• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
    ৬ আশ্বিন ১৪৩১
    ঢাকা সময়: ১১:৩৭

কাল খেকে শুরু হচ্ছে তারকাবিহীন প্রিমিয়ার লিগ

দেশকন্ঠ প্রতিবেদন : দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে জাতীয় ক্রিকেট দল এখন দক্ষিণ আফ্রিকায়। আগামী ১৮ মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজের খেলা। তার আগে মঙ্গলবার থেকে দেশে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)।আসরের উদ্বোধনী ম্যাচে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ও প্রথম বিভাগ থেকে প্রিমিয়ারে উঠে আসা রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। একইদিন মাঠে নামবে প্রাইম ব্যাক, গাজী গ্রুপ, লেজেন্ডস অব রুপগঞ্জের মতো দলগুলোও।
 
প্রতিবার ১২ দল নিয়ে হলেও, এবারের প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী দলের সংখ্যা ১১টি। লিগ শুরুর আগেই নিজেদের নাম সরিয়ে নিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। ফলে ১১ দল নিয়েই এবারের লিগ চালিয়ে নেওয়া হচ্ছে। জাতীয় দলের ২৩ জন খেলোয়াড় দক্ষিণ আফ্রিকা চলে যাওয়ায় তারকাবিহীনভাবেই শুরু হচ্ছে এবারের প্রিমিয়ার লিগ। আগামী ২৩ এপ্রিল ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরে আসবেন মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদরা।
 
তারা হয়তো প্রথম লিগে বেশ কিছু ম্যাচই খেলতে পারবেন। কিন্তু টেস্ট স্কোয়াডে থাকা ১৭ ক্রিকেটারের সঙ্গে বাড়তি হিসেবে যাওয়া মোহাম্মদ মিঠুন ও রেজাউর রহমান রাজারা ১২ এপ্রিলের আগে ফিরতে পারবেন না দেশে। ফলে তাদের পক্ষে সুপার লিগের আগে কোনো ম্যাচ খেলা প্রায় অসম্ভব। জাতীয় দলের তারকাদের অনুপস্থিতি মিটিয়ে নেওয়ার সুযোগ ছিল বিদেশি নামি খেলোয়াড়দের আনার মাধ্যমে। দুই মৌসুম পর অংশগ্রহণকারী দলগুলোকে একজন করে বিদেশি খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ দিয়েছে আয়োজক সিসিডিএম।
 
কিন্তু বিদেশি খেলোয়াড় সংগ্রহের ক্ষেত্রেও খুব একটা মুনশিয়ানা দেখাতে পারেনি কোনো দল। আবাহনীর হয়ে প্রথম তিন ম্যাচ নাজিবউল্লাহ জাদরান। পরের তিন ম্যাচে যোগ দেবেন হনুমা বিহারি। এছাড়া মোহামেডানে মোহাম্মদ হাফিজ ও শাইনপুকুরে খেলতে দেখা যাবে সিকান্দার রাজাকে। এর বাইরে খেলাঘরে অশোক মেনেরিয়া, গাজী গ্রুপে গুরিন্দর সিং, শেখ জামালে পারভেজ রাসুল, লেজেন্ডস অব রুপগঞ্জে চিরাগ জানি, প্রাইম ব্যাংকে অভিমান্যু ইশ্বর, রূপগঞ্জ টাইগার্সে বাবা অপরাজিত ও সিটি ক্লাবে খেলবেন খালিদ ওসমান। ব্রাদার্সের বিদেশি এখনও চূড়ান্ত হয়নি।
 
ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দুই রাউন্ডের সূচি
 
প্রথম রাউন্ড
 
১৫ মার্চ - আবাহনী লিমিটেড বনাম রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, মিরপুর
১৫ মার্চ - প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম সিটি ক্লাব, বিকেএসপি-৩
১৫ মার্চ - গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম লেজেন্ডস অব রূপগঞ্জ, বিকেএসপি-৪
১৬ মার্চ - শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, বিকেএসপি-৩
১৬ মার্চ - মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাব, মিরপুর
 
দ্বিতীয় রাউন্ড
 
১৮ মার্চ - প্রাইম ব্যাক ক্রিকেট ক্লাব বনাম রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, বিকেএসপি-৪
১৮ মার্চ - গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম সিটি ক্লাব, মিরপুর
১৮ মার্চ - শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম লেজেন্ড অব রূপগঞ্জ, বিকেএসপি-৩
১৯ মার্চ - মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, মিরপুর
১৯ মার্চ - ব্রাদার্স ইউনিয়ন বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাব, বিকেএসপি-৩
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।