দেশকন্ঠ প্রতিবেদন : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের রেলস্টেশন সংলগ্ন ব্যাংক রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। চৌমুহনী ফায়ার স্টেশনের ডিউটি ম্যান আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমাদের কাছে খবর আসার পর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তাৎক্ষণিক সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাস্থলে পানি সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। আগুনে চৌমুহনী ইসলাম মার্কেট, হাজী বই মার্কেট, স্টেশন রোডের পূর্বপাশসহ ডিবি রোডের অধিকাংশ দোকানপাট পুড়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ৮টায় আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
দেশকন্ঠ/অআ