দেশকন্ঠ প্রতিবেদন : আজ সোমবার বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমরা সকল জেলাকে আমন্ত্রণ জানিয়েছিলাম। করোনা ও আরো সীমাবদ্ধতার জন্য অনেক জেলা অংশগ্রহণ করতে পারছে না।’ সরকারের করোনার বিধি নিষেধ উঠে গেছে। এরপরও অনেক জেলা করোনার অজুহাত দেখিয়ে আসছে না এই টুর্নামেন্টে। নারী ফুটবলার তৈরির অন্যতম পাইপলাইন জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল টুর্নামেন্ট। বাফুফে প্রতিবারই এই টুর্নামেন্ট আয়োজন করলেও ২০-২৫ জেলা এতে অংশ নেয় না। মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৪০ জেলা। গত আসরে নিয়েছিল ৪২ দল। দুই দল কম নিয়ে হচ্ছে এবারের আসর।
এবার বাফুফেকেও সীমিত সুযোগের মধ্যে টুর্নামেন্ট আয়োজন করতে হচ্ছে, ‘ওয়ালটন প্রতি বার এই টুর্নামেন্টের সঙ্গে থাকে। তাদের অন্য ফেডারেশনে এই মুহূর্তে ব্যস্ততা থাকায় এবার থাকতে পারেনি। আবার জাপান ফুটবল এসোসিয়েশনেরও একটা ডেডলাইন রয়েছে। ফলে জেএফএ’র অর্থ দিয়েই টুর্নামেন্ট চালাতে হচ্ছে।’ মাদারীপুর,কুস্টিয়া, দিনাজপুর, রাজশাহী, শেরপুর, কক্সবাজার, সাতক্ষীরা এই সাত জেলায় প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হবে। প্রাথমিক পর্বের সাত চ্যাম্পিয়ন ও সেরা রানার্স আপ চূড়ান্ত পর্বে খেলবে। বিগত আসরগুলোর চূড়ান্ত পর্ব ঢাকায় হলেও এই বার মাঠ স্বল্পতার জন্য চূড়ান্ত পর্ব রাজশাহীতে অনুষ্ঠিত হবে। ২৫ মার্চ টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব শুরু হবে।
প্রাথমিক পর্ব নক আউট হওয়ায় অনেক মেধাবী ফুটবলার এক ম্যাচ খেলেই বিদায় নেবে। এই প্রসঙ্গে বাফুফের মহিলা উইংয়ের চেয়ারম্যানের মন্তব্য, ‘আমরা চূড়ান্ত পর্ব কিন্তু গ্রুপ ভিত্তিক করি। প্রাথমিক পর্বও গ্রুপ ভিত্তিক হলে ভালো কিন্তু এতে বেশি দিন লাগবে ও খরচও বাড়বে। ফলে আমরা নক আউট করি। এখান থেকে ভালো ফুটবলাররা সরাসরি একেবারে জাতীয় ক্যাম্পে সুযোগ পায় না। প্রাথমিক বাছাইয়ের পর আবার কিছু দিন ক্যাম্প করে চূড়ান্ত বাছাই করে জাতীয় দলে সুযোগ দেয়া হয়।’ বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাফুফে নির্বাহী সদস্য আমের খান, নুরুল ইসলাম নুরু, টিপু সুলতান সহ মহিলা উইংয়ের আরো অনেকে।
দেশকন্ঠ/অআ