- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ প্রতিবেদক : আট বছর আগে সাভারের জোড়পুল তেঁতুলঝোড়া এলাকায় শুভ টেলিকম নামের একটি দোকানে চুরি করতে গিয়ে কর্মচারী আইয়ুব শিকদারকে (১৪) খুনের মামলায় আজিমউদ্দীন নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ১১ জুন রোববার ঢাকার জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমানের আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে আসামিকে কারাগারে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আমিনুল ইসলাম।সাভারের জোড়পুল তেঁতুলঝোড়ায় শুভ টেলিকমে কর্মচারী হিসেবে কাজ করত আইয়ুব শিকদার। ২০১৫ সালের ২৪ অক্টোবর প্রতিদিনের মতো কাজ শেষে রাতে ঘুমিয়ে পড়ে সে।
পরের দিন সকাল সাড়ে ৮টার দিকে লোকজন জিনিসপত্র কিনতে এসে দোকান বন্ধ পান। ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে দেখা যায়, দোকানের শাটার খোলা। দোকানের ভেতরে আইয়ুবের লাশ পড়ে থাকতে দেখেন ক্রেতারা। খবর পেয়ে আইয়ুবের বোন মোছা. সোনিয়া আক্তার সেখানে যান। ভাইয়ের শরীরের আঘাতের চিহ্ন দেখতে পান তিনি। পরে দোকান মালিক বাবুল দোকানে এসে দেখতে পান, তার দোকান থেকে ৭৪ হাজার টাকার মালামাল চুরি করা হয়েছে।ওই দিনই আইয়ুবের বোন সোনিয়া সাভার মডেল থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ আজিমউদ্দীনকে গ্রেপ্তার করে। জানা যায়, চুরিতে বাধা দেওয়ায় আইয়ুবকে হত্যা করে আজিমউদ্দীন।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা