দেশকন্ঠ প্রতিবেদন : দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে জাতীয় ক্রিকেট দল এখন দক্ষিণ আফ্রিকায়। আগামী ১৮ মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজের খেলা। তার আগে মঙ্গলবার থেকে দেশে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)।আসরের উদ্বোধনী ম্যাচে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ও প্রথম বিভাগ থেকে প্রিমিয়ারে উঠে আসা রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। একইদিন মাঠে নামবে প্রাইম ব্যাক, গাজী গ্রুপ, লেজেন্ডস অব রুপগঞ্জের মতো দলগুলোও।
প্রতিবার ১২ দল নিয়ে হলেও, এবারের প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী দলের সংখ্যা ১১টি। লিগ শুরুর আগেই নিজেদের নাম সরিয়ে নিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। ফলে ১১ দল নিয়েই এবারের লিগ চালিয়ে নেওয়া হচ্ছে। জাতীয় দলের ২৩ জন খেলোয়াড় দক্ষিণ আফ্রিকা চলে যাওয়ায় তারকাবিহীনভাবেই শুরু হচ্ছে এবারের প্রিমিয়ার লিগ। আগামী ২৩ এপ্রিল ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরে আসবেন মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদরা।
তারা হয়তো প্রথম লিগে বেশ কিছু ম্যাচই খেলতে পারবেন। কিন্তু টেস্ট স্কোয়াডে থাকা ১৭ ক্রিকেটারের সঙ্গে বাড়তি হিসেবে যাওয়া মোহাম্মদ মিঠুন ও রেজাউর রহমান রাজারা ১২ এপ্রিলের আগে ফিরতে পারবেন না দেশে। ফলে তাদের পক্ষে সুপার লিগের আগে কোনো ম্যাচ খেলা প্রায় অসম্ভব। জাতীয় দলের তারকাদের অনুপস্থিতি মিটিয়ে নেওয়ার সুযোগ ছিল বিদেশি নামি খেলোয়াড়দের আনার মাধ্যমে। দুই মৌসুম পর অংশগ্রহণকারী দলগুলোকে একজন করে বিদেশি খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ দিয়েছে আয়োজক সিসিডিএম।
কিন্তু বিদেশি খেলোয়াড় সংগ্রহের ক্ষেত্রেও খুব একটা মুনশিয়ানা দেখাতে পারেনি কোনো দল। আবাহনীর হয়ে প্রথম তিন ম্যাচ নাজিবউল্লাহ জাদরান। পরের তিন ম্যাচে যোগ দেবেন হনুমা বিহারি। এছাড়া মোহামেডানে মোহাম্মদ হাফিজ ও শাইনপুকুরে খেলতে দেখা যাবে সিকান্দার রাজাকে। এর বাইরে খেলাঘরে অশোক মেনেরিয়া, গাজী গ্রুপে গুরিন্দর সিং, শেখ জামালে পারভেজ রাসুল, লেজেন্ডস অব রুপগঞ্জে চিরাগ জানি, প্রাইম ব্যাংকে অভিমান্যু ইশ্বর, রূপগঞ্জ টাইগার্সে বাবা অপরাজিত ও সিটি ক্লাবে খেলবেন খালিদ ওসমান। ব্রাদার্সের বিদেশি এখনও চূড়ান্ত হয়নি।
ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দুই রাউন্ডের সূচি
প্রথম রাউন্ড
১৫ মার্চ - আবাহনী লিমিটেড বনাম রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, মিরপুর
১৫ মার্চ - প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম সিটি ক্লাব, বিকেএসপি-৩
১৫ মার্চ - গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম লেজেন্ডস অব রূপগঞ্জ, বিকেএসপি-৪
১৬ মার্চ - শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, বিকেএসপি-৩
১৬ মার্চ - মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাব, মিরপুর
দ্বিতীয় রাউন্ড
১৮ মার্চ - প্রাইম ব্যাক ক্রিকেট ক্লাব বনাম রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, বিকেএসপি-৪
১৮ মার্চ - গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম সিটি ক্লাব, মিরপুর
১৮ মার্চ - শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম লেজেন্ড অব রূপগঞ্জ, বিকেএসপি-৩
১৯ মার্চ - মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, মিরপুর
১৯ মার্চ - ব্রাদার্স ইউনিয়ন বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাব, বিকেএসপি-৩
দেশকন্ঠ/অআ