দেশকন্ঠ প্রতিবেদন : ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালিন ক্রীড়া উৎসব-২০২২’। জুনের প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া এবারের ক্রীড়া উৎসবে পুরুষ ও নারী এই দুই বিভাগের পাশাপাশি সদস্য সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন রাখা হয়েছে। ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ বরাবরের মতো এবারও তারা আমাদের পাশে আছে।’ এ বিষয়ে ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা বলেন, ‘ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় জুনের প্রথম সপ্তাহে এই ক্রীড়া উৎসব শুরু হবে। এবারের ক্রীড়া উৎসবে পুরুষ ও নারী এই দুই বিভাগের পাশাপাশি সদস্য সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন রাখা হয়েছে।’
তিনি আরও জানান, এবারের আসরে পুরুষ সদস্যদের ইভেন্টগুলোর মধ্যে রয়েছে- দাবা, ক্যারম (একক ও দ্বৈত), অকশন ব্রিজ, কল ব্রিজ (একক), অ্যাথলেটিক্স (৪০০ ও ২০০ মিটার), টেবিল টেনিস (একক ও দ্বৈত), ব্যাডমিন্টন (একক), সাঁতার, আর্চারি ও শ্যুটিং। নারী সদস্যদের ইভেন্টগুলোর মধ্যে রয়েছে- অ্যাথলেটিক্স, ক্যারম (একক ও দ্বৈত), লুডু, ব্যাডমিন্টন (একক), শ্যুটিং ও সাঁতার। সদস্য সন্তানদের ইভেন্ট দুটি- ১০০ ও ২০০ মিটার দৌড়। আর সদস্য স্ত্রীদের ইভেন্ট একটি- মার্বেল দৌড়।’
গ্রীষ্মকালিন ক্রীড়া উৎসবে পৃষ্ঠপোষকতা করার বিষয়ে বিষয়ে ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটির সঙ্গে ওয়ালটন পরিবার সব সময়ই রয়েছে। সেই ধারাবাহিকতায় এবারও আমরা গ্রীষ্মকালিন ক্রীড়া উৎসবের সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি অন্যান্যবারের মতো এবারও অত্যন্ত জাকজমকপূর্ণ ও সাফল্যের সঙ্গে এই আয়োজন সম্পন্ন হবে।’ উল্লেখ্য, ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসবের বিষয়ে শিগগিরই সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
দেশকন্ঠ/অআ