• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ০০:৫০

ব্যাটিং স্বর্গে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস আউট ইয়াসির-মুশফিক

দেশকন্ঠ প্রতিবেদন : রাবাদার বলে শূন্য রানের জীবন পাওয়া ইয়াসির ফিরলেন তার বলেই। ১৪ বলে ২ রান করেন তিনি। এর পরের ওভারে ওয়েন পার্নেলের করা চতুর্থ বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন মুশফিক। তার ব্যাট থেকে আসে ৩১ বলে ১২ রান। ৩৪ রানে বাংলাদেশ ৫ উইকেট হারালো। ওয়ান্ডারার্সের ব্যাটিং স্বর্গে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নেমেছে। 
 
মাঠে এসেই জীবন পেলেন ইয়াসির 
 
লিটনের আউট পর ক্রিজে এসে জীবন পেয়েছেন ইয়াসির রাব্বি। রাবাদার আউট সাইড অফের বল ডিফেন্স করতে চেয়েছিলেন। কিন্তু বল ব্যাটের কানায় লেগে যায় প্রথম স্লিপে। কিন্তু বল তালুবন্দি করতে পারেননি ফিল্ডার। শূন্য রানের জীবন পান ইয়াসির। 
 
এবার আউট লিটন, শুরুতেই চাপে বাংলাদেশ  
 
কাগিসো রাবাদার করা ইনিংসের অষ্টম ওভারের প্রথম বল। আগের ওভারেই এনগিডিকে পুল করে দারুণ চার মারা লিটন ক্যাচ দিলেন উইকেটের পেছনে। ২১ বলে ৩ চারে ১৫ রান করেন তিনি। রাবাদার শর্ট বলে আপার কাট করতে চেয়েছিলেন লিটন, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। বল ব্যাটে লেগে চলে যায় ডি ককের হাতে। আগের ম্যাচে ফিফটি করেছিলেন, এই ম্যাচে আভাস দিয়েও পারেননি। শুরুতেই ৩ উইকেট পড়ে যাওয়ায় চাপে বাংলাদেশ। 
 
তামিমের পর সাকিব ফিরলেন শূন্য রানে
 
তামিমকে হারানোর ধাক্কা সামলে ওঠার আগেই সাকিব আল হাসানকে হারালো বাংলাদেশ। কাগিসো রাবাদার করা ইনিংসের চতুর্থ ওভারে সাকিব ফেরেন শূন্য রানে। রাবাদার এক্সট্রা বাউন্স বলে ফ্লিক করতে চেয়েছিলেন সাকিব, কিন্তু টাইমিং মেলেনি। কাভারে বল তালুবন্দি করেন ভেরেইনা। ৬ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি। আগের ম্যাচে সাকিব খেলেছিলেন ৭৭ রানের এক ঝকঝকে ইনিংস। তার ব্যাটে ভর করে বাংলাদেশ বড় লক্ষ্য দিতে পারে। তামিমের পর শুরুতেই সাকিব ফেরায় চাপে বাংলাদেশ। এখন হাল ধরার চেষ্টা করছেন লিটন-মুশফিক। 
 
শুরুতেই তামিমকে হারালো বাংলাদেশ  
 
ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে আউট হন তামিম ইকবাল। তার ব্যাট থেকে আসে মাত্র ১ রান। লুঙ্গি এনগিডির বলে তামিম এগিয়ে এসে শট খেলতে চেয়েছিলেন, ঠিক মতো সংযোগ হয়নি। ব্যাকওয়ার্ড পয়েন্টে দৌড়ে গিয়ে ক্যাচ ধরেন কেশব মহারাজ। আগের ম্যাচে তামিম-লিটন ৯৫ রানের জুটি গড়ে ইনিংসের ভিত গড়ে দিয়েছিলেন। আজ শুরুতেই তামিম ফেরায় সেটা সম্ভব হয়নি। 
 
ব্যাটিংয়ে বাংলাদেশ 
 
ওয়ান্ডারার্সে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।বাংলাদেশ সময় রোববার (২০ মার্চ) দুপুর ২টায় শুরু হয় খেলা। প্রথম ম্যাচ ডে-নাইট হলেও এটি  ‘ডে ম্যাচ।’
 
‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে তামিম-বাভুমাদের সংহতি
 
দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে সংহতি জানালো বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা।  দুই দলের ক্রিকেটার  ও ম্যাচ অফিসিয়ালরা হাঁটু গেড়ে বসে ও এক হাত তুলে একাত্মতা জানান বর্ণবাদ বিরোধী এই আন্দোলনের সঙ্গে।
 
বাংলাদেশ একাদশ:
 
বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন নেই। অপরিবর্তিত একাদশ নিয়েই নেমেছে সফরকারীরা। তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলী, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
 
আফ্রিকার একাদশে তিন পরিবর্তন 
 
তিন পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে দক্ষিণ আফ্রিকা। একাদশে এসেছেন কুইন্টন ডি কক, ওয়েন পার্নেল ও তাবরাইজ শামসি। বাদ পড়েছেন আন্দিলে ফেলুকওয়ায়ো, মার্কো জানসেন। টেম্বা বাভুমা, ইয়ানেমান মালান, কুইন্টন ডি কক, ওয়েন পার্নেল, তাবরাইজ শামসি ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, , ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, রাসি ফন ডার ডুসেন ও কাইল ভেরেইনা।
 
