দেশকন্ঠ প্রতিবেদন : ইউক্রেনের আটকে পড়া প্রবাসীদের উদ্ধার করবে ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্যা রেড ক্রস (আইসিআরসি)। প্রবাসীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে উদ্ধার করে সুবিধাজনক বর্ডারে পৌঁছে দেবে। ২৭ ফেব্রুয়ারি পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়। দূতাবাস এক জরুরি বার্তায় বলেছে, ইউক্রেনে অবস্থিত প্রবাসী বাংলাদেশিরা বর্তমান পরিস্থিতিতে যে যেখানে আটকা পড়ে আছেন তাদের সেখানেই অবস্থান করতে বলা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে আইসিআরসি যোগাযোগের মাধ্যমে উদ্ধার করে সুবিধাজনক বর্ডারে পৌঁছে দেবে।
আর একটি জরুরি বার্তায় পোল্যান্ড দূতাবাস জানায়, ইউক্রেন থেকে আগত এবং বর্তমানে পোল্যান্ডে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার জন্য ইতোমধ্যে বাংলাদেশ সরকার ব্যবস্থা নিয়েছে। ইউক্রেন থেকে আগত এবং বর্তমানে পোল্যান্ডে অবস্থানরত সকল বাংলাদেশিদের নাম, পাসপোর্ট নম্বর, মোবাইল নম্বর এবং ঠিকানাসহ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা তৌহিদ ইমাম +49 1577 8676376 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা service.warsaw@mofa.gov.bd ইমেইলে পাঠাতে অনুরোধ করা হয়েছে।
দেশকন্ঠ/অআ