দেশকন্ঠ প্রতিবেদন : ওয়ালটন স্বাধীনতা ও জাতীয় দিবস ভলিবল প্রতিযোগিতা-২০২২’ এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। রানার্স-আপ হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। আর তৃতীয় হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ১৪ মার্চ বিকেলে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নৌবাহিনী ২৫-১৬, ২৫-১৬, ২৫-১৬ পয়েন্টে (৩-০ সেটে) বাংলাদেশ বিমান বাহিনীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। রানার্স-আপ হয় বাংলাদেশ বিমান বাহিনী। তার আগে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ২৫-২৩, ১৬-২৫, ২৫-১৯, ২৫-২৩ পয়েন্টে (৩-১ সেটে) তিতাস ক্লাবকে পরাজিত করে তৃতীয় হয়। প্রতিযোগিতার সেরা এ্যাটাকার হন নৌবাহিনীর সজিবুর রহমান। সেরা সেটার হন নৌবাহিনীর মো. আল-আমিন। আর সেরা লিবারু হন সেনাবাহিনীর আব্দুল হাকিম। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন নৌবাহিনীকে ট্রফি, মেডেল ও ৪০ হাজার টাকা, রানার্স-আপ বিমান বাহিনীকে ট্রফি, মেডেল ও ৩০ হাজার টাকা এবং তৃতীয় হওয়া দলকে ট্রফি, মেডেল ও ২০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়। এ ছাড়া সেরা এ্যাটাকার, সেরা সেটার, সেরা লিবারুকেও পুরস্কৃত করা হয়।
ফাইনাল শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান, ইউনুছ গ্রুপের ব্যবস্থাপক ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের জ্যেষ্ঠ সহ-সভাপতি মোহম্মদ ইউনুছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) ও নিপা গ্রুপের চেয়ারম্যান ও ফেডারেশনের সহ-সভাপতি খসরু চৌধুরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি তাবিউর রহমান পালোয়ান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, যুগ্ম সম্পাদক-১ ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক এ্যাডঃ ফজলে রাব্বি বাবুলসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ। এবারের এই প্রতিযোগিতায় ৮টি দল অংশ নেয়। দলগুলো হলো- বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বিদুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), বাংলাদেশ জেল, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, তিতাস ক্লাব ও বাংলাদেশ আনসার।
দেশকন্ঠ/অআ