দেশকণ্ঠ ডেস্ক : তৃণমূল কংগ্রেসের মহাসচিব, পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির কলকাতার আরেকটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে প্রায় ৪০ কোটি রুপি উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্র জানায়, উদ্ধার অর্থের পরিমাণ আরো অনেক বেশি হতে পারে। গত শুক্রবার টালিগঞ্জের কাছে অর্পিতার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে প্রায় ২২ কোটি রুপি উদ্ধার করে ইডি। এরপরই থ্রি মানি লন্ডারিং অ্যাক্ট এর অধীনে পার্থ চ্যাটার্জিকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তী সময়ে আদালত তাকে ১০ দিনের ইডি হেফাজতে পাঠায়। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছিল অর্পিতাকেও।
প্রসঙ্গত, শিক্ষা সংক্রান্ত একটি দুর্নীতি মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে তদন্ত শুরু হয়েছিল। পার্থ ও অর্পিতাকে জেরা করে প্রচুর তথ্য পাওয়া গেছে। তারই সূত্র ধরে এই তল্লাশি অভিযান শুরু হয়েছে। ইডির একটি সূত্র জানায়, আরো কয়েক গুণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে, সেই অর্থ গেছে বাংলাদেশে। ঘনিষ্ঠ এক অধ্যাপিকার মাধ্যমে ঐ টাকা বাংলাদেশে সরানো হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। কেনা হয়ে থাকতে পারে বেনামে জমিও।
দেশকণ্ঠ/আসো