দেশকন্ঠ প্রতিবেদন : গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালস আইপিএলের ফাইনালে মুখোমুখি হচ্ছে। দারুণ কিছু পারফর্মার নিয়ে শিরোপার লড়াইয়ে নামছে দুই দল। থাকছে কয়েকজনের ব্যক্তিগত লড়াইও। গুজরাট ও রাজস্থানের এই ম্যাচে এমন পাঁচ দ্বৈরথ ম্যাচ জমিয়ে তুলতে পারে। ৮২৪ রান নিয়ে এই মৌসুমের শীর্ষ ব্যাটসম্যান জস বাটলার। রাজস্থান রয়্যালসের সফল এই যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। গুজরাটের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে ৮৯ রান করেন ইংলিশ ব্যাটসম্যান। হার্দিক পান্ডিয়ার দল যদি শিরোপা জিততে চায়, তাহলে বাটলারকে থামানো হতে পারে গুরুত্বপূর্ণ। রাজস্থানের ব্যাটসম্যানকে আগেভাগে আউট করতে হলে অভিজ্ঞ শামিকে ব্যবহার করতে পারে গুজরাট। ১৯ উইকেট নিয়ে দলটির সেরা বোলার এই ভারতীয় পেসার। নতুন বল হাতে বেশ বিপজ্জনক। শিরোপা নির্ধারণী ম্যাচে এই দুজনের লড়াই কেমন হয় সেটা দেখার বিষয়। গুজরাটের টপ অর্ডারে দারুণ অবদান রাখছেন শুভমান গিল। শক্তিশালী শুরুতে তার ওপর ভরসা করা যায়। তবে তাকে থামাতে ট্রেন্ট বোল্ট কার্যকরী হতে পারেন, যাকে পাওয়ার প্লেতে ব্যবহার করে অভ্যস্ত রাজস্থান।
বড় কোনো ইনিংস খেলতে না পারলেও ৪৪৪ রান করে এই আইপিএলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সাঞ্জু স্যামসন। বিশেষ করে মাঝের ওভারে ভালো রান করছেন তিনি। তাকে থামাতে রশিদ খান হতে পারেন গুজরাটের বড় অস্ত্র। মাঝের ওভারগুলোতে এই আফগান লেগি প্রতিপক্ষকে বড় অসুবিধায় রাখছেন। রাজস্থান অধিনায়ককেও চাপে রাখতে পারেন তিনি। ২৬ উইকেট নিয়ে এই মৌসুমে যৌথভাবে শীর্ষ উইকেটশিকারি যুজবেন্দ্র চাহাল। অন্যদিকে মিডল অর্ডারে হার্দিক পান্ডিয়া তার দলের ভরসা। প্রতিপক্ষ অধিনায়ককে সমস্যায় ফেলতে রাজস্থান তাদের এই লেগস্পিনারকে ব্যবহার করতে পারে। দ্বিতীয় কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ডেথে চমৎকার বোলিং করেছেন। গুজরাটের বিপক্ষেও বিশেষ করে ডেভিড মিলারের বিরুদ্ধে একই ফর্মে তিনি থাকবেন, আশা রাজস্থানের। এবারের আইপিএলে নিজের ব্যক্তিগত সেরা পারফর্ম করছেন মিলার এবং ডেথে গুজরাটের ম্যাচ উইনারের ভূমিকায় প্রায়শই দেখা যাচ্ছে তাকে। দুই দলের গত ম্যাচে প্রসিধ কৃষ্ণার শেষ ওভারে টানা তিন ছক্কা মেরে দলকে জেতানো দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানকে থামাতে বাঁহাতি সিমার ম্যাকয় ভালো কিছু করতে পারেন।
দেশকন্ঠ/অআ