- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকণ্ঠ প্রতিদবেদন : শ্রীলঙ্কা প্রথম ইনিংসে খেলেছে ৬৭৫ মিনিট, বাংলাদেশ সেখানে ৭৯৩ মিনিট (১৩ ঘন্টা, ১৩ মিনিট) করেছে প্রথম ইনিংসে ব্যাটিং। দুই দল মিলে প্রথম ইনিংস কাটিয়ে দিয়েছে ২৪ ঘন্টা ৪৬ মিনিট ৬৬ সেকেন্ড। এমন একটা ম্যাচের গন্তব্য ড্র' বলেই ধরে নিবেন ক্রিকেট পণ্ডিতরাও। তবে বাঁ হাতি স্পিনার তাইজুলের বোলিংয়ে (১৫-৩-৩৮-৩) সাগরিকায় এই টেস্টই ৫ম দিনে নাটকীয় কিছুর আভাস দিচ্ছে।প্রথম ইনিংসে ৬৮ রানের লিডটাই সুবিধাজনক অবস্থানে রেখেছে বাংলাদেশকে। ৫ম দিনের প্রথম সেশন শেষে শ্রীলঙ্কার স্কোর ১২৮/৪। ৬০ রানের লিড পেয়েছে সফরকারী দল। ব্যাটিংয়ে আছেন অধিনায়ক দিমুথ করুণারত্নে ৪৩ এবং ধনঞ্জয়া ১২ রানে।
পথরেখা : আমাদের কথা