে এসেছি।” এখনও যারা প্রথম ডোজ দেননি, সেসব মানুষদের প্রথম ডোজের আওতায় আনতে সারাদিনে ১ কোটি মানুষকে টিকা দেওয়ার টার্গেট করা হয়েছে বলেও জানান তিনি।মন্ত্রী বলেন, “সাময়িকভাবে প্রথম ডোজের প্রতি দৃষ্টিপাত একটু কম থাকলেও প্রথম ডোজ প্রদান কার্যক্রম কিন্তু চলমান থাকবে।”
দেশকন্ঠ/অআ