দেশকন্ঠ প্রতিবেদন : মধ্যবর্তী দলবদল শেষে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে রোববার। প্রথম পর্বের দুর্বল জয়গা দূর করে অনেক ক্লাব দ্বিতীয় পর্বে নামছে শক্তি বাড়িয়ে। কোনো ক্লাব বিদেশি পরিবর্তন করেছে, কোনো কোনো ক্লাব অপ্রয়োজনীয় স্থানীয় খেলোয়াড় ছেড়ে দিয়ে নতুন করে খেলোয়াড় নিয়েছে। মধ্যবর্তী দলবদল শেষ হয়েছে বৃহস্পতিবার। দুই দিন বিরতি দিয়ে লিগ শুরু হচ্ছে। দুই রাউন্ড খেলার পর ঈদ বিরতিতে যাবে লিগ। আছে এএফসি কাপের বিরতি ও জাতীয় দলের এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বড় একটা বিরতি আছে লিগের দ্বিতীয় পর্বের মাঝখানে।
লিগের প্রথম পর্বেই অনেকটা পরিষ্কার হয়েছে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে লড়াইয়ে থাকবে কারা। ১১ ম্যাচ শেষে এককভাবে টেবিলের শীর্ষে আছে বসুন্ধরা কিংস। তাদের পয়েন্ট ২৬। দ্বিতীয় অবস্থানে থাকা আবাহনীর পয়েন্ট ২২। শেখ জামালের ২১। বোঝাই যাচ্ছে, হ্যাটট্রিক শিরোপা জয়ের পথে কিংস ভালো একটা অবস্থানে আছে। বসুন্ধরা কিংসের সামনে যেমন হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি, তেমন আবাহনীর সামনে হাতছানি ট্রেবল জয়ের। স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপ জয়ী আবাহনী মৌসুমের শেষ ট্রফিটি জিততে পারলে দারুণ একটা মৌসুম যাবে তাদের। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আছে চট্টগ্রাম আবাহনীও। ১১ ম্যাচে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। তবে ১৭ পয়েন্ট নিয়ে পাঁচে মোহামেডানের শিরোপা লড়াইয়ে ওঠাটা কঠিন চ্যালেঞ্জের। এখনও শিরোপা জিততে না পারা সাদা-কালো সমর্থকরা সেটা আশাও করে না। বড় বজেটের দলগুলোর মধ্যে প্রথম পর্বে বাজে ফলাফল করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ব্লুজরা ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ৮ নম্বরে। সবার নিচে আছে নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘ। ১১ নম্বরে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং তাদের ওপরে উত্তর বারিধারা ক্লাব।
দেশকন্ঠ/অআ