দেশকণ্ঠ ক্রীড়া : আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে থাইল্যান্ডের ফুকেটে এশিয়া কাপ–ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারির স্টেজ ওয়ানে দুবার ভারতকে হারিয়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের আর্চাররা। কিন্তু ১৯ মার্চ রাতে ভারতের বিপক্ষে সেই ধারা ধরে পারল না বাংলাদেশ। ফুটবলে হেরেছেন বাংলাদেশের মেয়েরা। জামশেদপুরে টাটা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভারতের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশ ও ভারত—দুই দলই টুর্নামেন্টে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে দুই দলই হারিয়েছিল নেপালকে। নেপালকে ৪-২ গোলে হারিয়েছিল বাংলাদেশকে, ভারত তাদের ভাসিয়েছিল ৭-০ গোলে।
ঘরের মাঠে উপভোগ্য ফুটবল উপহার দিয়েছেন ভারতের তরুণীরা। বাংলাদেশের গোলকিপার রুপনা চাকমা বেশ কয়েকটি ভালো সেভ দিয়েছেন। পোস্ট ছেড়ে বের হয়ে এসে ভারতের অনেক আক্রমণও নষ্ট করেছেন তিনি। ৪৩ মিনিটে অনিতা কুমারীর শট ঠেকানোটা অনবদ্য ছিল। বল রুপনার হাতে লেগে ক্রসবারে লাগে। দ্বিতীয়ার্ধের শুরুতেও ভালো একটি সেভ দিয়েছেন তিনি। কিন্তু যে গোল খেয়েছে বাংলাদেশ, তাতে দায় এড়াতে পারেন না রুপনা। তাঁর হাত ফসকে বের হয়ে যাওয়া বল থেকেই গোল পেয়েছে ভারত।
৬৩ মিনিটে গোলটি করেছেন নিতু লিন্ডা। গোলটি ভারতের দুর্দান্ত দলীয় রসায়নের ফল। ওভারল্যাপ করে ক্রস করেছিলেন রাইটব্যাক রিতু দেবী। পোস্ট ছেড়ে বের হয়ে এসে বল গ্রিপে নিতে গেলে রুপনার হাত ফসকে বের হয়ে যায়। ফিরতি বলে টোকা দিয়ে গোল করেন নিতু। ৭২ মিনিটে সমতায় ফিরতে পারত বাংলাদেশ। স্বপ্নার ফ্রি–কিক ক্রসবারে লেগে ফিরে আসে। ম্যাচের শেষের দিকে ভারতেরও একটি শট সাইড পোস্টে লেগেছে।
দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত, ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে বাংলাদেশ। তিন দলের টুর্নামেন্টটি ডাবল লিগ পদ্ধতির। প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলটি হবে চ্যাম্পিয়ন।
দেশকণ্ঠ/আসো