পিঙ্ক ওয়ানডে
 
স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য  ‘পিঙ্ক ওয়ানডে’ খেলে দক্ষিণ আফ্রিকা। অর্থ্যাৎ প্রোটিয়ারা নামা গোলাপি জার্সি গায়ে দিয়ে। এবার তারা নামছে বাংলাদেশের বিপক্ষে। এই প্রথ বাংলাদেশ পিঙ্ক ওয়ানডে খেলছে। 
 
লক্ষ্য এখন সিরিজ জয়
 
সেঞ্চুরিয়নে জয়ের মহাকাব্য লেখার পর এবার ওয়ান্ডারার্সে তামিম ইকবালের দল নামবে সিরিজ জয়ের লক্ষ্যে। প্রথম ম্যাচ জয়ের পর গতকাল শনিবার বাংলাদেশ দল বিশ্রামে কাটিয়েছে। ব্যাট-বল নিয়ে টুং-টাং না করে তামিম-সাকিবরা নিজেদের মতো করে সময় কাটিয়েছেন। মেহেদি হাসান মিরাজের কণ্ঠে ভাসছে আত্মবিশ্বাস। জানিয়েছেন দেশের বাইরে সিরিজ জিততে চায় বাংলাদেশ। হ্যাঁ, দেখেন স্বপ্ন যদি বড় না থাকে তাহলে তো আগানো যায় না। আমাদের স্বপ্ন অনেক বড়। আমরা ভালো কিছু করতে চাই। দেশে যেমন সিরিজ জিতি বাইরেও আমরা সিরিজ জিততে চাই।’
 
তামিমের জন্মদিনে জয় উপহার দিতে পারবেন সতীর্থরা
 
৩৩ পেরিয়ে ৩৪ এ পা রাখলেন তামিম। দেশসেরা বাঁহাতি ওপেনারের জন্মদিনে বাংলাদেশ মাঠে নামছে জোহানেসবার্গের ওয়ান্ডার্সে। দুদিন আগে ল্যান্ডমার্ক অর্জনের পর বার্থডে বয়কে সেরা উপহার কি দিতে পারবেন সাকিব-মুশফিকরা! আজ যে দক্ষিণ আফ্রিকার মাটিতে যে কোনো ফরম্যাটে প্রথম সিরিজ জয়ের হাতছানি। তার জন্মদিনে জয় উপহার দিতে পারবেন সতীর্থরা?
 
ছাড় দেবে না দক্ষিণ আফ্রিকা
 
নিজেদের মাটিতে হেরে দক্ষিণ আফ্রিকা এখন আহত বাঘ। তারা হামলে পড়বে বাংলাদেশের ওপর; এটা এক প্রকার নিশ্চিত। আইসিসি বিশ্বকাপ সুপার লিগে বাংলাদেশের অবস্থান শীর্ষে। আর দক্ষিণ আফ্রিকার তলানিতে। বাংলাদেশের বিপক্ষে যে কোনোভাবে জয় তুলে নিজেদের অবস্থান শক্ত করতে মরিয়া স্বাগতিক দল। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচও হারলে বিশ্বকাপে সরাসরি যাওয়া নিয়ে সংশয়ে পড়তে হতে পারে প্রোটিয়াদের।
অধিনায়ক বাভুমা বলেন, ‘রোববার আমাদের ম্যাচ জেতা ছাড়া কোনো উপায় নেই। আমাদের সব বিভাগকে ভালো পারফরম্যান্স করতে হবে। আমি যে সব পয়েন্ট অর্জন করেছি তা দেখেছি। আমাদের ওই খেলাটাই খেলতে হবে যেটা আমরা জানি এবং আমরা পারি।’
 
ব্যাটিং স্বর্গ ওয়ান্ডারার্স
 
ওয়ান্ডারার্স দক্ষিণ আফ্রিকার পয়া ভেন্যু। চেনা পরিবেশ, চেনা কন্ডিশন। সবকিছুই তাদের পক্ষে। এখন পর্যন্ত এই মাঠে ৫০টি ওয়ানডে হয়েছে। তার মধ্যে ৩৭টি খেলে ২৭টিতে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ১৩ ম্যাচে জয় নিরপেক্ষ দেশের। ব্যাটিং স্বর্গ হিসেবে পরিচিত এটি। দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার মধ্যকার ৪৩৮ রানের সেই বিখ্যাত ম্যাচ এখানেই হয়েছে। ওভার প্রতি গড় রান এখানে ৫.২০ করে। মাঠের পরিসংখ্যান বলে দিচ্ছে এই মাঠে জয় পেতে হলে বাংলাদেশের ব্যাটসম্যানদের আবার জ্বলে উঠতে হবে। তার সঙ্গে থামাতে হবে ডেভিড মিলার কিংবা ভ্যান ডার ডুসেনদের। তারা জ্বলে ওঠার আগেই নিভিয়ে দিতে হবে। না হয় রান বন্যায় ভাসতে হবে।
 
বাংলাদেশ: ৩৫/৫ (১৩ ওভার)
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।