• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ০০:৪০

মিয়া খলিফার সাথে রোনালদিনহোর প্রেম

দেশকন্ঠ প্রতিবেদন : ফুটবলারদের একাধিক সম্পর্কে জড়ানো নতুন নয়। বেশির ভাগ ক্ষেত্রেই খ্যাতনামী কোনও মডেলের সঙ্গে তাঁরা সম্পর্কে জড়ান। তাই বলে পর্ন তারকাদের সঙ্গে সম্পর্ক! হ্যাঁ, ইউরোপীয় ফুটবলে তেমন উদাহরণও রয়েছে। শুধু তাই নয়, খোদ ব্রাজিলের প্রাক্তন তারকা রোনাল্ডিনহোর মতো ফুটবলারও এক পর্ন তারকার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। ইংল্যান্ডের এক ফুটবলার আবার খেলা ছেড়ে পর্ন ইন্ডাস্ট্রিতে যুক্ত হয়ে যান। এসি মিলানে থাকাকালীন পর্ন তারকা সারা তোমাসির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন রোনাল্ডিনহো। তবে মাত্র দু’মাস স্থায়ী হয়েছিল তাঁদের সম্পর্ক। পরে সারা জানিয়েছিলেন, ওই দু’মাসে ‘যথেষ্ট মজা’ করেছিলেন তাঁরা।
 
সাউদাম্পটনের যুব অ্যাকাডেমির ফুটবলার ছিলেন ড্যানি মাউন্টেন। মাত্র ১৬ বছর বয়সে হাঁটুর চোটে তাঁর ফুটবলজীবন শেষ হয়ে যায়। এর পরে পর্ন ইন্ডাস্ট্রিতে যোগ দেন তিনি। পর্ন তারকা মিয়া মালকোভার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। মাত্র তিন মাস পর্ন ইন্ডাস্ট্রিতে ছিলেন মিয়া খলিফা। তিনি লন্ডনের ওয়েস্ট হ্যাম ক্লাবের সমর্থক ছিলেন। সেই ক্লাবেরই ফুটবলার লুকাস পেরেজের সঙ্গে কিছু দিন সম্পর্ক ছিল তাঁর। ওয়েস্ট হ্যামের বহু ম্যাচে গ্যালারিতে দেখা গিয়েছিল তাঁকে। এভার্টনের প্রাক্তন ফুটবলার জ্যাক রডওয়েলের কাহিনি তো আরও সাংঘাতিক! ফুটবলজীবনে বার বার চোট-আঘাত পেয়ে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। এক পডকাস্টে সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সুস্থ হয়ে ওঠার জন্য সারা দিন প্রচুর পর্ন ছবি দেখতেন তিনি! ব্রাজিলের ফুটবলার ভ্যাগনার লাভের কেরিয়ারই প্রায় শেষ হয়ে গিয়েছিল পর্ন তারকার সঙ্গে প্রেম করার চক্করে। দু’জনের যৌন সম্পর্কের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছিল নেটমাধ্যমে। বিশ্বের অনেক বড় ক্লাব সেই ফুটবলারকে নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু ওই ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরে কেউই আর আগ্রহ দেখায়নি। প্রতিভাবান হয়েও তার পর থেকে বিভিন্ন ছোটখাটো ক্লাবেই খেলে চলেছেন তিনি।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।