• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ০১:০০

টিকার প্রথম ডোজের‘শেষ তারিখ’ নিয়ে লেজে গোবরে স্বাস্থ্য অধিদফতর

দেশকন্ঠ প্রতিবেদন : করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রথম ডোজ ২৬ ফেব্রুয়ারি দেওয়া শেষ হচ্ছে বলে ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদফতর। এতে রাজধানীসহ দেশজুড়ে টিকাদান কেন্দ্রগুলোতে মানুষের ঢল নামে। ভিড় দেখে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গণটিকাদান কর্মসূচির সময়সীমা আরও দুদিন বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি করা হয়েছে। পরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও এক অনির্ধারিত সংবাদ সম্মেলনে জানান, গণটিকার সময় বাড়ানো হয়েছে। সেইসঙ্গে প্রথম ডোজ চলবে বলেও জানান তিনি। মন্ত্রী আবার এও বলেন, আগের মতোই প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ কার্যক্রম চলবে।
 
২৬ ফেব্রুয়ারি একদিনে এক কোটি টিকা দেওয়া হবে, সেইসঙ্গে টিকার প্রথম ডোজ আর দেওয়া হবে না—স্বাস্থ্য অধিদফতরের এমন ঘোষণায় টিকাকেন্দ্রগুলোতে শনিবার সীমাহীন ভোগান্তি ও অবর্ণনীয় দুর্ভোগে পড়ে মানুষ। ভোর পাঁচটা থেকে টিকে নিতে এসেও টিকা পাননি এমন অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরাও একদিনের জন্য ছুটি নিয়েও শনিবার এসেছেন, কিন্তু টিকা পাননি। 
 
 
‘ছুটি কি প্রতিদিন পাবো?’ শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিরাপত্তারক্ষীকে প্রশ্ন করেন নাম প্রকাশে অনিচ্ছুক এক পোশাক শ্রমিক। রংপুরে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে মানুষের উপচেপড়া ভিড় ছিল। লাইনে দাঁড়ানো নিয়ে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কিতেও অনেকে আহত হয়েছেন। চরম বিশৃঙ্খলভাবে টিকা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন টিকাগ্রহীতারা। এমন ভোগান্তিরমূলে ছিল স্বাস্থ্য অধিদফতরের ‘শেষ তারিখ’ ঘোষণা। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘টিকার কমতি নেই। সবাইকে আশ্বস্ত করতে চাই, আজকের পরও টিকার প্রথম দ্বিতীয় ও বুস্টার ডোজ চলমান থাকবে।’
 
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ও ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সভাপতি অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা গণটিকা কার্যক্রমের সময় আরও দুদিন বাড়ানো নিয়ে গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা কখনও বলিনি, করোনাভাইরাসের প্রথম ডোজ দেওয়া বন্ধ হয়ে গেছে। এ কারণে বিষয়টি নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। আমরা বলেছি, ২৬ তারিখের মধ্যে সবাইকে টিকার আওতায় নিয়ে আসা হবে।’
 
অথচ অধিদফতরেরই আরেক কর্মকর্তা ও ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব একাধিকবার বলেছেন, ২৬ ফেব্রুয়ারিতেই শেষ হচ্ছে টিকার প্রথম ডোজ কার্যক্রম। তিনি এও বলেছেন, কেবল বিশেষ প্রয়োজনে সীমিত পরিসরে প্রথম ডোজ দেওয়া হবে। গত ২৪ ফেব্রুয়ারি ডা. শামসুল হক বলেন,‘যদি প্রয়োজন থাকে, সে ক্ষেত্রে আমরা আলাদা ক্যাম্পেইন করবো। তাছাড়া প্রথম ডোজের রুটিন টিকাদান কর্মসূচি আর চলবে না।’
 
তিনি বলেন, ‘প্রথম ডোজের টিকাকে একটা ধারায় আনতে ২৬ ফেব্রুয়ারি শেষ করা হবে। কিন্তু কেউ যদি বিশেষ কারণে, যদি অসুস্থ থাকেন, তাকে তো দিতে হবে। বিশেষ কারণে প্রথম ডোজ দেবো, নয়তো নয়।’
 
এর আগে ১৬ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক বুলেটিনে ডা. শামসুল হক বলেন, ‘আমরা নির্ধারণ করেছি, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত টিকার প্রথম ডোজের কার্যক্রম চালু রাখবো এবং ২৬ ফেব্রুয়ারি শেষ দিন। সেদিন প্রথম ডোজের জন্য মেগা ক্যাম্পেইন হবে।’
 
তার আগের দিন গত ১৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ ‍খুরশিদ আলম টিকার প্রথম ডোজ দেওয়া শেষ হচ্ছে বলে জানান বিশেষ এক ভিডিওবার্তায়। সেদিন অধ্যাপক ডা. মোহাম্মদ খুরশিদ আলম বলেন, ‘অধিক সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে ২৬ ফেব্রুয়ারি এক কোটি মানুষকে প্রথম ডোজ দেওয়া হবে। এর মাধ্যমে আমাদের প্রথম ডোজ দেওয়ার কাজ সম্পন্ন হবে। পরে দ্বিতীয় ও বুস্টার ডোজ নিয়ে ব্যস্ত থাকবো।’
 
স্বাস্থ্য অধিদফতরের ফেসবুকে পেজেও একাধিকবার বিশেষ ঘোষণা শিরোনামে বলা হয়েছে, ‘আগামী ২৬ ফেব্রুয়ারি সম্পন্ন হবে টিকার প্রথম ডোজ প্রদান কর্মসূচি।’
 
মহামারিকালের দুই বছরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই সমন্বয়হীনতা শুরু থেকেই দেখে আসছি জানিয়ে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)-এর সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশিদ-ই মাহবুব বলেন, ‘মাল্টিপল সেন্টার থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতর কথা বলছে, যেটা অপ্রত্যাশিত।’
 
তিনি আরও বলেন, ‘একদিনে এক কোটি টিকা দেওয়ার সক্ষমতা আমাদের রয়েছে কিনা সেটাও বিবেচ্য বিষয়। সেইসঙ্গে তারা বললেন, ২৬ জানুয়ারিতে শেষ হবে টিকার প্রথম ডোজ। এখন কেন তারা বলছে, এটা কন্টিনিউ করবে। তাহলে আগে কেন ২৬-এ শেষ বলা হলো?’
 
ডা. রশিদ যোগ করেন, ‘এর মানে হলো স্বাস্থ্য বিভাগের কনফিডেন্স ছিল না। জনগণের এই টিকা নেওয়ার প্রত্যাশা রয়েছে। টিকা নিতে পারলে তারা নেবে। যখন দেখা গেলো তারা সবাইকে টিকা দিতে পারলো না এবং আরও টিকা রয়ে গেছে তখন বলা হচ্ছে, টিকা আরও দেওয়া হবে।’
 
‘কিন্তু শনিবার জনগণের যে ভোগান্তিটা হলো এর জন্য দায়ী স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতর। মন্ত্রণালয়ের এখন জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত।’
 
তিনি আরও বলেন, ‘মানুষকে তারা আসতে বলেছেন, মানুষ এসেছেন। কিন্তু সে উৎসবে তারা প্রতারিত হয়েছেন। দে মাস্ট অ্যাপোলোজাইজ।’
 
চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিজ (এফডিএসআর)-এর মহাসচিব ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, এটা ছিল চরম খামখেয়ালিপনা, দায়িত্বহীনতা এবং অযোগ্যতার পরিচায়ক।
দেশকণ্ঠ/রাসু  
 
 
 
 
 
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।