দেশকন্ঠ প্রতিবেদন : প্রাইম দোলেশ্বরের কোচ মিজানুর রহমান বাবুল এবং তার প্রিয় শিষ্যদের ওই দল থেকে ছুটিয়ে এনে বিসিবির চাকুরে কোচ গাজী গ্রুপের দ্বিতীয় দল রূপগঞ্জ টাইগার্সকে দেখিয়েছেন শিরোপার স্বপ্ন। প্রাইম দোলেশ্বরের মীরজাফর খ্যাত এই কোচের হাত ধরেই প্রিমিয়ার ডিভিশনের নবাগত রূপগঞ্জ টাইগার্সের স্বপ্নযাত্রা শুরু হয়েছে এবার। তারকাহীন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে উদ্বোধনী দিনে শের-ই-বাংলা স্টেডিয়ামে সেঞ্চুরি দুই ওপেনার ছিড়িয়েছেন দ্যুতি। আবাহনীর নাইম শেখ-এর সেঞ্চুরির (১১৫) জবাবে প্রিমিয়ার ডিভিশনের নবাগত রূপগঞ্জ টাইগার্সের ওপেনার জাকির করেছেন সেঞ্চুরি (১১৭)। জাকিরের সেঞ্চুরিতে ম্লান হয়েছে নাইমের সেঞ্চুরি, আবাহনীর ছুঁড়ে দেয়া ২৫৬ চেজ করে আপসেট দিয়ে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। কামরুল ইসলাম রাব্বীকে এক্সট্রা কভার দিয়ে বাউন্ডারি শটে ৪২ বল হাতে রেখে আবাহনীকে ৭ উইকেটে হারিয়ে অঘটন ঘটিয়েছে রূপগঞ্জ টাইগার্স। স্পোর্টিং উইকেটে আবাহনীর ২৫৫/৯ স্কোরের জবাব দিতে মোটেও বেগ পেতে হয়নি রূপগঞ্জ টাইগার্সকে। ইনিংসের তৃতীয় বলে বাউন্ডারি দিয়ে শরু। ব্যাটিং পাওয়ার প্লে-তে উইকেটহীন ৫০, ওপেনিং জুটির ১৬১ রান সহজ জয়ের পথ সুগম করেছে। ভাগ্যটা সুপ্রসন্ন হলে সেঞ্চুরি পেতেন মিজানুরও। ৫০ বলে ৭ চার, ১ ছক্কায় হাফ সেঞ্চুরি উদযাপনের পর যেভাবে খেলেছেন, তাতে সেঞ্চুরিটা ছিল মিজানুরের প্রাপ্য।
তবে ২৬তম ওভারে কামরুল ইসলাম রাব্বীকে স্কুপ করতে যেয়ে নার্ভাস নাইনটিজে কাঁটা পড়েছেন মিজানুর। ৭ রানের জন্য হাতছাড়া করেছেন মিজানুর সেঞ্চুরি (৮২ বলে ১২ চার, ৩ ছক্কায় ৯৩)। মিজানুরের কষ্টটা ভুলিয়ে দিয়েছেন জাকির। মোসাদ্দেককে লং অন দিয়ে বাউন্ডারি শটে ১০৭ বলে সেঞ্চুরি পূর্ণ করে ম্যাচ ফিনিশ করতে পারেননি। ৪০তম ওভারের দ্বিতীয় বলে কামরুল ইসলাম রাব্বীকে মিড উইকেট দিয়ে ছক্কা মেরে পরের বলে বোল্ড আউটে থেমেছেন জাকির (১১৬ বলে ১৫ চার, ২ ছক্কায় ১১৭)। টসে হেরে ব্যাটিংয়ে নেমে আবাহনী শুরুতে পড়েছে বিপর্যয়ে। এক পর্যায়ে স্কোরশিটে ৪৮ উঠতে ৪ উইকেট হারিয়ে দিশেহারা আবাহনী ২৫৫/৯ পর্যন্ত স্কোর টেনে নিতে পেরেছে নাইম শেখ-এর সেঞ্চুরিতে (১১৫)। ডিপিএলে ২০১৮-১৯ মৌসুমে লিজেন্ডস অব রূপগঞ্জের ওপেনার তিনটি সেঞ্চুরিতে ( প্রাইম ব্যাংকের বিপক্ষে ১৩৬,আবাহনীর বিপক্ষে ১২৩* এবং শাইনপুকুরের বিপক্ষে ১২২) চিনিয়েছিলেন জাত। বিপিএল এবং আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে অফ ফর্ম কাটিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে চেনা নাইম শেখ হাজির। লিগের উদ্বোধনী দিনেই সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে।
শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশনের নবাগত রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে নাইম শেখ-এর ব্যাটটা চওড়া হয়েছে। প্রথম স্কোরিং শটটা তার বাউন্ডারি দিয়ে। ইনিংসের তৃতীয় ওভারে শফিকুলকে এক্সট্রা কভারে বাউন্ডারি দিয়ে শুরু। এই শফিকুলকে এক ওভারে টানা তিনটি বাউন্ডারি মেরে দিয়েছেন বড় ইনিংসের বার্তা। শরীফুল্লাকে ব্যাকওয়ার্ড পয়েন্টে বাউন্ডারি শটে ৯৫ থেকে ৯৯-এ পৌছে গেছেন। পরের বলে সিঙ্গল নিয়ে লিস্ট 'এ' ক্যারিয়ারে পঞ্চম এবং চলমান ডিপিএলের প্রথম সেঞ্চুরি উদযাপন করেছেন নাইম শেখ। ডিপিএলের ২০১৯-২০ মৌসুমে উদ্বোধনী ম্যাচে আবাহনীর হয়ে পারটেক্সের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম। তবে করোনা ভাইরাসের কারণে এক রাউন্ড শেষে লিগ স্থগিত হয়েছে। ফরমেট পরিবর্তন করে পরবর্তীতে লিগটি ৫০ ওভারের পরিবর্তে হয়েছে টি-২০ ফরমেটে। নাইম শেখ উদ্বোধনী ম্যাচে ১১২ বলে সেঞ্চুরি উদযাপনের ইনিংসটি টেনে নিয়েছেন ১১৫ পর্যন্ত। পেস বোলার ফরহাদ রেজার বলে লং অফে ক্যাচ দিয়ে থেমেছেন নাইম শেখ। ১৩২ বলের ইনিংসে মেরেছেন ১০টি চার, ২টি ছক্কা। তার এই ইনিংসের পাশে মোসাদ্দেক সৈকতের ৩৭ (৫৮ বলে) এই জুটির ৭৭ রান এবং সাইফউদ্দিনের ব্যাটিংয়ে (৪৩ বলে ৪০) ভর করে উদ্বোধনী ম্যাচে আবাহনী স্কোর টেনে নিয়েছে ২৫৫/৯। বোলারদের বধ্য ভুমিতে রূপগঞ্জ টাইগার্সের পেসার মুগ্ধ পেয়েছেন তিন উইকেট (৩/৫০)।
দেশকন্ঠ/অআ