দেশকন্ঠ প্রতিবেদন : ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি)’র ব্যবস্থাপনায় ওয়ালটন-বিএসজেসি স্পোর্টস কার্নিভাল-২০২২ শুরু হয়েছে। রোববার জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনস্থ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে এই স্পোর্টস কার্নিভালের উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।
বিএসজেসি’র সভাপতি নাসিমুল হাসান দোদুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ও স্পোর্টস কার্নিভালের আহবায়ক জাহেদ হোসেন খোকন। এসময় বিএসজেসি’র যুগ্ম সম্পাদক ও স্পোর্টস কার্নিভালের সদস্য সচিব মাহমুদুল হাসান, দপ্তর ও প্রচার সম্পাদক মো. আনোয়ার হোসেন, সিনিয়র সদস্য আবু দারদা যোবায়েরসহ বিএসজেসি’র অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএসজেসির এই স্পোর্টস কার্নিভালে প্রথমবারের মতো অন্য দু’টি ক্রীড়া সাংবাদিক সংস্থা যথাক্রমে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সদস্যরাও অংশ নিচ্ছেন। উদ্বোধনী দিনে দাবা ডিসিপ্লিনের খেলা অনুষ্ঠিত হয়। এ ইভেন্টে বিএসজেসি’র সদস্য রাশেদুর রহমান ও বিএসপিএ’র সদস্য মোরসালিন আহমেদ যুগ্ম চ্যাম্পিয়ন হন। এছাড়া বিএসজেএ’র সদস্য আরাফাত যোবায়ের রানার আপ এবং বিএসজেসি’র আব্দুল গফুর অরন্য তৃতীয় হন। এবারের ফেস্টিভালে পাঁচটি ডিসিপ্লিনে খেলা অনুষ্ঠিত হচ্ছে। এগুলো হচ্ছে- দাবা, ক্যারম, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও শ্যুটিং। সোমবার দুপুর ১২ টায় জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের দ্বিতীয় তলায় টেবিল টেনিস খেলা অনুষ্ঠিত হবে।
দেশকন্ঠ/অআ